জামাল-রাসেল নামে আপত্তি নেই উপদেষ্টার
১৯ আগস্ট ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৯ আগস্ট ২০২৪, ১২:০৪ এএম
আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিকালে হামলা ও ভাঙচুর হয় ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তিন ক্লাব ঢাকা আবাহনী লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ও ফর্টিস এফসিতে। এই তিনটির মধ্যে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে আবাহনী ও শেখ জামাল। দেশে সরকার পরিবর্তন ও ক্লাবে হামলার ঘটনায় শেখ জামাল ও শেখ রাসেল ক্রীড়া চক্রের বিগত এক যুগের বেশি সময়ের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সরে যাওয়ার পর বিপিএলে সব দলের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। শেখ রাসেল ইতোমধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) জানিয়েছে যে, এবারে মৌসুমে বিপিএলে অংশ নেবে না তারা। শেখ জামাল অফিসিয়ালি কিছু না জানালেও তারা যে আসন্ন লিগে খেলবে না এটা নিশ্চিত করেছে ক্লাব সূত্র। আর চট্টগ্রাম আবাহনীকে পৃষ্ঠাপোষকতা করা প্রতিষ্ঠানও সটকে পড়ায় লিগে এই ক্লাবটির অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।
এই তিন ক্লাব আসন্ন বিপিএলে অংশ না নিলে প্রায় ১০০ জন ফুটবলারের রুটি-রুজি অনিশ্চয়তার মুখে পড়বে। বিষয়টির গুরুত্ব জানাতে শনিবার পেশাদার ফুটবলাররা মতিঝিলের বাফুফে ভবনে হাজির হয়েছিলেন ৭ দাবি নিয়ে। এরপর ফুটবলাররা বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের সঙ্গে দেখা করে তাদের দাবিগুলো উপস্থাপন করেন। বাফুফে সভাপতির কাছে ফুটবলাররা যে ৭টি দাবি পেশ করেন, তার মধ্যে অন্যতম ছিল রোববারের (গতকাল) মধ্যে বিষয়টি নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আলোচনা করা। সেই দাবির পর থেকেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে উপদেষ্টার সাক্ষাতের সময় চাওয়া শুরু করে বাফুফে। খেলোয়াড়দের নিয়ে দেখা করার সুযোগ না পাওয়ার পর বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার গতকাল দুপুরে গিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে। তিনি ঘরোয়া ফুটবল নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তা অবহিত করেন উপদেষ্টাকে।
এ প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদক বলেন, ‘যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে দেখা করে বিস্তারিত বলেছি। বর্তমান পরিস্থিতি তার কাছে তুলে ধরেছি। বিপিএলের তিনটি ক্লাবের না খেলার কথা গণমাধ্যম ও খেলোয়াড়দের কাছে শুনেছি। তবে অফিসিয়ালি শুধু শেখ রাসেল শনিবার বিকাল ৫ টার পর জানিয়েছে তারা এবারের লিগে খেলবে না। ফুটবলাররা আমাদের সভাপতির সঙ্গে দেখা করেছিলেন। সভাপতি এরই মধ্যে কথা বলেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র ও চট্টগ্রাম আবাহনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে। সভাপতি এই তিন ক্লাবকে বিপিএলে অংশ নেওয়ার জন্য অনুরোধ করেছেন। এ পুরো বিষয়গুলো উপদেষ্টা মহোদয়কে অবহিত করেছি আমি। তিনি বলেন, ‘স্পন্সর সংগ্রহ ক্লাবগুলোর দায়িত্ব। এটা তাদেরই করা উচিত। তবে শেখ জামাল, শেখ রাসেল এই নাম নিয়ে কোনো সমস্যা নেই’। ক্লাবগুলোর নিরাপত্তাসহ যে কোনো সহযোগিতা তারা করবেন বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস