পুরুষ ক্রোমোজমের প্রতিবাদ নারী বক্সারের!
০৩ আগস্ট ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ০৩ আগস্ট ২০২৪, ১২:০৮ এএম
প্যারিস অলিম্পিকসে বক্সিংয়ে মাত্র ৪৬ সেকেন্ডেই ম্যাচ ছেড়ে দিয়েছেন ইতালির আঞ্জেলা কারিনি। ফলে একরকম বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়েদের বক্সিংয়ের ওয়েল্টারওয়েটের কোয়ার্টার-ফাইনালে উঠেছেন আলজেরিয়ার ইমানে খেলিফ, যিনি ‘লিঙ্গ পরীক্ষায়’ ব্যর্থ হয়ে গত বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে নিষিদ্ধ হয়েছিলেন। তাই এবারের অলিম্পিকসের ম্যাচটি নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
নর্থ প্যারিস অ্যারেনায় গতপরশু শেষ ষোলোর ম্যাচটির শুরু থেকেই কারিনির মুখে পাঞ্চ করছিলেন খেলিফ। ৩০ সেকেন্ড পর কারিনি তার কোচ এমানুয়েল রেনজিনিকে ডেকে জানান, তার নাকে খুব ব্যথা করছে। রেনজিনি তখন প্রথম রাউন্ড খেলে যাওয়ার পরামর্শ দেন। তবে কারিনি আরেকটি ঘুষি খাওয়ার পর হাত তুলে ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন। মাত্র ৪৬ সেকেন্ডেই শেষ হয়ে যায় ম্যাচ! কান্নায় ভেঙে পড়তে দেখা যায় কারিনিকে। ‘সে খুব বেশিই শক্তিশালী’- খেলিফকে নিয়ে কারিনি বলেছিলেন বলে জানান কোচ রেনজিনি।
ম্যাচ শেষের ২০ মিনিট পর অশ্রুসিক্ত চোখে সাংবাদিকদের সামনে কথা বলেন কারিনি। অলিম্পিকসের জন্য কঠোর পরিশ্রমের পর এভাবে থেমে যেতে হওয়ায় আক্ষেপ করতে থাকেন তিনি, ‘আমি লড়াই করার জন্যই রিংয়ে এসেছিলাম। আমি হাল ছাড়িনি। কিন্তু তার একটা ঘুষি আমাকে প্রচ- আঘাত করেছে। তাই আমি বলেছি, যথেষ্ট হয়েছে। আমি মাথা উঁচু করেই বেরিয়ে যাই।’
লিঙ্গ পরীক্ষায় ২৫ বছর বয়সী খেলিফের শরীরে এক্সওয়াই ক্রোমোজম পাওয়া গেছে। এই কারণেই গত বছর ভারতের দিল্লিতে আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন (আইবিএ) আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনার পদকের ম্যাচ থেকে তাকে বহিষ্কার করা হয়। একই কারণে ব্রোঞ্জ পদকের লড়াই থেকে অযোগ্য ঘোষণা করা হয় চাইনিজ তাইপের লিন-ইউ-তিংকেও। এই দুজনকেই প্যারিস অলিম্পিকসে খেলার অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।
এই বিষয়ে প্রশ্ন করা হলে গত মঙ্গলবার আইওসি মুখপাত্র মার্ক অ্যাডামস বলেন, ‘আমি শুধু বলব, নারী বিভাগের সকল প্রতিযোগী যোগ্যতার নিয়ম মেনেই টুর্নামেন্টে এসেছে। তাদের পাসপোর্টে তারা নারী। এই ক্রীড়াবিদরা অনেক বছর ধরেই অনেকবার প্রতিদ্বন্দ্বিতা করেছে। তারা হঠাৎ করে আসেনি।’ খেলিফকে মেয়েদের ইভেন্টে খেলার অনুমতি দেওয়ায় উষ্মা প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ‘আমার মনে হয়, যে অ্যাথলেটদের পুরুষদের মতো জিনগত বৈশিষ্ট্য আছে, তাদের নারীদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেওয়া উচিত নয়। কারও বিরুদ্ধে বৈষম্য হোক, সেটার জন্য নয়, বরং সমতা বজায় রেখে নারী অ্যাথলেটরা যাতে লড়াই করতে পারে, সেটার অধিকার রক্ষা করতেই এই কাজটা করা উচিত।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন