এবার শুটিংয়ে সংস্কার আন্দোলন!
১৫ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৫ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর কোটা’র মতো সমাজের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আন্দোলন শুরু হয়েছে। এ ধারাবাহিকতায় দেশের ক্রীড়াঙ্গনেও বাজছে পরিবর্তনের সুর। এবার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের কমিটিতেও পরিবর্তন চাইলেন সাবেক সংগঠকরা। আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৫ বছরে আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে শুটিং ফেডারেশন। ত্যাগী ও তারকা শুটারদের কোন প্রকার সম্মান দেওয়া হয়নি এই সময়ে। এমনকি তারকা শুটার তৈরীর অন্যতম কারিগর ঢাকা শুটিং ক্লাবকেও নাকি বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সংগঠকরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শুটার দম্পতি সাইফুল আলম রিংকি ও সাবরিনা সুলতানা, জিএম হায়দার সাজ্জাদ, ফেডারেশনের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম খান, সাবেক কোষাধ্যক্ষ কায়সারুল ইসলাম ও সাবেক সদস্য গাজী সাইফুল তারেকসহ অন্যান্যরা।
নিজ বক্তব্যে সাউথ এশিয়ান (এসএ) গেমসে স্বর্ণজয়ী শুটার সাবরিনা সুলতানা বলেন, ‘একটা সময় বাংলাদেশের একমাত্র স্বর্ণপ্রসবা ডিসিপ্লিন ছিল শুটিং। ১৯৯১ থেকে ২০১০ সাল পর্যন্ত এসএ গেমসসহ বিভিন্ন আন্তর্জাতিক আসরে শুটিং থেকে এসেছে ৮৯টি পদক। যার মধ্যে স্বর্ণপদকই ছিল ২১টি। কিন্তু ২০১২ সালে ইন্তেখাবুল হামিদ অপু মহাসচিবের দায়িত্ব নেওয়ার পর থেকেই শুটিংয়ের পদকে ভাটার টান। গত ১২ বছরে এসএ গেমসে কেবলমাত্র একটি স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ (২০১৬ সালে শিলং-গৌহাটি এসএ গেমসে শাকিল আহমেদ)। এর মধ্যে দুই কমনওয়েলথ গেমসে রুপা জয়ী আবদুল্লা হেল বাকী ও শাকিল আহমেদের সফল দুই কোচ ক্লাভস ক্রিস্টেনসেন ও মার্কো সকিচসেও বিদায় করে দেন মহাসচিব।’ কমনওয়েলথ শুটিংয়ে স্বর্ণজয়ী এই শুটার আরো বলেন, ‘আজ হারিয়ে গেছে আমাদের আন্তর্জাতিক স্বীকৃত কমনওয়েলথ শুটিং, এসএ গেমস, সাফ শুটিং, এশিয়ান শুটিং ও জাতীয় শুটিংয়ে স্বর্ণজয়ী জাতীয় শুটাররা।’এসএ গেমসে সোনাজয়ী আরেক শুটার সাইফুল আলম রিংকি বলেন,‘বাংলাদেশের শুটিং পিছিয়ে পড়ার পেছনে রয়েছে একাধিক কারণ। নেই নিয়মিত প্রতিযোগিতা। যে কারণে পাইপলাইনে উঠে আসছে না নতুন শুটার। সার্ভিসেস সংস্থা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) নির্ভর হয়ে পড়ছে দেশের শুটিং খেলা। ফলে সকল শুটিং ক্লাব শুটার শূন্যতায় ভুগছে।’
শুটিং স্পোর্ট ফেডারেশনের সাবেক সদস্য গাজী সাইফুল তারেক বলেন, ‘২০১৯ সালে ফেডারেশনকে ৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সেই টাকায় ১০টি ডিজিটাল টার্গেট চেঞ্জার স্থাপন করা হয় শুটিং রেঞ্জে। যার প্রত্যেকটির মূল্য দেখানো হয় ২৬ লাখ টাকা করে। অথচ পরবর্তী সময়ে একই যন্ত্র ফেডারেশনসহ সেনাবাহিনী ও বিকেএসপি শুটিং ক্লাব আমদানি করে প্রত্যেকটি ৬ থেকে ৭ লাখ টাকায়। কতটা দুর্নীতি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।’ তিনি যোগ করেন,‘আমরা ফেডারেশনের দুর্নীতিবাজ সংগঠকদের চিহ্নিত করে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চাই। চাই দুর্নীতি মুক্ত ফেডারেশন।’
ফেডারেশনের সাবেক কোষাধ্যক্ষ কায়সারুল ইসলাম বলেন,‘কনভেনশন সেন্টারের ভাড়ার টাকা নয়-ছয় করেছেন শুটিং স্পোর্ট ফেডারেশনের স্বৈরাচারী, স্বেচ্ছ্বাচারি ও দুর্নীতি পরায়ন মহাসবিচ ইন্তেখাবুল হামিদ অপু। নিজের বড় ভাই বিদ্যুৎ, খনিজ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ছত্রছায়ায় থেকে নানা অনিয়ম করে ফেডারেশনের কোটি কোটি টাকা আত্মসাত করেছেন অপু। তার সব অনিয়ম ও দুর্নীতির বিচার চাই আমরা। দেশের শুটিং খেলার উন্নয়নের জন্য অনতিবিলম্বে ফেডারেশনের নতুন কমিটি চাই।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ
এই সরকার বিপ্লবের চেতনাকে পুরোপুরি ধারণ করতে পারেনি: মাহমুদুর রহমান
শার্শা থানা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলন মেলা
মুখ্য সংগঠক হান্নান মাসউদের ওপর ছাত্রলীগের হামলা!
সোনারগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
রাষ্ট্র সংস্কারে ১৫ দফা প্রস্তাবনা: পৃথক শরীয়া আদালত প্রতিষ্ঠার দাবি
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০
দেশের সংগ্রামের ইতিহাস-সংস্কৃতি বিশ্বে তুলে ধরার আহ্বান উপদেষ্টা নাহিদের
ভারতে চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার
পথশিশুদের নিয়ে বিপিএলের ট্রফি উন্মোচন
তামিমকে বিসিবির ধন্যবাদ
গণহত্যাকারীদের বিচারিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হচ্ছে: সারজিস
দ্বিতীয় চালানে ভারত থেকে এলো ২৭ হাজার টন চাল
গাঁজা সেবনের অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে শাস্তি
উইন্ডিজ সিরিজে পাকিস্তান দলে ৭ পরিবর্তন, নেই আফ্রিদি
সুইজারল্যান্ডে গ্লোবাল এসএমই সামিট অনুষ্ঠিত হবে আগামী ২৩-২৫ এপ্রিল
ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অপরিসিম : সিলেটে কাইয়ুম চৌধুরী
ডার্ক ওয়েবে গ্রাহকের তথ্য বিক্রির অভিযোগ : সিটি ব্যাংকের ব্যাখ্যা
মার্কেন্টাইল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত
গফরগাঁওয়ে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু