পুলিশের দুই খেলোয়াড় নিষিদ্ধ!
২০ মার্চ ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২০ মার্চ ২০২৪, ১২:০৪ এএম
নানা ঘটনায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ঘরোয়া হকির সর্বোচ্চ আসর গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার লিগ। প্রায় আড়াই বছর পর মাঠে গড়ানো এই লিগে এখন পর্যন্ত এমন সব ঘটনা ঘটেছে, যা নিয়ে সমালোচনা হতেই পারে। লিগে অংশগ্রহণকারী বড় চার ক্লাব যথাক্রমে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার ইয়াংস, মোহামেডান স্পোর্টিং, আবাহনী লিমিটেড ও ঊষা ক্রীড়া চক্র বাদে বাকিরা এমন বাজে পারফরম্যান্স করছে যাতে তাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। বিশেষ করে দিলকুশা স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া ও আজাদ স্পোর্টিং ক্লাবের পারফরম্যান্স যাচ্ছে-তাই হচ্ছে। এই তিন দল প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষে গোলবন্যায় ভাসছে। তাদের নি¤œমানের খেলা দেখে হকিবোদ্ধারা প্রশ্ন তুলেছেন, যে দলগুলোর প্রথম বিভাগে খেলার যোগ্যতা নেই, তারা কিভাবে প্রিমিয়ার লিগে খেলছে? দূর্বল দলগুলোর বাজে পারফরম্যান্সের পাশাপাশি লিগে এবার মারামারি বা হাতাহাতির ঘটনা যেন নিত্যসঙ্গী। তবে এমন ঘটনায় শক্ত অবস্থান নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। সম্প্রতি ঊষা ক্রীড়া চক্র ও বাংলাদেশ পুলিশ হকি দলের মধ্যকার ম্যাচে হাতাহাতির ঘটনায় প্রিমিয়ার বিভাগ লিগ কমিটি পুলিশের দুই খেলোয়াড়কে শাস্তি দিয়েছে। ওই ম্যাচের ঘটনা নিয়ে লিগ কমিটি গতকাল দুপুরে জরুরি সভা করেছে। সভা শেষে কমিটির চেয়ারম্যান মতিঝিল জোনের ডিসি হায়াতুল ইসলাম খান বলেন, ‘ঊষা-পুলিশ ম্যাচের ভিডিও ফুটেজ দেখার পর পুলিশের দুই খেলোয়াড় মো. সোহেল ও মো. জাহিদুলকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে! লিগ কমিটি নিবন্ধনকৃত খেলোয়াড়ের উপরই কেবল নিষেধাজ্ঞা দিতে পারে। সেই ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’
লিগ কমিটির সম্পাদক খাজা তাহের লতিফ মুন্না ও লিগ কমিটির দুই যুগ্ম সম্পাদক ওই ঘটনার ভিডিও ফুটেজ পুনরায় দেখবেন। এ প্রসঙ্গে লিগ কমিটির সম্পাদক মুন্না বলেন, ‘বাইলজ অনুযায়ী দুই খেলোয়াড়কে নিষিদ্ধ করা হয়েছে। কারণ ভিডিও ফুটেজ দেখে আমাদের মনে হয়েছে উষার টেন্টের দিকে তেড়ে গিয়েছিল সোহেল ও জাহিদুল। তাই তাদের এই শাস্তি দেওয়া হয়েছে। এছাড়া উষা ও পুলিশ দুই দলকে সতর্ক করে দেওয়া হয়েছে।’
উষা-পুলিশ ম্যাচ ছাড়াও চলমান লিগের আরো কয়েকটি বিষয় আলোচনা হয়েছে। খেলা চলাকালে ক্লাব ও ফেডারেশন সংশ্লিষ্ট অনেকেই টার্ফের আশেপাশে থাকেন। মুন্না যোগ করেন, ‘মাঠে প্রবেশ করার মতো চারটি গেটকে সনাক্ত করে তা বন্ধ করে দেওয়া হয়েছে। খেলার সময় দুই টেন্টে ক্লাবের সুনির্দিষ্ট কর্মকর্তা ছাড়া কেউ থাকতে পারবেন না।’ আম্পায়ারের সিদ্ধান্তের বিষয়েও আলোচনা হয়েছে সভায়। লিগ কমিটির সম্পাদক মুন্না বলেন, ‘আমরা প্রতিটি দলকে নিয়ম অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছি। লিখিত আকারেও নির্দেশনা যাচ্ছে। আম্পায়ার বা কোনো কারণে খেলার মধ্যে দশ মিনিটের বেশি অপেক্ষা করলে সেটা রিফিউজ টু প্লে হিসেবে গণ্য হবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
‘ভারত সীমান্তে আগ্রাসন চালিয়ে বাংলাদেশকে অবমাননা করছে’
শেরপুরে ট্রাকভর্তি সরকারি বই উদ্ধারের ঘটনায় শিক্ষা অফিসের নাইটগার্ড আটক
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কার প্রতিপক্ষ কিস
এপ্রিলে অনুষ্ঠিত হচ্ছে ৫ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ট্যাম্পা বে-২০২৫
নতুন দল গঠনে পৃষ্ঠপোষকতা করছে না সরকার: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা
বায়ুদূষণের কারণে ব্যাংককে আড়াই শতাধিক স্কুল বন্ধ ঘোষণা
তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই: ইউএনও প্রিন্স
পরীক্ষা না দিয়েও ছাত্রলীগ নেত্রী পাস: তদন্ত কমিটি গঠন
‘গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে অন্তবর্তী সরকারকে নিরপেক্ষ দায়িত্ব পালন করতে হবে’
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে বিদেশিদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
আন্দোলনের ডাক দিয়ে যারা সরে যেত, তারাই আওয়ামী পুনর্বাসন চাচ্ছে: হাসনাত আব্দুল্লাহ
বোলারদের দক্ষতা বাড়াচ্ছে বিপিএলের ব্যাটিং সহায়ক উইকেট: আকিফ
কোরআন তিলাওয়াতের সিজদা আদায় করা প্রসঙ্গে।
বিশ্বজুড়ে বিকল চ্যাটজিপিটি
নিউইয়র্ক অঙ্গরাজ্যে স্বীকৃতি পেল ‘বাংলা নববর্ষ’
ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশ: ক্ষতিগ্রস্ত হবেন যারা
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ পাচ্ছেন যাঁরা
সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের আয়কর নথি জব্দ
পশ্চিম তীরে ইসরাইলের ভয়াবহ হামলা অব্যাহত, নিহত ২
দৌলতদিয়া রেলস্টেশনে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার