এবার ফ্রান্স-ব্রাজিল লড়াই
০৩ আগস্ট ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ০৩ আগস্ট ২০২৪, ১২:০৮ এএম
প্যারিস অলিম্পিক ফুটবলের নারী বিভাগের চারটি কোয়ার্টার ফাইনাল মাঠে গড়াবে আজ। প্যারিসের পার্ক দেজ প্রিন্সেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও জাপান। রাত নয়টায় লিও’র গ্রুপামা স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কলম্বিয়া। তৃতীয় কোয়ার্টার ফাইনালে রাত এগারোটায় মার্শেইয়ের অরেঞ্জ ভেলোড্রম স্টেডিয়ামে কানাডার মুখোমুখি হবে জার্মানি। নান্তেসের স্তাদে ডি বিউজোরিও স্টেডিয়ামে রাত একটায় চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে স্বাগতিক ফ্রান্সের প্রতিপক্ষ ব্রাজিল।
১৯৯৬ সালে আটালান্টা অলিম্পিকে প্রথম শুরু হয় নারী ফুটবল প্রতিযোগিতা। সেই থেকে এপর্যন্ত নারী ফুটবলে সবচেয়ে বেশী চারবার স্বর্ণ পদক জিতেছে যুক্তরাষ্ট্র। এবারো প্যারিস অলিম্পিক ফুটবলে স্বর্ণ পদকের লড়াইয়ে ফেবারিট তারা। দাপটের সাথেই মিশন শুরু করেছে যুক্তরাষ্ট্রের মেয়েরা। গ্রুপ পর্বের তিন ম্যাচের সবকটিতে জিতেই গ্রুপ সেরা হয়েই কোয়ার্টার ফাইনালে উঠেছে চার বারের স্বর্ণ জয়ীরা। অন্যদিকে এখনও অলিম্পিক ফুটবলে স্বর্ণ পদক জেতেনি জাপানের মেয়েরা। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে রৌপ্য পদক জিতেছিলো জাপান। তারপরও জাপানকে খাটো করে দেখছেনা যুক্তরাষ্ট্র। ‘সি’ গ্রুপ থেকে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে জাপান। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের দুই প্রতিপক্ষ স্পেন-কলম্বিয়া কোনো দলেরই অলিম্পিক ফুটবলে পদক জয়ের রেকর্ড নেই। যদিও গ্রুপ পর্বের ম্যাচে কলম্বিয়ার চেয়ে এগিয়ে স্পেন।
গ্রুপ ‘সি’ তে তিন ম্যাচের সবকটিতে জয় পেয়েছে স্প্যানিশ মেয়েরা। প্রতিটি ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করেছে নারী বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ন স্পেন। অন্যদিকে গ্রুপ ‘এ’ থেকে সেরা তৃতীয় দল হিসেবে কোয়ার্টারে খেলার সুযোগ পেয়েছে কলম্বিয়া। তাই এই ম্যাচে শক্তির বিচারে এগিয়ে থাকবে স্পেন। এদিকে জম্পেস লড়াই হবে কানাডা-জার্মানির মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে। অলিম্পিকের নারী ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন কানাডা। ২০১২ ও ২০১৬ সালে ব্রোঞ্জ পদক জিতেছে তারা।
অন্যদিকে ২০১৬ রিও অলিম্পিকে স্বর্ণ আর ২০০০, ২০০৪ ও ২০০৮ সালে টানা তিনবার ব্রোঞ্জ জিতেছে জার্মানি। তাই সমশক্তির এই দুই দলের ম্যাচে জয় পেতে পারে যে কেউ। তবে সাম্প্রতিক সময়ে দারুন ফুটবল খেলছে কানাডা। গ্রুপ পর্বে তিন ম্যাচে সবগুলোতে জয় পেয়েছে তারা। তবে প্রতিপক্ষের ওপর ড্রোন চালিয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ৬ পয়েন্ট কেটে রাখা হয়েছিল কানাডার। কিন্তু এরপরও অলিম্পিক মেয়েদের ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। নিউজিল্যান্ড নারী ফুটবল দলের ওপর ড্রোন চালিয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠে অলিম্পিক নারী ফুটবলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে। আরও জানা যায়, প্যারিস অলিম্পিকের আগেও কানাডা ছেলে ও মেয়েদের ফুটবল দল প্রতিপক্ষের ওপর ড্রোন চালিয়ে গুপ্তচরবৃত্তি করেছে। তাই ফিফা অলিম্পিকে মেয়েদের ফুটবলে কানাডার ৬ পয়েন্ট কেটে রাখার পাশাপাশি তাদের তিন কোচকে এক বছর করে নিষিদ্ধও করে। প্রধান কোচের পদ থেকে সরিয়েও দেওয়া হয় বেভ প্রিস্টম্যানকে। কোয়ার্টার ফাইনালের আগে কানাডা দলের জন্য এটা একটা বড় ধাক্কা।
এদিকে, নারী ফুটবলের শেষ কোয়ার্টার ফাইনালে স্বাগতিক ফ্রান্স মাঠে নামবে ব্রাজিলের বিপক্ষে। অলিম্পিক নারী ফুটবলে এখন পর্যন্ত কোনো পদকের মুখ দেখেনি ফ্রান্স। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে সেমিফাইনালে পৌছালেও চতুর্থ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। এবার নিজেদের মাঠে অলিম্পিক হওয়ায় বাড়তি সুবিধা নিয়েই মাঠে নামবে ফ্রান্স। ‘এ’ গ্রুপে একমাত্র কানাডার কাছে হেরেছে তারা। বাকি দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। অন্যদিকে দুইবার অলিম্পিক নারী ফুটবলের রৌপ্য জয়ী ব্রাজিলের সময়টা ভালো যাচ্ছেনা। ‘সি’ গ্রুপে তিন ম্যাচের মাত্র একটিতে জিতে তৃতীয় সেরা দল হয়ে কোয়ার্টারে উঠেছে ব্রাজিলের মেয়েরা। গ্রুপের শেষ ম্যাচে স্পেনের বিপক্ষের ম্যাচে দলের অভিজ্ঞ ফুটবলার মার্তা লালকার্ড পাওয়ায় কোয়ার্টারে খেলতে পারবেননা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন