ইভান্স চমকের দিনে রাডুকানুর বিদায়
২৯ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২৯ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম
স্পোর্টস ডেস্ক
ইউএস ওপেনের শীর্ষ বাছাই তিনি। কিন্তু ইয়ানিক সিনারের শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে কথা হচ্ছে কমই। হবেইবা কীভাবে, ডোপিং-কেলেঙ্কারিতে যে নাম এসেছে তার। কিছুদিন আগে জানা যায়, এ বছরের শুরুতে দুবার ডোপ টেস্টে পজিটিভ হয়েছিলেন সিনার। তবে সেই ঘটনায় তদন্ত শেষে সিনারের ফিজিওথেরাপিস্টের ওপর দায় চাপিয়ে খেলার অনুমতি দেওয়া হয় সিনারকে। ইউএস ওপেনের আগে সেটি নিয়েই বিতর্ক শুরু হয়। সেই সব বিতর্ককে পেছনে ফেলে ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠে গেছেন অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন সিনার। দ্বিতীয় রাউন্ডে উঠেছেন পুরুষ এককের তৃতীয় বাছাই কার্লোস আলকারাজও। মেয়েদের বিভাগের শীর্ষ বাছাই ইগা সিওনতেক ও দুবারের চ্যাম্পিয়ন নাওমি ওসাকাও উঠেছেন দ্বিতীয় রাউন্ডে। তবে হেরে গেছেন আরেক সাবেক চ্যাম্পিয়ন এমা রাদুকানু। তবে এই সব তারকাদের ছাপিয়ে দ্বিতীয় দিনে রেকর্ড গড়া এক ম্যাচ খেলেছেন ড্যানিয়েল ইভান্স ও কারেন খাচানভ।
বাংলাদেশ সময় গতপরশু রাতে পাঁচ সেটে গড়ানো ম্যাচের শেষ সেটে ০-৪ গেমে পিছিয়ে পড়েছিলেন ড্যানিয়েল ইভান্স। কিন্তু অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে এই ম্যাচে রাশিয়ার কারেন খাচানভকে হারিয়েছেন ব্রিটিশ খেলোয়াড় ইভান্স। আর সেটি করতে গিয়ে উন্মুক্ত যুগে ইউএসে ওপেনে সবচেয়ে দীর্ঘ ম্যাচ খেলার রেকর্ডও গড়েছেন ইভান্স। অবাছাই ইভান্স ৫ ঘণ্টা ৩৫ মিনিটের মহাকাব্যিক এক ম্যাচে ২৩তম বাছাই খাচানভকে হারিয়েছেন ৬-৭ (৬/৮), ৭-৬ (৭/২), ৭-৬ (৭/৪), ৪-৬, ৬-৪ গেমে। ম্যাচের প্রতিটি সেটই শেষ হতে এক ঘণ্টার বেশি সময় লেগেছে। আগের রেকর্ডটি ছিল স্টেফান এডবার্গ ও মাইকেল চ্যাংয়ের। ১৯৯২ সালে পুরুষ এককের সেমিফাইনালে ৫ ঘণ্টা ২৬ মিনিট লড়াই শেষে ৬-৭, (৩/৭), ৭-৫. ৭-৬ (৭/৩), ৫-৭, ৬-৪ গেমে জেতেন সুইডিশ তারকা এডবার্গ।
এছাড়া, যুক্তরাষ্ট্রের অখ্যাত ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের কাছে প্রথম সেটে হেরে গেলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে পরের তিনটি সেট জিতে নেন সিনার। সব সময় নিজেকে নির্দোষ দাবি করে আসা সিনার জিতেছেন ২-৬, ৬-২, ৬-১, ৬-২ গেমে। রড লেভার ও রাফায়েল নাদালের পর উন্মুক্ত যুগে তৃতীয় খেলোয়াড় হিসেবে এক পঞ্জিকাবর্ষে ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন জয়কে পাখির চোখ করা আলকারাজ হারিয়েছেন অস্ট্রেলিয়ার লি তুকে। ২০২২ সালের চ্যাম্পিয়ন আলকারাজ ৬-২ গেমে প্রথম সেটটা জিতলেও দ্বিতীয় সেটে ৪-৬ গেমে হেরে যান বাছাইপর্ব পেরিয়ে আসা তুর কাছে। তবে পরের দুটি সেট ৬-৩, ৬-১ গেমে জিতে দ্বিতীয় রাউন্ডে উঠে যান টেনিসের ভবিষ্যৎ স্প্যানিশ তারকা।
এমন দিনে নারী এককের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন তার স্বদেশি সাবেক চ্যাম্পিয়ন এমা রাডুকানু। তাকে ৬-১, ৩-৬, ৬-৪ গেমে হারিয়েছেন ২০২০ সালের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন সোফিয়া কেনিন। মাত্র ১৮ বছর বয়সে ২০২১ সালের ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হয়ে তাক লাগিয়ে দেন রাডুকানু, গ্র্যান্ড সø্যামের ইতিহাসে বাছাইপর্ব পেরিয়ে আসা প্রথম খেলোয়াড় হিসেবে হন চ্যাম্পিয়ন। তবে ফর্মহীনতা আর চোটের ধাক্কায় পরে কোর্টে আর সেভাবে দ্যূতি ছড়াতে পারেননি তিনি।
শিরোপা ধরে রাখার অভিযানে নেমে ২০২২ ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নেন রাডুকানু। গত আসরে তিনি খেলতে পারেননি কব্জি ও গোড়ালির অস্ত্রোপচারের কারণে। এই সময়ে অন্য কোনো গ্র্যান্ড সø্যামেও চতুর্থ রাউন্ড পার হতে পারেননি তিনি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় ব্যবহৃত চাকুসহ আরো এক আসামী গ্রেফতার
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়লো
৪২ মিনিটেই নেইমারের আয় ১০১ মিলিয়ন ইউরো
মাগুরায় পিলখানা হত্যাকান্ডে হত্যাকারী ও পরকল্পনাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
কসাই থেকে নদীখেকো জাফর
পাঁচ দেশে বাংলাদেশ দূতাবাসের পাঁচ কর্মকর্তা প্রত্যাহার
ফ্যাসিবাদের চোখ রাঙানি উপেক্ষা করে সক্রিয় ছিল ইবি ছাত্রদল
সামনের বর্ষায় ঘাসে ঢাকা হবে রাজধানীর অনাবৃত সড়ক বিভাজন: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
মাদারীপুরে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের ৩ দফা দাবিতে মানববন্ধন
পূর্বাচলে প্লট দুর্নীতি : দুদকের মামলায় হাসিনা-পুতুলসহ ১৬ আসামি
কোকোর দেশের ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান বড় ভূমিকা ছিল: কাজী রিপন
তারেক রহমান একজন মানবিক মানুষ: কাইয়ুম চৌধুরী
রাবির সাত হলে কুরআন পোড়ানোর ঘটনায় উত্তাল ক্যাম্পাস, তদন্ত কমিটি গঠন
ডিসেম্বরে সর্বাধিক রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও সউদী আরব থেকে
যশোরে চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন
অপরাধী যদি আমার ভাই হয়, তাকেও ছাড় দিবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা
আবারও সিলেটের নায়ক জাকির, খুলনার টানা দ্বিতীয় হার
এবার হাসিনা-জয়ের বিরুদ্ধে নারী আইনজীবীর মামলা
ব্যবসায়ীকে কোপানোয় শাস্তির হুঁশিয়ারি উপদেষ্টা আসিফের
৩৮ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া