বাংলাদেশ গেমস আগামী বছর
১৭ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম
দেশের ক্রীড়াবিদদের জন্য অলিম্পিক খ্যাত বাংলাদেশ গেমসের দশম আসরের খেলা অনুষ্ঠিত হবে আগামী বছর। গতকাল এ তথ্য জানান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) সহ-সভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন। বিওএর নব-নির্বাচিত সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে এ তথ্য জানান তিনি। সভায় আরও সিদ্ধান্ত হয় যে, যুব গেমসের তৃতীয় আসর বসবে ২০২৬ সালে। বিওএর আয়োজনে স্থানীয় ক্রীড়াবিদদের অংশগ্রহণে এ দুই গেমসের খেলা দেশজুড়ে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ গেমসের গত পাঁচটি আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। বিওএ সভা শেষে শেখ বশির আহমেদ মামুন বলেন, ‘আমরা আগামী বছর বাংলাদেশ গেমস আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। সামনেই আমাদের একটি নির্বাহী কমিটির সভা হবে। সেই সভায় গেমস সংক্রান্ত আরো বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত হবে।’
বাংলাদেশ গেমস প্রথম আয়োজন করা হয় ১৯৭৮ সালে। ২০০২ সালে গেমসের সপ্তম আসর পর্যন্ত নিয়মিতই অনুষ্ঠিত হয় দেশের বৃহৎ এই ক্রীড়াযজ্ঞের খেলা। তবে এরপর এক দশকেরও বেশি সময় বন্ধ থাকলেও ২০১৩ সাল থেকে পুনরায় শুরু হয় বাংলাদেশ গেমস। চার বছর পর পর এই গেমস আয়োজনের নিয়ম থাকলেও সেশন জটে পড়ে সবশেষ ২০২০ সালের বাংলাদেশ গেমসের নবম আসর বসেছিল ২০২১ সালে। এছাড়া ২০১৮ সাল থেকে যুবদের জন্য আলাদা গেমসেরও আয়োজন করছে বিওএ। দুই বছর অন্তর অন্তর যুব গেমস আয়োজন করছে তারা। এখানেও রয়েছে সেশন জট। যুব গেমসের প্রথম আসর মাঠে গড়ানোর ৫ বছর পর ২০২৩ সালে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আসরের খেলা।
বিওএর নতুন সভাপতির প্রথম সভায় বাংলাদেশ গেমস ও যুব গেমস আয়োজনের সিদ্ধান্ত হলেও অলিম্পিক ভিলেজ নিয়ে হয়েছে বিষদ আলোচনা। বশির আহমেদ মামুন যোগ করেন, ‘আমাদের সভাপতি খেলাধুলার প্রতি অত্যন্ত আন্তরিক। বাংলাদেশের খেলাধুলার মানউন্নয়নের জন্য অলিম্পিক ভিলেজ প্রয়োজন। বিওএ এই সংক্রান্ত একটি কমিটি করবে। ভিলেজের জন্য সরকারের সহায়তা চাইব আমরা। যদি তা না পাই তাহলে নিজেদের অর্থায়নে ভিলেজ করব।’
অলিম্পিক ভিলেজ ছাড়াও বিওএ নতুন সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান বিভিন্ন ফেডারেশনের সমস্যা ও অনুশীলনের অবকাঠামোর বিষয়ে আলোচনা করেন। এই বিষয়ে বিওএর সহ-সভাপতি বলেন, ‘আমাদের সভাপতি স্টেডিয়াম এলাকায় খেলাধুলা করেছেন। উনার সম্পূর্ণ ধারণা রয়েছে অবকাঠামোর বিষয়ে। খেলোয়াড়দের সুন্দর পরিবেশ ও অনুশীলনের জায়গা দেয়া প্রয়োজন। ফেডারেশনগুলোর সমস্যা নিয়ে বিওএ, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বৈঠক করবে খেলার মান উন্নয়নের জন্য।’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়ার পর অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রক্ষমতায় এলে অন্যান্য ক্ষেত্রের মতো দেশের ক্রীড়াঙ্গনেও হয় ব্যাপক রদবদল। কিছু ফেডারেশনের কর্মকর্তা পদত্যাগ করলেও অনেককে এনএসসি সরিয়ে দেয়। এমন পরিস্থিতিতে বিওএ’ও আছে সংকটে। এই প্রসঙ্গে বিওএর সহ-সভাপতি বলেন, ‘এ বিষয়টি নিয়েও সভায় আলোচনা হয়েছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আইওসি চার্টার অনুযায়ী চলবে। ফেডারেশনের পদে না থাকলেও নির্বাচিত কমিটির কর্মকর্তারাই বিওএর দায়িত্ব পালন করতে পারবেন।’
সম্প্রতি ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করেছে এনএসসি। সামনে অন্য ফেডারেশনগুলোতেও অ্যাডহক কমিটি গঠন হবে। ফেডারেশনের প্রতিনিধি নিয়েই গঠিত হয় বিওএর কমিটি। বিওএর বর্তমান নির্বাহী কমিটির মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। ফেডারেশনের অ্যাডহক কমিটির প্রতিনিধি দিয়ে বিওএ নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে শেখ বশির আহমেদ মামুন বলেন, ‘এটা নিয়ে মতবিরোধ রয়েছে। আমরা তিন/চার মাস পর এজিএম আয়োজন করব। সেখানে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হবে। কোনো বিষয়ে অস্পষ্টতা ও সমস্যা হলে আইওসি এবংওসিএ’র নির্দেশনা গ্রহণ করব।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কারো কাছে থাকা আমানত চুরি হয়ে যাওয়া প্রসঙ্গে।
মাগুরায় ট্রাক চাপায় মোটর সাইকেল চালক নিহত
শেখ হাসিনার আমলে সীমান্তের কাঁটা তারে লাশ ঝুলন্ত, এখন পতাকা বৈঠক হয়--শাকিল উজ্জামান
পেকুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পথসভায় মাওলানা ইমতিয়াজ
থানা থেকে ছিনাইয়া নেওয়া যুবদল নেতা গ্রেফতার
শ্রীনগরে বিএনপির অঙ্গ-সংগঠনের ৩ কর্মী গ্রেপ্তার
মুকসুদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা, প্রতিবাদ জানালো আ.লীগ
নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি ও সমমনা দলগুলো
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ
এই সরকার বিপ্লবের চেতনাকে পুরোপুরি ধারণ করতে পারেনি: মাহমুদুর রহমান
শার্শা থানা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলন মেলা
মুখ্য সংগঠক হান্নান মাসউদের ওপর ছাত্রলীগের হামলা!
সোনারগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
রাষ্ট্র সংস্কারে ১৫ দফা প্রস্তাবনা: পৃথক শরীয়া আদালত প্রতিষ্ঠার দাবি
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০
দেশের সংগ্রামের ইতিহাস-সংস্কৃতি বিশ্বে তুলে ধরার আহ্বান উপদেষ্টা নাহিদের
ভারতে চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার
পথশিশুদের নিয়ে বিপিএলের ট্রফি উন্মোচন
তামিমকে বিসিবির ধন্যবাদ
গণহত্যাকারীদের বিচারিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হচ্ছে: সারজিস