গ্রিলিশকে ইংল্যান্ড দলে রাখায় চটেছেন গার্দিওলা
১০ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম
কিছুদিন মাঠের বাইরে থাকার পর কেবলই অনুশীলনে ফিরেছেন জ্যাক গ্রিলিশ। ম্যাচ খেলার জন্য এখনও তাকে প্রস্তুত মনে করছেন না ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। তবুও এই উইঙ্গারকে নেশন্স লিগের আসছে দুই ম্যাচের দলে রেখেছে ইংল্যান্ড, যা একদমই ভালো লাগেনি গার্দিওলার। নেশন্স লিগে চলতি মাসে গ্রিস ও রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। ম্যাচ দুটির জন্য দলে ২৯ বছর বয়সী সিটি ফুটবলার গ্রিলিশকে রেখেছেন ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলি।
সিটির হয়ে গত ২০ অক্টোবর উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে সবশেষ খেলেন গ্রিলিশ। এরপর থেকে মাঠের বাইরে আছেন তিনি। সাম্প্রতিক সময়ে কয়েক দফায় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। গ্রিলিশকে দলে নেওয়ার পক্ষে বৃহস্পতিবার ব্যাখ্যা দিয়ে কার্সলি বলেন, ‘কয়েকদিন হলো অনুশীলনে ফিরেছে সে।’ দলের সঙ্গে যোগ দিলে তার অবস্থা মূল্যায়ন করা হবে।
অনুশীলনে ফিরলেও গ্রিলিশকে এখনই ম্যাচ খেলার জন্য তৈরি মনে করছেন না গার্দিওলা। প্রিমিয়ার লিগে শনিবার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে তাই তাকে দলে রাখেননি সিটি কোচ। এই পরিস্থিতিতে কার্সলির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি, ‘জাতীয় দলগুলো সবসময় এই সময়ে খেলে। আর খেলোয়াড়রা যদি ফিট থাকে এবং দুই, তিন বা চার সপ্তাহ ধরে কোনো অস্বস্তিতে না ভোগে, তাহলে আমি সবসময় তাদেরকে (দেশের হয়ে খেলতে) যেতে দিতে পারলে খুশি হই। তবে, গত ১৭ দিনে সে একবারও অনুশীলন করেননি। আজ প্রথম ছিল এবং ২০ মিনিট অনুশীলন করেছে। এটাই বাস্তবতা। হ্যাঁ, সে গত দুই দিন ধরে কয়েক মিনিটের জন্য জিমে কাজ করেছেৃতবে তাকে স্কোয়াডে রাখার সিদ্ধান্তটা ইংল্যান্ড কোচের।’
কার্সলির সঙ্গে গ্রিলিশকে নিয়ে কথা হয়নি গার্দিওলার। ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ও সিটির মেডিকেল বিভাগের মধ্যে কোনো আলোচনা হয়েছে কিনা, সেটাও জানেন না তিনি। গ্রিলিশকে অবশ্য উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন গার্দিওলা। জাতীয় দলে যেতে চান এই ফুটবলার। তবে, এখনই তাকে ইংল্যান্ড দলে ডাকা পছন্দ হয়নি সিটি কোচের, ‘তারা যাকে ইচ্ছা দলে নিতে পারে। জ্যাক দুই বা তিনবার চোটে পড়েছে এবং এখনও সে তার ছন্দ খুঁজে পায়নি।’
চলতি মৌসুমে গ্রিলিশ এখন পর্যন্ত সিটির হয়ে ম্যাচ খেলেছেন কেবল ১০টি। দুটি অ্যাসিস্ট করলেও গোলের দেখা পাননি। গত মৌসুমে ছন্দহীন পারফরম্যান্সের কারণে ২০২৪ ইউরোতে গ্রিলিশকে দলে রাখেননি ইংল্যান্ডের ওই সময়ের কোচ গ্যারেথ সাউথগেট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রাঙামাটির সাজেকে দিনভর গোলাগুলি: ভ্রমণে নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের
'বিপ্লবোত্তর ছাত্র ঐক্য' জবিতে ১২ ছাত্রসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ
শেরপুরে সেনা সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা : গ্রেপ্তার-৭
ঢাকায় তিন দিনব্যাপী ইরানি চলচ্চিত্র উৎসব শুরু
খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন পাকিস্তানের হাইকমিশনার
ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত
বৈষম্যবিরোধী ছাত্রদের বিরুদ্ধে অবস্থাকারীরাই মনিপুর উচ্চ বিদ্যালয়ের দায়িত্বে
ভিভো ভি৪০ ফাইভজি, হালকা ওজনে শক্তিশালী ব্যাটারি
ভারতের শাসকগোষ্ঠী ও হিন্দুত্ববাদী শক্তি সম্প্রীতি চায় না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
দিল্লী দিশেহারা হয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে: শাহীন শওকত
বাংলাদেশে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি
সামরিক আইন জারি দক্ষিণ কোরিয়ায়
হাইকমিশনে হামলার প্রতিবাদে উত্তরায় মশাল মিছিল
নকলায় ট্রাক চাপায় নাতি পরপারে শিশু নানী হাসপাতালে
ইফায় ১৫ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত
ভারতের সঙ্গে পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকারের করা সব গোপন চুক্তি প্রকাশ করা উচিত : হাসনাত আবদুল্লাহ
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ২ পদক
ছাত্র-জনতার বিপ্লবে ভারতের স্বপ্ন ভেস্তে গেছে : হাজী ইয়াছিন
ভারত বাংলাদেশের ওপর যুদ্ধ বাধানোর চক্রান্ত করছে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ
পার্থিব ও ওহীর জ্ঞানের সমন্বয়ে গঠিত মাদরাসা শিক্ষা: অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী