টেনিসে সোনা জিতে ইতিহাস গড়লেন ঝেং
০৫ আগস্ট ২০২৪, ১২:১৩ এএম | আপডেট: ০৫ আগস্ট ২০২৪, ১২:১৩ এএম
অলিম্পিকের ইতিহাসে প্রথম চীনা টেনিস খেলোয়াড় হিসেবে নারীদের এককে স্বর্ণ জয়ের কৃতিত্ব দেখিয়ে ইতিহাস গড়লেন ঝেং কিনওয়েন। প্যারিস অলিম্পিকের এ ইভেন্টের ফাইনালে শনিবার ক্রোয়েশিয়ার ডোনা ভেকিচকে ৬-২ ও ৬-৩ গেমের সরাসরি সেটে হারিয়ে সোনা জেতেন ২১ বছর বয়সী ঝেং। ২০০৪ এথেন্স অলিম্পিকের নারী ডাবলসে লি টিং ও সুন টিয়ানটিয়ানসের পর প্রথম কোন চীনা খেলোয়াড় হিসেবে টেনিসে স্বর্ণ জয় করেন তিনি। রোলা গাঁরোর এই কোর্ট ফিলিপ চাট্রিয়ারেই ২০১১ সালে লি প্রথম কোনো চাইনিজ খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড সø্যাম জয়ের কৃতিত্ব দেখিয়েছিলেন। ২০০৮ সালে লি ঘরের মাঠের অলিম্পিকে চতুর্থ স্থান অর্জন করেছিলেন। অলিম্পিকে এখনো পর্যন্ত চীনের সবচেয়ে বড় অর্জন শেষে ঝেং বলেন, ‘আমি আবেগ ধরে রাখতে পারছি না। প্রতিটি রাউন্ড এখানে অত্যন্ত কঠিন। কিন্তু দেশের হয়ে পদক জয়ের জন্য আমি সম্ভাব্য সব কিছুই করার চেষ্টা করেছি। আমি দেশকে গর্বিত করতে চেয়েছি। নিজের জন্য আমি সত্যিই গর্বিত। আমি নিশ্চিত দেশে আমার পরিবার টিভিতে এই কৃতিত্ব উপভোগ করেছে। আমি শুধু প্রতি ম্যাচে লড়াই করতে চেয়েছি। দেশের হয়ে খেলার সময় বিশেষ কিছু শক্তি আমি খুঁজে পাই। কখনোই হাল ছেড়ে দেইনা।’ বিশে^র সাত নম্বর খেলোয়াড় ও অস্ট্রেলিয়ান ওপেন রানার-আপ ঝেং শুরুতেই ২-০ গেমের লিড নেন। পিছিয়ে পড়া থেকে আর বেরিয়ে আসতে পারেননি ক্রোয়েশিয়ার ডোনা ভেকিচ। অষ্টম গেমে আবারো ব্রেক পয়েন্ট জিতে প্রথম সেট জয় করে নেন ঝেং।
তৃতীয় রাউন্ডে এমা নাভারোর বিপক্ষে কোনমতে জয় নিয়ে কোর্ট ছেড়েছিলেন ঝেং। এরপর চারবারের ফ্রেঞ্চ ওপেন বিজয়ী বিশে^র এক নম্বর তারকা ইগা সোয়াইটেককে সেমিফাইনালে সরাসরি সেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন। আগের ম্যাচগুলোর পরীক্ষায় ফাইনালে কাজে লাগিয়েছেন ঝেং। দ্বিতীয় সেটেও তিনি ২৮ বছর বয়সী ভেকিচের বিপক্ষে শুরুতেই ২-০ গেমের লিড নেন। চতুর্থ ব্রেক পয়েন্ট তুলে নিয়ে ৫-৩ গেমে এগিয়ে থাকার পর পরের গেমেই জয় নিশ্চিত করেন ঝেং।
নাভারোর পর বিশে^র সাবেক নাম্বার ওয়ান এ্যাঞ্জেলিক কারবারকে হারাতে টানা দুই ম্যাচে তিন ঘন্টার লড়াই করেছেন ঝেং। ফাইনালের আগে নোভাক জকোভিচেরও প্রশংসা পেয়েছেন তিনি। ঝেংয়ের খেলার ভক্ত হিসেবে জকোভিচ বলেন, ‘ব্যক্তি হিসেবে সে দুর্দান্ত। আমি সত্যিই ঝেংকে দারুণ পছন্দ করি। ফাইনালে খেলা চীনের জন্য অনেক বড় বিষয়। একইসঙ্গে ঝেংয়েরও। বিশে^র অন্যতম বৃহৎ দেশ হিসেবে লি না’র পর চীন একজন সত্যিকারের চ্যাম্পিয়নের খোঁজে ছিল। এদিন আনা ক্যারোলিনা শিমেডলোভাকে ৬-২ ও ৬-১ গেমে হারিয়ে ব্রোঞ্জপদক জয় করেন সোয়াইটেক।
এদিকে যুক্তরাষ্ট্রের অস্টিন ক্রাইচেক রাজিব রামকে ৬-৭ (৬/৮), ৭-৬ (৭/১), ১০-৮ গেমে হারিয়ে পুরুষ ডাবলসে স্বর্ণ জয় করেন অস্ট্রেলিয়ান ম্যাথু এবডেন ও জন পিয়ার্স। ১৯৯৬ আটালান্টা গেমসে টড উডব্রিজ ও মার্ক উডফোর্ডের পর দ্বিতীয় অস্ট্রেলিয়ান জুটি হিসেবে অলিম্পিকে এটি দ্বিতীয় স্বর্ণপদক।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
হবিগঞ্জের সড়কে প্রাণ গেল তিন নারী পোশাক শ্রমিকের
বরিশালে জাতীয় মহাসড়কের ওপর নির্মিত পাক অপসারণে নগর ভবনকে সড়ক অধিদপ্তরের চিঠি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩
দুইবার আবেদন করেও দুর্নীতির অভিযোগ থাকায় মাল্টার নাগরিকত্ব পায়নি তারিক সিদ্দিকের পরিবার
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
এবি পার্টির জাতীয় কাউন্সিল শুরু সোহরাওয়ার্দী উদ্যানে
মায়ের জন্য রান্না করা খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান
রাজশাহীতে এবেলা ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ
আশুলিয়ায় মেরামতের নাম করে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে
'বিয়ের গন্ডগোল' নিয়ে জোভান–তটিনী আত্মপ্রকাশ
ভারতে বসে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছেন ফ্যাসিস্টের দোসর আলাউদ্দিন নাসিম
রুশ জ্বালানিখাতে আবারও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
সিরিয়ার দামেস্কের মসজিদে পদদলিত হয়ে নিহত ৪ জন
কিছুটা নিয়ন্ত্রণে আসছে লস অ্যাঞ্জেলেসের দাবানল
খাদ্য পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখতে পুনর্গঠন হলো এফপিএমসি
দেশে অস্তিত্বহীন দলবাজরা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে: জয়নুল আবদিন ফারুক
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১২ বাংলাদেশি
লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সবশেষ যা জানা গেল