সীমান্তর লক্ষ্য এসএ গেমসের হ্যাটট্রিক স্বর্ণ জয়
২৫ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম
দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত সাউথ এশিয়ান (এসএ) গেমসে জোড়া স্বর্ণপদক জয়ী দেশসেরা নারী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। এবার তার লক্ষ্য এই গেমসের হ্যাটট্রিক স্বর্ণ জয়। আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠেয় এসএ গেমসে স্বর্ণ জয়ের হ্যাটট্রিক পূর্ণ করতে চান সীমান্ত। লক্ষ্যপূরণে নিবিড় অনুশীলনে মাধ্যমে নিজেকে প্রস্তুত করছেন এই স্বর্ণকন্যা। নিজের পারফরম্যান্স ধরে রেখে ঘরোয়া একের পর এক আসরে চমক দেখাচ্ছেন তিনি। যার প্রমাণ আন্ত:সার্ভিস জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতা। বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের ব্যবস্থাপনায় দু’দিন ব্যাপী এ প্রতিযোগিতার প্রথম দিন রোববার তিনটি রেকর্ড গড়ে স্বর্ণপদক জয় করেন সীমান্ত। আর এ সাফল্যে বুঝিয়ে দিলেন তিনি ফুরিয়ে যাননি এখনো। আন্ত:সার্ভিস ভারোত্তোলনের শুরুর দিন সাফল্য পেয়ে সীমান্ত বলেন,‘ঘরোয়া আসরে নিজের সেরাটা দিয়েই চেষ্টা করছি সাফল্য পেতে। গত দুই এসএ গেমসে স্বর্ণপদক জিতেছি। আমার লক্ষ্য আগামী এসএ গেমসে স্বর্ণজয়ের হ্যাটট্রিক পূর্ণ করা।’
২০১৬ সালে গুয়াহাটি-শিলং এসএ গেমসে বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ণপদকটি জিতেছিলেন ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। একই গেমসে ২০১৯ সালে নেপালের কাঠমান্ডুতে ব্যাক টু ব্যাক দু’টি স্বর্ণ জেতেন তিনি। কেবল এসএ গেমসে নয়, ঘরোয়া আসরেও নিয়মিত সেরার খেতাব জিতছেন সীমান্ত। রোববার আইভি রহমান সুইমিংপুল সংলগ্ন ঢাকা ভারোত্তোলন জিমন্যাসিয়ামে শুরু হওয়া ৭ম আন্ত:সার্ভিস জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় তিনটি নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন বাংলাদেশ আনসারের ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। ৭১ কেজি ওজন শ্রেণীতে স্লাচে ৮৫ কেজি তুলে নতুন জাতীয় রেকর্ড, ক্লিন অ্যান্ড জার্কে ১১১ কেজি তুলে নতুন জাতীয় রেকর্ড গড়েন। এছাড়া দু’টি মিলিয়ে মোট ১৯৬ কেজি তুলে আরেকটি রেকর্ড গড়েন সীমান্ত। এই ইভেন্টে একই সংস্থার ফাহিমা আক্তার ময়না অনেক পিছিয়ে থেকে রৌপ্যপদক জেতেন। তিনি স্লাচে ৫৫ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে ৭০ কেজিসহ মোট ১২৫ কেজি ভার তোলেন। নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট সীমান্ত। স্বর্ণ জয়ের পর তিনি বলেন,‘তিনটি নতুন রেকর্ড গড়তে পেরে আমার খুব ভাল লাগছে। এখন আমার লক্ষ্য এসএ গেমসে আরেকটি স্বর্ণ জয়। সেটা হলেই আমার ক্যারিয়ার সেরা পারফরম্যান্স হবে।’ সে লক্ষ্যে নিজেই নিজের অনুশীলন চালিয়ে যাচ্ছেন আনসারের এই তারকা ভারোত্তোলক। এ প্রসঙ্গে সীমান্ত বলেন,‘ব্যক্তিগতভাবে আমার কোনো কোচ নেই। আমি নিজেই নিজের অনুশীলন পরখ করি এবং অধিক ভার তোলার চেষ্টা করে আজ এই পর্যন্ত এসেছি। লক্ষ্য পূরণে এই চেষ্টাই আমার কাজে দেবে।’
তবে এসএ গেমসের আগে বাহরাইনে অনুষ্ঠেয় বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে নিজেকে পরীক্ষা করতে পারছেন এই স্বর্ণকণ্যা। আগামী ৬ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের খেলা। এখানে মাবিয়া লড়বেন ৭১ কেজি ওজন শ্রেণীতে।
এদিকে সীমান্তর রেকর্ডের দিনে আন্ত:সার্ভিস ভারোত্তোলনের ৫৫ কেজি ওজন শ্রেণীতে তিনটি রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন সেনাবাহিনীর মারজিয়া আক্তার ইকরা। তিনি স্লাচে ৭৬ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে ৯৪ কেজি এবং মোট ১৭০ কেজি ভার তুলে এই তিন রেকর্ড গড়েন। ৫৯ কেজি ওজন শ্রেণীতে দু’টি নতুন রেকর্ড গড়েন সেনাবাহিনীর আরেক ভারোত্তোলক স্মৃতি আক্তার। স্লাচে না পারলেও (৭৬ কেজি) ক্লিন অ্যান্ড জার্কে ১০৩ কেজিতে এবং মোট ১৭৯ কেজি তুলে দুই নতুন রেকর্ড গড়েন তিনি।
এ প্রতিযোগিতায় পাঁচটি সার্ভিসেস দলের ৪১ পুরুষ ও ২৪ নারীসহ মোট ৬৫ জন ভারোত্তোলক অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী দলগুলো হলো-বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার, বাংলাদেশ জেল, বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বার্মিংহামের সিরাজাম মুনিরায় ১৪ জানুয়ারি ফুলতলী ছাহেব (রহ.) এর ঈসালে সাওয়াব মাহফিল
নিকলীতে ভুট্টা চাষে আশার স্বপ্ন বুনেছে কৃষক
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ
মেঘনা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত ৩, নিখোঁজ ১
হবিগঞ্জের সড়কে প্রাণ গেল তিন নারী পোশাক শ্রমিকের
বরিশালে জাতীয় মহাসড়কের ওপর নির্মিত পাক অপসারণে নগর ভবনকে সড়ক অধিদপ্তরের চিঠি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩
দুইবার আবেদন করেও দুর্নীতির অভিযোগ থাকায় মাল্টার নাগরিকত্ব পায়নি তারিক সিদ্দিকের পরিবার
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
এবি পার্টির জাতীয় কাউন্সিল শুরু সোহরাওয়ার্দী উদ্যানে
মায়ের জন্য রান্না করা খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান
রাজশাহীতে এবেলা ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ
আশুলিয়ায় মেরামতের নাম করে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে
'বিয়ের গন্ডগোল' নিয়ে জোভান–তটিনী আত্মপ্রকাশ
ভারতে বসে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছেন ফ্যাসিস্টের দোসর আলাউদ্দিন নাসিম
রুশ জ্বালানিখাতে আবারও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
সিরিয়ার দামেস্কের মসজিদে পদদলিত হয়ে নিহত ৪ জন
কিছুটা নিয়ন্ত্রণে আসছে লস অ্যাঞ্জেলেসের দাবানল
খাদ্য পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখতে পুনর্গঠন হলো এফপিএমসি