যুব উন্নয়ন ইনস্টিটিউট থেকে মুছে যাচ্ছে হাসিনার নাম
১২ আগস্ট ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১২ আগস্ট ২০২৪, ১২:০৪ এএম
অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রথম কার্যদিবসে গতকাল অফিস করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজল ভূঁইয়া। প্রথম দিন অফিসে এসেই গুরুত্বপূর্ণ তিনটি সিদ্ধান্ত নেন তিনি। যার মধ্যে অন্যতম হলো সাভারে অবস্থিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম পরিবর্তন। এই সংস্থার নতুন নাম দেয়া হচ্ছে, ‘বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট’। এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নতুন উপদেষ্টাকে বরণ করে নেন মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদসহ অন্যরা। নিজের অফিস কক্ষে উর্ধ্বতন সব কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমার দায়িত্বকালের প্রথম দিন তিনটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। যার প্রথমটি হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম পরিবর্তন।’ কেন এই ইনস্টিটিউটের নাম পরিবর্তন করা হচ্ছে? তার ব্যাখ্যা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, ‘যেহেতু বাংলাদেশে একটা ম্যাসাকারের সঙ্গে শেখ হাসিনার নাম জড়িত আছে এবং সহ¯্র ছাত্র-জনতা মারা গিয়েছে, আমরা মনে করি তিনি এসবের সঙ্গে সরাসরি যুক্ত। সে জায়গা থেকে, এটা শুধু আমাদের মন্ত্রণালয় নয়, প্রত্যেকটি স্থানে এটা করা হবে। শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে আমরা বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করছি। এ বিষয়ে প্রক্রিয়া চলমান থাকবে এবং দ্রুতই এটা কমপ্লিট হবে।’
এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হুমকির মুখে পড়েছে। এ ব্যাপারে আসিফ মাহমুদ বলেন, ‘এরই মধ্যে আমরা বিসিবির সঙ্গে কথা বলেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দেশি-বিদেশি ক্রিকেটার ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা। এই বিষয়ে আমাদের কিছু কাজ করতে হবে। আমি আজকেই (গতকাল) প্রধান উপদেষ্টার সঙ্গে এ প্রসঙ্গে কথা বলবো। তিনি যেহেতু একজন ক্রীড়াপ্রেমী মানুষ। তিনি অবশ্যই আমাদের সহায়তা করবেন। আমরা এই বিষয়ে সবার সঙ্গেই কথা বলব। কিছু দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা আছে, সেগুলো যাতে দ্রুত সমাধান করা যায়।’ যুব ও ক্রীড়া উপদেষ্টা যোগ করেন,‘বিসিবির সভাপতি (নাজমুল হাসান পাপন) অনুপস্থিত আছেন। অবশ্যই একটা সংস্থাকে কাজ করতে হলে সবার উপস্থিতি প্রয়োজন। সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তি যেহেতু অনুপস্থিত আছেন, তাই আমরা বিসিবির যারা পরিচালকদের সঙ্গে কথা বলেছি। তারা আইসিসির আইন মেনে যেটা করার, সেটাই করবেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য সভাপতি পদে কাউকে নিয়োগ দেয়া যায় কি না সেটিও দেখতে বলেছি।’
বোর্ডের শীর্ষ কর্তা বা সভাপতি অনুপস্থিত থাকলে বিসিবির কার্যক্রম পরিচালনার জন্য একজন সভাপতি দরকার। সেক্ষেত্রে বোর্ড সভাপতি পদত্যাগ করলে একজন অন্তর্বর্তীকালীন সভাপতি নিয়োগ দেয়া যায় কি না! আইসিসির সঙ্গে কথা বলে তা খুঁটিয়ে দেখার পরামর্শও বিসিবিকে দিয়েছেন নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তার কথায়, ‘আমরা সাজেস্ট করেছি, যারা বিসিবির পরিচালক আছেন, তারা এ বিষয়ে কিভাবে আইসিসির লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে এ বিষয়টির সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ দেয় যায় কি না? এ বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে রিপোর্ট করবে এবং আমরা প্রক্রিয়াটা চালু রাখবো।’ আসিফ মাহমুদ জানান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ক্ষেত্রেও ফিফার আইন মেনেই সব করা হবে। বাফুফের চারবারের সভাপতি থাকবেন কি না তা সময়ই বলে দেবে। ফিফা যেভাবে তার সদস্য দেশগুলোর ফুটবল সংস্থাকে পরিচালনা করে, সেভাবেই চলবে বাফুফে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
‘বদলি’ নামা রোনালদোর গোলে জিতল পর্তুগাল
সুইজারল্যান্ডকে উড়িয়ে নেশন্স কাপে জয়ের ধারায় স্পেন
নাটকীয় প্রত্যাবর্তনে দারুণ জয়ের পথে শ্রীলঙ্কা
রাঙ্গুনিয়ায় যুবদল নেতার বাড়িতে হামলা লুটপাট
হরিরামপুরে ৫ হাজার শতক ফসলি জমি পদ্মায় বিলীন
সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ করাতকল পাচার হচ্ছে বনের কাঠ
রাউজানে ঈদে মিলাদুন্নবী মাহফিল
পবিপ্রবিতে নিপীড়নবিরোধী কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন
ধামরাইয়ে প্রাণিসম্পদ কর্মকর্তার বদলি প্রত্যাহারের দাবিতে খামারিদের মানববন্ধন
দৌলতপুরে চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বহিষ্কার
ঘাটাইল ও ফরিদগঞ্জ থেকে ৩ লাশ উদ্ধার
দাউদকান্দিতে যুবককে কুপিয়ে হত্যা
বন্দরে আ.লীগ-জাপার ১৯৬ জনের বিরুদ্ধে মামলা
কলাপাড়ায় প্রধান শিক্ষকের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ
ফরিদগঞ্জে বিদ্যুতের দাবিতে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও
কুমিল্লায় ১৪৪৮ শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত
সামান্য বৃষ্টি হলে জমে যায় পানি
ছাত্র-জনতার আন্দোলন ও আবাবিল কাহিনী
ইসলামী দলগুলো কি ঐক্যবদ্ধ হতে পারবে?
সৈয়দপুরে আবারও আওয়ামী লীগের ৩০০ নেতা কর্মীর নামে মামলা