হেরেই চলেছে এইচপি দল
১৫ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৫ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম
অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি টোয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেলো বাংলাদেশ হাই-পারফরমেন্স দল। ডারউইনে টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে অ্যাডিলেইড স্ট্রাইকার্সের কাছে ৮ উইকেটে হেরেছে তারা। মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে দাপুটে জয়ে ‘টপ এন্ড টি টোয়েন্টি সিরিজ’ শুরু করেছিল বাংলাদেশ হাই-পারফরম্যান্স দল। এরপর দ্বিতীয় ম্যাচে হাই -পারফরমেন্স দলকে ৫ উইকেটে হারিয়েছে তাসমানিয়া টাইগার্স। গতকাল আগে ব্যাটিং করে এইচপি ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে। জবাবে ১৭.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ে পৌঁছে যায় অ্যাডিলেড।
ডারউইনের মারারা ওভাল স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলের খাতায় ২ রান যোগ হতেই সাজঘরে ফেরেন তানজীদ হাসান তামিম। শুরুর চাপ কাটিয়ে ওঠার আগেই ৮ রান করা পারভেজ হোসেন ইমনের বিদায়ে উল্টো বাড়ে আকবর আলীর দলের। দলীয় ২৩ রানে টপ অর্ডারে তিন ব্যাটারের আউটে খেই হারিয়ে ফেলে তারা। চতুর্থ উইকেটে জিসান আলম ও অধিনায়ক আকবর মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। দু’জনে ২৯ রান যোগ করার পর জিসান ফিরে গেলে ভেঙ্গে যায় সম্ভাবনাময় এই জুটি। আকবর আলী ও শামীম হোসেন মিলে তার পর দলকে টেনে নিয়ে গেছেন। কিন্তু ৪০ রানের জুটির পর আকবর আলী ৩৫ বলে ৩৬ রান করে আউট হলে বড় স্কোর গড়ার আশা শেষ হয়ে যায়। তখন একপ্রান্ত আগলে রেখে শেষ ওভার পর্যন্ত লড়াই চালিয়ে যান শামীম। ইনিংস শেষ হওয়ার আগের বলে আউট হন তিনি। দলের সর্বোচ্চ ৪২ রান আসে তার ব্যাট থেকে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে হাইপারফরমেন্স ইউনিট।
অ্যাডিলেডের টিম ওকলি ও হ্যারি মানেন্টিই মূলত বাংলাদেশকে গুঁড়িয়ে দেন। দুইজনেই সমান তিনটি করে উইকেট নিয়েছেন। ১৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের প্রথম বলেই রিপন মন্ডলের শিকার হন অ্যাডিলেডের ওপেনার জশ ক্যান। শুরুতে উইকেট নিয়েও প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেনি এইচপি দল। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে জ্যাক উইন্টার ও নোয়াহ ম্যাকফাদিয়েনের দায়িত্বশীল ব্যাটিং দলের জয় সহজ করে দেয়। দুজনে মিলে গড়েন ৮৩ রানের জুটি। ১২তম ওভারে ম্যাকফাদিয়েনকে প্যাভিলিয়নে ফিরিয়ে আবু হায়দার রনি দ্বিতীয় সাফল্য এনে দিলেও ততক্ষণে জয়ের পথে অ্যাডিলেইড। ৩২ বলে ৩৮ রান করেন ম্যাকফাদিয়েন। বাকি সময়টাতে বাংলাদেশের বোলাররা আর কোনও প্রভাব ফেলতে পারেননি। পরে হামিশ কেসকে সাথে নিয়ে বাকি কাজটা সেরে ফেলেন জ্যাক উইন্টার। ১৪ বল হাতে রেখেই ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় অ্যাডিলেইড স্ট্রাইকার্স। ৫৪ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৮২ রান করে অপরাজিত থাকেন জ্যাক উইন্টার। হামিশ ১৯ বলে অপরাজিত ২৩ রান করেন। এইচপির রিপন ও রনি প্রত্যেকে একটি করে উইকেট পান। আজ নিজেদের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরির মুখোমুখি হবে বাংলাদেশ হাই-পারফরমেন্স ইউনিট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ
এই সরকার বিপ্লবের চেতনাকে পুরোপুরি ধারণ করতে পারেনি: মাহমুদুর রহমান
শার্শা থানা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলন মেলা
মুখ্য সংগঠক হান্নান মাসউদের ওপর ছাত্রলীগের হামলা!
সোনারগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
রাষ্ট্র সংস্কারে ১৫ দফা প্রস্তাবনা: পৃথক শরীয়া আদালত প্রতিষ্ঠার দাবি
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০
দেশের সংগ্রামের ইতিহাস-সংস্কৃতি বিশ্বে তুলে ধরার আহ্বান উপদেষ্টা নাহিদের
ভারতে চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার
পথশিশুদের নিয়ে বিপিএলের ট্রফি উন্মোচন
তামিমকে বিসিবির ধন্যবাদ
গণহত্যাকারীদের বিচারিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হচ্ছে: সারজিস
দ্বিতীয় চালানে ভারত থেকে এলো ২৭ হাজার টন চাল
গাঁজা সেবনের অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে শাস্তি
উইন্ডিজ সিরিজে পাকিস্তান দলে ৭ পরিবর্তন, নেই আফ্রিদি
সুইজারল্যান্ডে গ্লোবাল এসএমই সামিট অনুষ্ঠিত হবে আগামী ২৩-২৫ এপ্রিল
ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অপরিসিম : সিলেটে কাইয়ুম চৌধুরী
ডার্ক ওয়েবে গ্রাহকের তথ্য বিক্রির অভিযোগ : সিটি ব্যাংকের ব্যাখ্যা
মার্কেন্টাইল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত
গফরগাঁওয়ে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু