খেলোয়াড়দের শিক্ষা দিতে পকেটমার ভাড়া!
১৭ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৭ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম
অদ্ভুত ব্যাপারই বটে! একজন কোচ তার খেলোয়াড়দের ‘শিক্ষা’ দিতে পকেটমার ভাড়া করেছেন। তা–ও যেনতেন কোচ বা ক্লাবে নয়। এমন ঘটনা ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের, কা-টি ঘটিয়েছেন কোচ মিকেল আরতেতা। পকেটমার দিয়ে খেলোয়াড়দের মূল্যবান জিনিস চুরি করানোর পরের ধারণাটিও বেশ চমকপ্রদ। এবারের মৌসুমে আর্সেনাল যেন ম্যানচেস্টার সিটির কাছ থেকে লিগ শিরোপা চুরি করে নিতে পারে!
২০০৪ সালের পর প্রিমিয়ার লিগ জিততে না পারা আর্সেনাল সর্বশেষ দুই মৌসুমেই ট্রফি হাতে তোলার সমূহ সম্ভাবনা জাগিয়েছিল। ২০২২-২৩ মৌসুমে বেশির ভাগ সময় পয়েন্ট তালিকায় এগিয়ে থাকলেও শেষ দিকে খেই হারিয়ে ট্রফি হাতছাড়া করে দলটি। আর ২০২৩-২৪ মৌসুমে ট্রফিটা ফসকে যায় একেবারে শেষ দিন, মাত্র দুই পয়েন্টে এগিয়ে থেকে টানা চতুর্থ লিগ শিরোপা জেতে সিটি। পরপর দুই মৌসুমে নাগালে থাকা ট্রফি খুইয়ে ফেলায় আরতেতা এবার মাঠে ও মাঠের বাইরের সম্ভাব্য সব বিষয়ে খেলোয়াড়দের ট্রফিমুখী রাখতে মনোযোগী।
আর এটি মাথায় রেখেই খেলোয়াড়দের মূল্যবান এক শিক্ষা দিতে আর্সেনালের স্প্যানিশ কোচ অভিনব এক পরিকল্পনার বাস্তবায়ন ঘটিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সুনির্দিষ্ট সময়ের উল্লেখ না করে খবরে বলা হয়, আরতেতা আর্সেনাল খেলোয়াড়দের রাতের খাবারের সময় এক দল পেশাদার পকেটমার ‘ভাড়া’ করেছিলেন। তাদের দায়িত্ব ছিল খেলোয়াড়দের ফোন এবং ওয়ালেট চুরি করা!
খাবার শেষে আরতেতা খেলোয়াড়দের বলেন, তারা যেন পকেট খালি করেন। ওই সময় পকেটে হাত দিয়ে তারা বুঝতে পারেন, সেসব মূল্যবান জিনিস খোয়া গেছে।
এই ঘটনার মাধ্যমে খেলোয়াড়দের মাঠ ও মাঠে বাইরে সর্বাবস্থায় সতর্ক ও সাবধানী থাকার শিক্ষা দিতে চেয়েছেন আর্সেনাল কোচ, এমনটাই লিখেছে এএফপি। সর্বশেষ দুই মৌসুমে সম্ভাবনা জাগিয়েও ট্রফি জিততে না পারার বিষয়টি মাথায় রাখতেও বলেছেন আরতেতা, ‘আমি ওটা ভুলে যেতে চাই না। আমাদের মধ্যে ওই যন্ত্রণাটা থাকা দরকার, আমরা যা অর্জন করতে চাই তার জন্যক্ষুধাটা থাকা দরকার। কারণ, এই প্রতিযোগিতটা অবিশ্বাস্য।’
আর্সেনালে অভিনব কা-ের প্রয়োগ অবশ্য এবারই প্রথম নয়। গত মৌসুমে দলীয় বৈঠকে তিনি একটি জলপাই গাছ নিয়ে এসেছিলেন। সেটি খেলোয়াড়দের দেখিয়ে বলেছিলেন, এর শাখা-প্রশাখা হচ্ছে খেলোয়াড়েরা, আর গোড়া দলের অন্যান্য স্টাফ। এ ছাড়া উইন নামের একটি কুকুরকেও আর্সেনালের অনুশীলনে আনা হয়েছিল, যাতে খেলোয়াড়েরা একটি পারিবারিক অনুভূতি পান। তবে ৪২ বছর বয়সী আরতেতার এ সব উদ্ভাবনী ভাবনার চূড়ান্ত ফসল আর্সেনাল এখনো পায়নি। তবে আজ থেকে শুরু ২০২৪-২৫ মৌসুমে লিগ ট্রফি জিততে নিজেদের সর্বোচ্চটা দিয়েই দল ঝাঁপিয়ে পড়বে বলে আশাবাদী আরতেতা। মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ উলভস।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস