হাথুরুর ব্যাখ্যা ‘অসন্তোষজনক ও অগ্রহণযোগ্য’
১৯ অক্টোবর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৯ অক্টোবর ২০২৪, ১২:০৪ এএম
কারণ দর্শানোর নোটিশের জবাবে যে ব্যাখ্যা দিয়েছেন চান্দিকা হাথুরুসিংহে, সেটিকে গ্রহণ করা বা সন্তুষ্ট হওয়ার উপাদান পায়নি বিসিবি। কোচের পদ থেকে বরখাস্তের ঘোষণা দেওয়ার পর এই শ্রীলঙ্কানের সঙ্গে চুক্তি বাতিলের আনুষ্ঠানিকতাও সেরে নিয়েছে বিসিবি। গতপরশু রাতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে চুক্তি বাতিল করার এই ঘোষণা দেয় বিসিবি। মেয়াদ শেষের মাস পাঁচেক আগেই আনুষ্ঠানিকভাবে হাথুরুসিংহের সঙ্গে সম্পর্ক শেষ হলো বাংলাদেশের বোর্ডের। অসদাচরণ ও চাকরির শর্ত ভঙ্গের দায়ে এই চুক্তি বাতিল করার কথা জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। গত মঙ্গলবার হাথুরুসিংহেকে বরখাস্তের ঘোষণা দিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, জাতীয় ক্রিকেটারকে শারীরিক আক্রমণ ও প্রাপ্য ছুটির চেয়েও অনেক বেশি ছুটি কাটানোয় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে কোচকে। ৪৮ ঘণ্টার মধ্যে জবাব চাওয়া হয় দ্বিতীয় মেয়াদে বাংলাদেশে কাজ করা এই কোচের কাছে। বুধবার তার কাছ থেকে জবাব পায় বোর্ড। পরদিন রাতে জরুরি এক সভায় তা পর্যালোচনা করা হয় জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘সব দিক বিবেচনা করে হাথুরুসিংহের ব্যাখ্যা বোর্ডের কাছে অসন্তোষজনক ও অগ্রহণযোগ্য মনে হয়েছে এবং তার কাজকে অসদাচরণ ও কর্তব্যে অবহেলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হয়েছে।’
গত বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপ চলার সময় বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছিল হাথুরুসিংহের বিরুদ্ধে। বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে গঠিন তদন্ত কমিটির প্রতিবেদনেও এই ঘটনা উঠে এসেছিল বলে জানা গিয়েছিল। যদিও আগের বিসিবি সভাপতি নাজমুল হাসান তা এড়িয়ে গেছেন বা অস্বীকার করেছেন বারবার। তবে ফারুক আহমেদ এবার জানান, তদন্ত প্রতিবেদনেই ঘটনার উল্লেখ আছে। এছাড়া তিনি নিজেও ওই ক্রিকেটার ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছেন। নতুন কোচ ফিল সিমন্সের নিয়োগকেও আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে বোর্ড।
আগামী ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দায়িত্বে থাকবেন ক্যারিবিয়ান এই কোচ। নামজুল হোসেন শান্তদের নিয়ে ক্যারিবিয়ান এই গ্রেটের প্রথম অ্যাসাইনমেন্ট হবে আসন্ন দক্ষিণ আফ্রিকার সিরিজ। দেশের মাটিতে হওয়া এই সিরিজে দুটি টেস্ট খেলবে টাইগাররা। যার প্রথমটি শুরু হবে মিরপুরে, ২১ অক্টোবর। দ্বিতীয়টি খেলবে চট্টগ্রামে, ২৯ অক্টোবর থেকে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে
ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার
সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন রিসোর্ট পুড়ে ছাই
শুল্ক রেলস্টেশন দিয়ে ভারত থেকে ২ হাজার ৪৫০ মেট্রিক টন চাল আমদানি