তামিমকে পাশে পেয়ে কৃতজ্ঞ জিয়া পরিবার
১৫ নভেম্বর ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৪, ১২:০৬ এএম
বাংলাদেশ দাবার অন্যতম সেরা খেলোয়াড় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। যিনি গত ৫ জুলাই জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ১২তম রাউন্ডে আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে খেলা চলকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন। জিয়া মারা যাওয়ার ৪ মাস পেরিয়ে গেলেও তার পরিবারের পাশে এসে সেভাবে কেউ দাঁড়ায়নি। তবে দেরিতে হলেও দেশসেরা দাবাড়–র পরিবারের পাশে এসে দাঁড়ালেন জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল। গতকাল সকালে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিয়ার ছেলে তাওজয়ার জিয়ার হাতে ৫ লাখ টাকা তুলে দেন তামিম। এ সময় তাওজয়ার জিয়ার সঙ্গে ছিলেন তার মা তাসমিন সুলতানা লাবণ্য।
বাবার স্বপ্নপূরণ করতে সুপার গ্র্যান্ডমাস্টার হতে চান তাজওয়ার জিয়া। এজন্য আর্থিক সহায়তার প্রয়োজন তার। রাজধানীর মোহাম্মদপুরে জিয়ার ছোট্ট ফ্ল্যাট ছাড়া আর কিছুই নেই। তার মৃত্যুর পরে অনেক সংস্থা ও ব্যক্তি আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েও কেউই সেভাবে এগিয়ে আসেনি। তবে বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবালই প্রথম এগিয়ে আসলেন। ক্রীড়াবিদ, সংগঠক কিংবা সাংবাদিক কারও বিপদ হলেই তামিম এভাবেই এগিয়ে আসেন। দাবাড়– জিয়ার পরিবারের ক্ষেত্রেও এর ব্যতয় ঘটেনি। তামিমের এই সম্মানে অভিভূত জিয়ার স্ত্রী লাবন্য। তামিমের সহায়তা পেয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘উনি (তামিম) আমার সঙ্গে কথা বলেছেন। উনি তো আসলে বাংলাদেশ ক্রিকেট জগতের ভালো একজন খেলোয়াড়। আমার ছেলের ব্যাপারে কথা বলেছেন। জিয়াকে সম্মান করেছেন। আমার ছেলের জন্য পাঁচ লাখ টাকা দিয়েছেন।’ লাবন্য যোগ করেন, ‘উনি আমার ছেলেকে ভালো উপদেশ দিয়েছেন। সুন্দর সুন্দর কথা বলেছেন। জানিয়েছেন উনি সবসময় আমাদের পাশে থাকবেন।’
মরহুম জিয়ার স্বপ্ন ছিল ছেলেকে বড় দাবাড়ু বানাবেন। সেই স্বপ্ন পূরণ করতে সম্মিলতি সাহায্য প্রয়োজন বলে মনে করেন জিয়ার স্ত্রী তাসমিন সুলতানা লাবণ্য, ‘আপনাদের কাছে আমি সবসময় বলেছি আমার ছেলেকে নিয়ে সামনে আগানো দরকার। এটার জন্য সম্মিলিত সাহায্য দরকার। সবাই যদি এগিয়ে আসে তাহলে আমার মনে হয় সবকিছু ভালো হবে।’তবে মারা যাওয়ার পর এখনও জিয়ার পরিবারের পাশে এসে কেউ দাঁড়ায়নি জানিয়ে আক্ষেপ করে লাবন্য বলেন, ‘এখনও পাইনি কাউকে পাশে। জিয়া তো দেশের জন্য সবকিছু করেছে, দেশের জন্যই সব খেলা খেলেছে। দেশের বাইরে প্রতিনিধিত্ব করেছে। সেই হিসেবে জিয়া এখনও কিছু পায়নি। তবে সম্মান পেলো না বললে ভুল হবে। সম্মান অবশ্যই পাবে। এখন পরিস্থিতির জন্য দেরি হচ্ছে। আমি আশা করবো যে ভবিষ্যতেও সম্মান পাবে অন্যরা।’
দেশের অন্যতম সেরা ওপেনার তামিমের ইকবালের সঙ্গে আলাপ করতে পেরে দারুণ খুশি জিয়ার সন্তান তাজওয়ার। তার কাছে তামিমের পরামর্শ অনেক বেশি অনুপ্রেরণার। তাজওয়ার বলেন, ‘উনিতো (তামিম) বাংলাদেশের অনেক বড় একজন ক্রিকেটার।
উনার সঙ্গে দেখা করতে পেরে খুব ভালো লাগছে। উনি অনেক পরামর্শ দিয়েছেন জীবনের ব্যাপারে। এটা অনেক বড় অনুপ্রেরণা আমার জন্য। উনি বলেছেন দাবার সঙ্গে পড়াশোনাও চালিয়ে যেতে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস