ফরাসি আক্ষেপ বাড়িয়ে স্বর্ণ স্পেনের
১১ আগস্ট ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১১ আগস্ট ২০২৪, ১২:০৪ এএম
কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের কাছে হেরে নারী ফুটবলের স্বর্ণ জয়ের আশা আগেই শেষ হয়েছিল স্বাগতিক ফ্রান্সের। এবার স্বাগতিক হিসেবে ঘরের মাঠে পুরুষ ফুটবলেও স্বর্ণ জিততে পারলোনা তারা। অলিম্পিক ফুটবলে একবারই স্বর্ণ জিতেছে ফ্রান্স। ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ফুটবলের ফাইনালে সোনা জয়ের পর আর কখনও সেমিফাইনালেই উঠতে পারেনি ফরাসিরা। এবার ঘরের মাঠের অলিম্পিকে ফ্রান্সের চোখ ছিল ৪০ বছর পর ফুটবলের স্বর্ণ ফিরিয়ে আনা। নকআউট পর্বে আর্জেন্টিনাকে হারিয়ে কাতার বিশ্বকাপের ফাইনালের প্রতিশোধ নেয়ার পাশাপাশি অলিম্পিক ফুটবলের স্বর্ণ উদ্ধারের মিশনে ভালোভাবেই টিকে ছিল ফ্রান্স। সেমিফাইনালে মিশরকে হারিয়ে স্বর্ণের মঞ্চে উঠেছিল অলিম্পিকের আয়োজকরা। কিন্তু তাদের স্বপ্ন ভেঙ্গে ৩২ বছর পর দ্বিতীয়বার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়লো স্পেন।
আট গোলের রোমাঞ্চকর ফাইনালে ম্যাচটি নিজেদের করে নিলো স্প্যানিশরা। ১৯৯২ সালে বার্সেলোনায় ঘরের মাঠে অলিম্পিকের পুরুষ ফুটবলে প্রথম সোনা জিতেছিল স্পেন। গত আসরে সুযোগ এসেছিল দ্বিতীয়বার স্বর্ণ জেতার। কিন্তু ফাইনালে ব্রাজিলের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিলো স্পেনের। এবার শুরু থেকেই দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠে সেরার মুকুট পরলো তারা। গতকাল প্যারিসের পার্ক দেজ প্রিন্সেস স্টেডিয়ামে ফাইনালে ফ্রান্সকে ৫-৩ গোলে হারিয়ে শেষ হাসি হাসলো স্পেন। নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোলে ড্র থাকলে অতিরিক্ত সময়ে দুই গোল করে ম্যাচ জিতে নেয় স্প্যানিশরা।
প্যারিসে ফাইনাল হয়েছে ফাইনালের মতই। শুরু থেকেই দু’দলের আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। যদিও ম্যাচে প্রথম গোল পেয়েছিল ফ্রান্স। খেলার ১১ মিনিটে এনজো মিলটের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা (১-০)। বক্সের মধ্যে স্প্যানিশ ডিফেন্ডারের ভুলের সুযোগটা কাজে লাগান তিনি। সাত মিনিট পরই ঘুরে দাড়ায় স্পেন। খেলার ১৮ মিনিটে অ্যালেক্স বায়েনার পাসে বক্সের মধ্যে থেকে নিচু কোনাকুনি শটে জাল কাঁপান ফারমিন লোপেজ (১-১)। এই গোলের রেশ কাটতে না কাটতেই ২৫ মিনিটে স্পেনকে লিড এনে দেন বার্সেলোনার এই স্ট্রাইকার। আবেল রুইজের শট ফরাসি কিপার গুইলাওমি রেস্তেস ক্লিয়ার করতে পারেননি। বল পড়ে লোপেজের সামনে। সহজেই তা জালে জড়ান তিনি (২-১)। এটি ছিল প্যারিস অলিম্পিকে লোপেজের ষষ্ঠ গোল।
এই গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় স্প্যানিশদের কাছে। সুযোগটা কাজে লাগিয়ে তৃতীয় গোল আদায় করে নেয় তারা। ২৮ মিনিটে ফ্রি কিক থেকে বাঁকানো শটে ফরাসি গোলরক্ষককে বোকা বানিয়ে জালে বল জড়ান অ্যালেক্স বায়েনা (৩-১)। ৪২ মিনিটে হুয়ান মিরান্দার শট ঠেকিয়ে দেন ফরাসি গোলরক্ষক রেন্তেস। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল ফ্রান্স। ফিলিপ মাতেতার হেড অসাধারণ দক্ষতায় রুখে দেন স্পেন কিপার আরনাউ তেনাস। ৩-১ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের শুরুতে দু’টি পরিবর্তন আনেন ফরাসি কোচ থিয়েরি অঁরি। মাঠে নামেন মাগনেছ আকলিওচে ও আরনাউদ কালিমুয়েন্দো। এই দু’জন ম্যাচ পাল্টে দেন। শেষ ১৫ মিনিটে যেন ছন্দ হারায় স্পেন। ৭৩ মিনিটে গোলরক্ষক আরনাউ টেনাসের দারুণ সেভে রক্ষা পায় তারা। পেনাল্টি এরিয়া থেকে মানু কোনের শট ডানদিকে ঝাঁপিয়ে রুখে দেন স্পেনের গোলরক্ষক। ছয় মিনিট পর ওলিসের ফ্রি কিকে বল পেয়ে গোল শোধ দেন আকলিওচে (২-৩)। ম্যাচের যোগকরা সময়ের প্রথম মিনিটে পেনাল্টি পায় ফ্রান্স। স্পট কিকে গোল করে স্টেডিয়াম ভর্তি ফরাসি সমর্থকদের আনন্দে ভাসান আকলিওচে। ৩-৩ এ সমতা এনে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ফ্রান্স।
নির্ধারিত সময়ের খেলা অমিমাংসিতভাবে শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ১০ মিনিটে গোল পায় স্পেন। আদ্রিয়ান বারনাবের পাসে বক্সের মধ্য থেকে গোলরক্ষককে পরাস্ত করেন বদলি হিসেবে নামা সার্জিও কামেলো (৪-৩)। নিস্তব্ধ হয়ে পড়ে পার্ক দে প্রিন্সেসের ফরাসি সমর্থকরা। পিছিয়ে পড়ে খেলায় ফিরতে প্রানপণ চেষ্টা করে গেছে ফ্রান্সের ফুটবলাররা। কিন্তু তাদের সব চেষ্টা রুখে দেন স্প্যানিশ ডিফেন্ডাররা। খেলার শেষ বাঁশি বাজার পূর্ব মুহূর্তে গোল করে স্পেনের জয় নিশ্চিত করেন সার্জিও কামেলো (৫-৩)। অলিম্পিক ফুটবলে দ্বিতীয়বার স্বর্ণ জয়ের উৎসবে মেতে ওঠে স্প্যানিশরা। ইউরোর শিরোপা জেতার পর এবার অলিম্পিকেও সোনা জিতে মৌসুম স্মরণীয় করে রাখলো স্পেন। আর ১৯৮৪ সালে প্রথম স্বর্ণ জয়ের ৪০ বছর পর রৌপ্য পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে স্বাগতিকদের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সংস্কারের ৩১দফায় তারেক রহমান শিক্ষকদের অধিক গুরুত্ব দিয়েছেন - ডা. মাজহার
৪৩তম বিসিএসের ২৬৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম জয়ন্ত ও মধুমেলা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা
পাকিস্তানের সামরিক আদালতের বিচারকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন
রেকর্ড ও পরিসংখ্যানের আয়নায় তামিম
আমরা বিগত ১৮ বছর আওয়ামী জাহেলিয়াতের যুগ পার করেছি- মাওলানা এ টি এম মা’ছুম
টঙ্গীতে নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ
দোয়ারাবাজারে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
ক্যাম্পাস সমূহ র্যাগিং ও মাদকমুক্ত রাখতে হবে: প্রফেসর ড. মাছুমা
নানা আয়োজনের মধ্য দিয়ে নবীনদের বরণ করে নিলো শহীদ নূর আলী কলেজ
ঈশ্বরগঞ্জে শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা
ডনবাসের তিনটি এলাকা মুক্ত করেছে রাশিয়া
মার্চের মধ্যে সাড়ে ৪ লাখ ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে: পরিবহন উপদেষ্টা
খনন ফিল্ডে প্রত্নতাত্ত্বিক তারিখ নির্ধারন সংক্রান্ত মাঠ কর্মশালা
বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরে যুব সমাবেশ
ফ্যাসিস্ট দোসর তাপসকে হঠাৎ হিরো বানানোর চেষ্টা!
আ’লীগের নিবন্ধন থাকবে কি না সময় বলে দিবে: সিইসি
সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষ, আহত ৪ নিহত ১
দিনাজপুরের প্রখ্যাত লেখক, গবেষক ও সাঁওতাল লোকসংস্কৃতিবিদ গণেশ সরেন আর নেই
ফ্যাসিস্টরা জয়ী হলে ২ লাখ মানুষকে জেলে যেতো: প্রেস সচিব