বাবর আজমের শত্রু আইসিসি!
১৭ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৭ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম
আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের সবশেষ হালনাগাদে দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থানের পরিবর্তন হলেও হয়নি শীর্ষস্থানে। অনেক দিন থেকেই এই র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন বাবর আজম। আর এটা আইসিসি বাবরের সঙ্গে শত্রুতা করেই করছে বলে মনে করেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলী। পারফর্ম নয় বাবরকে এক নম্বর হওয়ার আত্মতুষ্টিতে ভোগাতেই আইসিসি এমনটা করে বলে দাবি তার।
বর্তমান র্যাঙ্কিংয়ে ৮২৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের অধিনায়ক। তার পরেই রয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা, যার রেটিং পয়েন্ট ৭৬৫। এরপর ভারতীয় দুই খেলোয়াড় শুভমান গিল এবং বিরাট কোহলি যথাক্রমে ৭৬৩ ও ৭৪৬ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছেন। এই র্যাঙ্কিং সিস্টেম নিয়ে সংশয় প্রকাশ করে নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, ‘যখন আমি আইসিসি র্যাঙ্কিং দেখছিলাম, বাবর আজম শীর্ষে ছিল, দুই নম্বরে রোহিত শর্মা, তিন নম্বরে শুভমান গিল এবং চতুর্থ নম্বরে বিরাট কোহলি। এরপর আমি পড়ার প্রয়োজন মনে করিনি কারণ সেখানে ট্রাভিস হেড এবং রাচিন রবিন্দ্রের নাম দেখিনি।’ বাবর আজমের সঙ্গে সেরা তিনে শুভমান গিলকে দেখেও র্যাঙ্কিংয়ের মান নিয়ে প্রশ্ন করেন বাসিত, ‘আমার মনে হয় আইসিসি চায় বাবর পারফর্ম না করুক। সে যেন ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নম্বরে থেকেই সন্তুষ্ট থাকে। এই র্যাঙ্কিং কারা দেয়? কিসের ভিত্তিতে সেখানে বাবর আজম আর শুভমান গিল?’
শুধু আইসিসির সমালোচনায় পিছপা হননি বাসিত, বাবর আজমের সাম্প্রতিক পারফরম্যান্সও তুলে ধরেন। যার সব শেষ ওয়ানডে ম্যাচ ছিল বিশ্বকাপে, যেখানে এক প্রকার ব্যর্থ হয়েছেন বাবর। অন্যদিকে রচিন রবীন্দ্র, কুইন্টন ডি কক, ট্র্যাভিস হেড এবং বিরাট কোহলির মতো অন্যান্য ব্যাটারদের পারফরম্যান্সের প্রশংসা করেন, ‘বাবরের শেষ ওয়ানডে ছিল গত বছরের বিশ্বকাপে। আমরা বিশ্বকাপে রাচিন রবিন্দ্র, কুইন্টন ডি কক, ট্র্যাভিস হেড এবং বিরাট কোহলিদের খেলা দেখেছি। তারা টুর্নামেন্টে তিন-চারটি সেঞ্চুরি করেছে। পাকিস্তানের হয়ে মোহাম্মদ রিজওয়ান করেছে। আর ফখর জামান একটিও সেঞ্চুরি করে এশিয়া কাপে নেপালের বিপক্ষে।’ আইসিসি বাবরের প্রতিপক্ষ হিসেবে কাজ করছে বলে বিস্ময়কর এক দাবি করে বলেন, ‘আইসিসির লোকেরা বাবর আজমের শত্রু। আপনি যদি বাবরকে বর্তমান সময়ে এক নম্বর কে জিজ্ঞেস করেন, তাহলে সেও ট্র্যাভিস হেড বা বিরাট কোহলিকে বেছে নিবে। এমনকি সেও বলত না যে সে এক নম্বর।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস