তিক্ততায় শেষ রবসনের কিংস অধ্যায়!
২৮ নভেম্বর ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪, ১২:০৮ এএম
দেশে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু হয়েছে। গত শুক্রবার এক ম্যাচের টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে মাঠে গড়িয়েছে এবারের মৌসুম। আগামীকাল থেকে দেশের পাঁচ ভেন্যুতে শুরু হবে ঘরোয়া সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা। এবারের লিগ হবে দেশের ৫ ভেন্যুতে। ভেন্যুগুলো হচ্ছে- রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনা, ময়মনসিংহের রফিক উদ্দীন ভূঁইয়া স্টেডিয়াম, কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়াম ও মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম ও গাজিপুরের শহীদ বরকত স্টেডিয়াম। এবার নতুন যোগ হয়েছে গাজীপুর ভেন্যুটি। প্রতি সপ্তাহে দুই দিন শুক্র ও শনিবার হবে বিপিএলের খেলা। বিপিএল শুরুর ঠিক দু’দিন আগে জানা গেল, স্বাভাবিকভাবে নয় তিক্ততায় শেষ হলো ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহোর বসুন্ধরা কিংস অধ্যায়। তিনি যে এবার কিংসে থাকছেন না তা নিশ্চিত হওয়া গেছে মাসখানেক আগেই। যদিও চলতি মাস পর্যন্ত বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তিবদ্ধ তিনি। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই রবসন জানান, টানা পাঁচবারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের কাছে তিনি ৮ মাসের বেতন পাওনা আছেন। গতকাল সকালে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক আবেঘগন বার্তায় কিংসে নিজের অধ্যায়ের ইতি টানার পাশাপাশি কিছু প্রশ্নও উত্থাপন করেন রবসন। সেখানে কিংসের ম্যানেজমেন্টকে দোষারোপ করার পাশাপাশি বেতন বাকির প্রসঙ্গও উঠে আসে।
গত কয়েক মৌসুম বসুন্ধরা কিংসের প্রাণভোমরা ছিলেন রবসন রবিনহো। এক যুগের মধ্যে বাংলাদেশে খেলা সেরা বিদেশিদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। বসুন্ধরা কিংসের হয়ে পায়ের জাদুতে সবাইকে মোহিত করেছেন। তার ওপর ভর করে কিংসও একের পর এক শিরোপা জিতেছে। খেলতে নেমে রবসন নিজে গোল করেছেন আবার করিয়েছেনও। কিংস অধিনায়কত্বের আর্মব্যান্ডও ছিল তার হাতে। দুর্ভাগ্যবশত ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ডকে এবারের মৌসুমে আর দেখা যাবে না কিংসে। রবসনের অনুপস্থিতি ইতোমধ্যে টের পেয়েছে চ্যাম্পিয়নরা। এএফসি চ্যালেঞ্জ লিগ ও ঘরোয়া ফুটবলে চ্যালেঞ্জ কাপে রবসনের শূন্যতা স্পষ্টত হয়েছে ব্যাপকভাবেই।
বসুন্ধরার সাবেক স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোনের মতো ফুটবলার রবসনের সমাপ্তিটাও সুখকর হয়নি। অস্কার বিদায় বেলায় ফেসবুক পোস্টে কিংসের এক কর্মকর্তার দিকে ইঙ্গিত দিয়েছিলেন। রবসনের পোস্টেও একই রকম ইঙ্গিত।
নিজের পোস্টে রবসন লিখেন,‘কিছু মানুষ ক্লাবকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছে। এতে শুধু খেলোয়াড়দেরই নয়, ক্লাবেরও ক্ষতি হচ্ছে। তাই আমার সমর্থকদের অবগতির জন্য জানাচ্ছি দুই পক্ষের জন্য ভালো হয় এমন কিছুর জন্য আলোচনা করেছি, কিন্তু ক্লাব কোনো প্রতিশ্রুতি রাখেনি। ৮ মাসের বেতন না পেয়ে আমার এই অধ্যায় শেষ হতে যাচ্ছে।’ কিংসের হয়ে প্রায় চার বছরে ৭৫ গোল করা রবসন আরও লিখেন, ‘ সব ভক্ত, খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাতে চাই, যাদের সঙ্গে কাজ করে আমি সম্মানিতবোধ করেছি। একসঙ্গে আমরা ইতিহাস তৈরি করেছিলাম। বেশ কয়েকটি শিরোপা জিতেছি, দলের অধিনায়ক হওয়ার ও নাম্বার টেন জার্সি পরার সৌভাগ্য হয়েছিল আমার। বাংলাদেশকে বড় মঞ্চে নিয়ে যাওয়ার সুযোগও হয়েছে, বিশেষ করে এএফসি কাপ ও এএ্ফসি চ্যাম্পিয়নস লিগে। বাংলাদেশে আমার শেষটা সুখের ও সুন্দর উপায়ে করতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নিজেকে বিলিয়ে দেওয়া একজনের প্রতি ক্লাবের ম্যানেজমেন্ট যে অসম্মান প্রদর্শন করেছে তা বর্ণনাতীত।’
বিদায়ের আগে কোচ অস্কার ব্রুজোনের সঙ্গে কিংসের ম্যানেজার ওয়াসিমের সম্পর্কের টানাপড়েন চলছিল। এই বিষয়টি ওপেন সিক্রেট ছিল। যদিও রবসন ক্লাবের কোন কর্মকর্তার দিকে ইঙ্গিত করেছেন এটি স্পষ্ট নয়। তবে কোচের মতো খেলোয়াড়দের চুক্তি ও নানা বিষয়ে ম্যানেজার ওয়াসিমের সম্পৃক্ততাই বেশি, ফলে তার প্রতিই রবসনের অসন্তোষ প্রকাশের সম্ভাবনা বেশি বলে ধারণা ফুটবলবোদ্ধাদের। বাংলাদেশের ভক্তদের উদ্দেশ্যে নিজের পোস্টে রবসন লিখেন,‘কিন্তু জীবন এগিয়ে যাবে। আমি আশা করি ভবিষ্যতে তারা তাদের আদর্শের মূল্য দেবে। বসুন্ধরা কিংস ও বাংলাদেশের জনগণকে তাদের উষ্ণ অভ্যর্থনা ও অবিস্মরণীয় মুহূর্তের জন্য আমি ধন্যবাদ দিতে চাই। আপনাদের সঙ্গে শিগগিরই দেখা হবে এবং শুভকামনা রইলো।’
দেশের ফুটবলে অন্যতম সেরা পেশাদার ক্লাব হিসেবেই পরিচিত বসুন্ধরা কিংস। মাঠের ফুটবলে অনেক সাফল্য রয়েছে তাদের। তবে সাম্প্রতিক সময়ে কোচ-খেলোয়াড় বিদায় মুহূর্তে কিংসের পেশাদারিত্ব খাানিকটা প্রশ্নের মুখে পড়েছে। যদিও রবসনের পোস্টের পরিপ্রেক্ষিতে এখনো কোনো বিবৃতি দেয়নি ক্লাবটি। তবে জানা গেছে দেশের পট পরিবর্তনে শুধু রবসন রবিনহোই নন, স্থানীয় খেলোয়াড়রাও এই মৌসুমে এখন পর্যন্ত কোনো পারিশ্রমিক পাননি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
দায়িত্ব পেলে আমরা ধর্ম ও দল দেখব না : জামায়াতের আমির
'মুরুব্বী মুরুব্বী কামডা করল কী'
বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকা দ্বিতীয়
তথ্য গোপন মামলায় ট্রাম্প দোষী সাব্যস্ত হলেও নেই কোনও শাস্তি
সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী কারেন বিদ্রোহীরা, প্রশাসন গঠনে চ্যালেঞ্জ
ভ্যাট ও শুল্ক বৃদ্ধির ইস্যুতে প্রতিক্রিয়া জানাবে জাতীয় নাগরিক কমিটি
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা ১১, সংকট আরও বাড়ছে
মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ
গাজায় টেলিকম সেবা বন্ধের আশঙ্কা , জ্বালানি সংকটে জরুরি সেবা বিপর্যস্ত
সিরিয়ায় আসাদ অনুগত কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর
ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস বন্ধ
ইয়েমেনে বিদ্যুৎ কেন্দ্র-বন্দরে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলা
ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত আরও ২১,মানবিক বিপর্যয় চরমে
ফেনীর মহিপালে এক শিশুসহ ৭ রোহিঙ্গাকে আটক
টানা তৃতীয় মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হলেন মাদুরো, নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল
আলোচিত ওয়ান-ইলেভেনের ১৮ বছর আজ
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে