তামিমকে পাশে পেয়ে কৃতজ্ঞ জিয়া পরিবার
১৫ নভেম্বর ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৪, ১২:০৬ এএম
বাংলাদেশ দাবার অন্যতম সেরা খেলোয়াড় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। যিনি গত ৫ জুলাই জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ১২তম রাউন্ডে আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে খেলা চলকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন। জিয়া মারা যাওয়ার ৪ মাস পেরিয়ে গেলেও তার পরিবারের পাশে এসে সেভাবে কেউ দাঁড়ায়নি। তবে দেরিতে হলেও দেশসেরা দাবাড়–র পরিবারের পাশে এসে দাঁড়ালেন জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল। গতকাল সকালে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিয়ার ছেলে তাওজয়ার জিয়ার হাতে ৫ লাখ টাকা তুলে দেন তামিম। এ সময় তাওজয়ার জিয়ার সঙ্গে ছিলেন তার মা তাসমিন সুলতানা লাবণ্য।
বাবার স্বপ্নপূরণ করতে সুপার গ্র্যান্ডমাস্টার হতে চান তাজওয়ার জিয়া। এজন্য আর্থিক সহায়তার প্রয়োজন তার। রাজধানীর মোহাম্মদপুরে জিয়ার ছোট্ট ফ্ল্যাট ছাড়া আর কিছুই নেই। তার মৃত্যুর পরে অনেক সংস্থা ও ব্যক্তি আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েও কেউই সেভাবে এগিয়ে আসেনি। তবে বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবালই প্রথম এগিয়ে আসলেন। ক্রীড়াবিদ, সংগঠক কিংবা সাংবাদিক কারও বিপদ হলেই তামিম এভাবেই এগিয়ে আসেন। দাবাড়– জিয়ার পরিবারের ক্ষেত্রেও এর ব্যতয় ঘটেনি। তামিমের এই সম্মানে অভিভূত জিয়ার স্ত্রী লাবন্য। তামিমের সহায়তা পেয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘উনি (তামিম) আমার সঙ্গে কথা বলেছেন। উনি তো আসলে বাংলাদেশ ক্রিকেট জগতের ভালো একজন খেলোয়াড়। আমার ছেলের ব্যাপারে কথা বলেছেন। জিয়াকে সম্মান করেছেন। আমার ছেলের জন্য পাঁচ লাখ টাকা দিয়েছেন।’ লাবন্য যোগ করেন, ‘উনি আমার ছেলেকে ভালো উপদেশ দিয়েছেন। সুন্দর সুন্দর কথা বলেছেন। জানিয়েছেন উনি সবসময় আমাদের পাশে থাকবেন।’
মরহুম জিয়ার স্বপ্ন ছিল ছেলেকে বড় দাবাড়ু বানাবেন। সেই স্বপ্ন পূরণ করতে সম্মিলতি সাহায্য প্রয়োজন বলে মনে করেন জিয়ার স্ত্রী তাসমিন সুলতানা লাবণ্য, ‘আপনাদের কাছে আমি সবসময় বলেছি আমার ছেলেকে নিয়ে সামনে আগানো দরকার। এটার জন্য সম্মিলিত সাহায্য দরকার। সবাই যদি এগিয়ে আসে তাহলে আমার মনে হয় সবকিছু ভালো হবে।’তবে মারা যাওয়ার পর এখনও জিয়ার পরিবারের পাশে এসে কেউ দাঁড়ায়নি জানিয়ে আক্ষেপ করে লাবন্য বলেন, ‘এখনও পাইনি কাউকে পাশে। জিয়া তো দেশের জন্য সবকিছু করেছে, দেশের জন্যই সব খেলা খেলেছে। দেশের বাইরে প্রতিনিধিত্ব করেছে। সেই হিসেবে জিয়া এখনও কিছু পায়নি। তবে সম্মান পেলো না বললে ভুল হবে। সম্মান অবশ্যই পাবে। এখন পরিস্থিতির জন্য দেরি হচ্ছে। আমি আশা করবো যে ভবিষ্যতেও সম্মান পাবে অন্যরা।’
দেশের অন্যতম সেরা ওপেনার তামিমের ইকবালের সঙ্গে আলাপ করতে পেরে দারুণ খুশি জিয়ার সন্তান তাজওয়ার। তার কাছে তামিমের পরামর্শ অনেক বেশি অনুপ্রেরণার। তাজওয়ার বলেন, ‘উনিতো (তামিম) বাংলাদেশের অনেক বড় একজন ক্রিকেটার।
উনার সঙ্গে দেখা করতে পেরে খুব ভালো লাগছে। উনি অনেক পরামর্শ দিয়েছেন জীবনের ব্যাপারে। এটা অনেক বড় অনুপ্রেরণা আমার জন্য। উনি বলেছেন দাবার সঙ্গে পড়াশোনাও চালিয়ে যেতে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পরশুরামে ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত
প্যারাগুয়ের মাঠে হেরেই গেল আর্জেন্টিনা
উইন্ডিজকে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
ভিনিসিউসের পেনাল্টি মিসে জয়হীন ব্রাজিল
জানা গেল ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের একাদশ
বাংলাদেশে ন্যায্য রুপান্তরে অর্থায়নের জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান
গোপালগঞ্জে কারাগারে থাকা বাবার অবশেষে জামিন মঞ্জর
ওসমানী বিমান বন্দরে বিদেশী বিমান উঠা-নামার ব্যবস্থা গ্রহণের দাবী- প্রধান উপদেষ্টা বরাবরে সিলেটে স্মারকলিপি
ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় মৃত্যু বেড়ে ৬
জানুয়ারি পর্যন্ত ছিটকে গেলেন এনগিডি
দুবাইয়ে নবনিযুক্ত কনসাল জেনারেলের সাথে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স আজমানের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
গণঅভ্যুত্থানে আহতদের সুবিধা নিশ্চিতে দেওয়া হবে ইউনিক আইডি কার্ড
যে কারণে হারপিকে মেতেছে নেটিজেনরা
আ.লীগের মতো পরিবারতন্ত্র করবে না বিএনপি: তারেক রহমান
প্যারাগুয়ে ম্যাচে কেমন হবে আর্জেন্টিনার একাদশ
অর্থাভাবে ব্যক্তিগত বিমান ভাড়া দিয়েছেন শন ডিডি, বিক্রি করবেন বাড়ি
ব্রাহ্মণবাড়িয়ায় শ্রেনী কক্ষে অসুস্থ ১০ শিক্ষার্থী
ভারতীয় গণমাধ্যম আমাদের সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নরসিংদীতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
পুলিশ সংস্কার ও একটি কৌশলপত্র