চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে যাবে না ভারত
১০ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম
এশিয়া কাপ খেলতে যখন পাকিস্তানে যায়নি ভারত, তখন থেকেই উঁকি দিচ্ছিল শঙ্কা; পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করবে তো ভারত? অনেক দিন ধরে আলোচনায় থাকা সেই প্রশ্নের উত্তর এবার বোধহয় মিলল। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, বৈশ্বিক এই টুর্নামেন্ট খেলতে প্রতিবেশী দেশটিতে যাবে না ভারত দল। ক্রিকইনফোর গতকালের প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআই এরই মধ্যে নিজেদের সিদ্ধান্তের কথা আইসিসিকে জানিয়ে দিয়েছে; ভারত সরকারের পক্ষ থেকে দলকে পাকিস্তানে না পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চের মধ্যে পাকিস্তানের তিনটি ভেন্যুতে হওয়ার কথা। কিন্তু ভারত দল যদি পাকিস্তানে না যায়, তাহলে আইসিসি ও পিসিবিকে নতুনভাবে পরিকল্পনা করতে হবে। গত এশিয়া কাপের মতো ‘হাইব্রিড মডেলে’ এই টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনাই এখন প্রবল বলে ধারণা করা হচ্ছে। গত বছরের এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু দেশটিতে খেলতে যায়নি ভারত। কারণ হিসেবে সে সময় তারা জানিয়েছিল, পাকিস্তান সফরের অনুমতি সরকারের পক্ষ থেকে না পাওয়ার কথা। অনেক টানাপোড়েনের পর ‘হাইব্রিড মডেলে’ আয়োজন করা হয় আসরটি। ভারত তাদের সব ম্যাচ খেলে শ্রীলঙ্কায়।
ভারতীয় গণমাধ্যমে শুক্রবার খবর ছড়ায়, ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান সফরে যেতে অনিচ্ছার কথা পিসিবিকে জানিয়ে দিয়েছে। নিরপেক্ষ ভেন্যুতে ভারতের ম্যাচগুলো খেলার পরামর্শ দিয়েছে তারা। ওইদিনই পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি ‘হাইব্রিড মডেলে’ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সম্ভাবনা উড়িয়ে দেন। এমন কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। তবে ক্রিকইনফোর ধারণা, হাইব্রিড মডেলে টুর্নামেন্টটি আয়োজনের সম্ভাবনার কথা মাথায় রেখে কয়েক মাস আগেই বিভিন্ন পরিকল্পনা করে রাখা হয়েছে। কয়েকটি দেশকে সংক্ষিপ্ত তালিকায় রাখাও হয়েছে; সংযুক্ত আরব আমিরাতকে দ্বিতীয় ভেন্যু হিসেবে এগিয়ে রাখা হয়েছে বলে শোনা যাচ্ছে, এছাড়া সংক্ষিপ্ত তালিকায় রয়েছে শ্রীলঙ্কাও।
ক্রিকইনফোর প্রতিবেদনেই বলা হয়েছে, এই সপ্তাহের শুরুতে আইসিসিকে নিজেদের অবস্থানের কথা জানায় বিসিসিআই; তবে সেটা মৌখিকভাবে কিনা, তা নিশ্চিত নয়। পিসিবিকে জানানোর আগে বিসিসিআইয়ের কাছে থেকে লিখিত চাওয়ার সম্ভাবনা রয়েছে আইসিসির। পিসিবি প্রধান নাকভিও জোর দিয়ে বলেছেন, বিসিসিআইয়ের কোনো আপত্তি থাকলে পিসিবিকে ‘লিখিতভাবে’ জানাতে হবে। সেটা হলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করবেন তারা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শেরপুরে সেনা সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা : গ্রেপ্তার-৭
ঢাকায় তিন দিনব্যাপী ইরানি চলচ্চিত্র উৎসব শুরু
খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন পাকিস্তানের হাইকমিশনার
ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত
বৈষম্যবিরোধী ছাত্রদের বিরুদ্ধে অবস্থাকারীরাই মনিপুর উচ্চ বিদ্যালয়ের দায়িত্বে
ভিভো ভি৪০ ফাইভজি, হালকা ওজনে শক্তিশালী ব্যাটারি
ভারতের শাসকগোষ্ঠী ও হিন্দুত্ববাদী শক্তি সম্প্রীতি চায় না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
দিল্লী দিশেহারা হয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে: শাহীন শওকত
বাংলাদেশে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি
সামরিক আইন জারি দক্ষিণ কোরিয়ায়
হাইকমিশনে হামলার প্রতিবাদে উত্তরায় মশাল মিছিল
নকলায় ট্রাক চাপায় নাতি পরপারে শিশু নানী হাসপাতালে
ইফায় ১৫ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত
ভারতের সঙ্গে পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকারের করা সব গোপন চুক্তি প্রকাশ করা উচিত : হাসনাত আবদুল্লাহ
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ২ পদক
ছাত্র-জনতার বিপ্লবে ভারতের স্বপ্ন ভেস্তে গেছে : হাজী ইয়াছিন
ভারত বাংলাদেশের ওপর যুদ্ধ বাধানোর চক্রান্ত করছে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ
পার্থিব ও ওহীর জ্ঞানের সমন্বয়ে গঠিত মাদরাসা শিক্ষা: অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী
চাঁদপুরে কিশোরচালক মহিন হত্যা মামলার ৩ আসামী আটক
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২৯ জন