ফের ম্যানইউ, ইপসউইচের ইতিহাস!
০১ জানুয়ারি ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ০১ জানুয়ারি ২০২৫, ১২:০২ এএম
টানা তিন ম্যাচে হার তাও আবার ঘরের মাঠে। গেলো ৪৫ বছরে এমন পরিস্থিতির শিকার আর কখনও হয়নি ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগ যুগ শুরুর পর থেকে যে দলকে সবসময় বিবেচনা করা হতো শিরোপা প্রত্যাশী হিসেবে সেই ওল্ড ট্র্যাফোর্ডবাসীদের আজ করুণ দশা। গতপরশু রাতে ঘরের মাঠে প্রিমিয়ার লিগে বছরের শেষ ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে হেরেছে রুবেন অ্যামোরিমের দল। তাতে শীর্ষ লিগে টিকে থাকা নিয়েই শঙ্কায় পড়ে গেছে রেড ডেভিলসরা।
খেলার চতুর্থ মিনিটে আলেকজান্ডার ইসাকের হেডে প্রথম গোল পায় নিউক্যাসল। এর পর ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন জোলিনটন। ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সময় থাকলেও পুরো ম্যাচে ইউনাইটেড একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি। ম্যাচ পরবর্তি সংবাদ সম্মেলনে নিজেদের ব্যর্থতা মেনে নিয়ে অ্যামোরিম বলেন, ‘আমার মনে হয়, এই মুহূর্তে দলের সবাই ঠিক বুঝে উঠতে পারছে না। তাই এই অবস্থায় ম্যানচেস্টার ইউনাইটেডে কোচের পরিচয় এবং এত বেশি ম্যাচ হারাটা কিছুটা বিব্রতকরও বটে। তবে কঠিন মুহূর্তের সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে, এটা কঠিন সময়।’
গত নভেম্বরে অ্যামোরিম দায়িত্ব নেয়ার পর তেমন সাফল্য নেই। উল্টো এই ডিসেম্বরে পুরোপুরি ব্যর্থতা জেঁকে ধরেছে দলকে। লিগে সাত ম্যাচ খেলে পাঁচটি এবং সব প্রতিযোগিতা মিলিয়ে বছরের শেষ মাসে মোট ছয়টি ম্যাচ হেরেছে তারা। ক্লাবের ইতিহাসে এক মাসে এই নিয়ে কেবল তৃতীয়বার এতগুলো ম্যাচ হারল তারা। অবনমন অঞ্চল থেকে বর্তমানে ৭ পয়েন্ট দূরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। তার দল কি এখন অবনমন এড়ানোর লড়াইয়ে আছে, এমন প্রশ্নে আমুরি বলেন, ‘তেমন সম্ভাবনা আছে বলেই মনে হচ্ছে। ক্লাবের একটা ধাক্কা লাগা দরকার।’ ১৯৭৯ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম ঘরের মাঠে টানা তিনটি লিগ ম্যাচ হারল ইউনাইটেড।
এদিকে, ৪৫ বছর পর ঘরের মাঠে ফুলহ্যামের কাছে হারের রেশ কাটতে না কাটতেই এবার ইপসউইচ টাউনের বিপক্ষে অপ্রত্যাশিত এক পরাজয় দেখলো চেলসি। সোমবার রাতে প্রিমিয়ার লিগে ইপসউইচ টাউনের মাঠ থেকে ২-০ গোলের হার নিয়ে ফিরেছে অলব্লুজরা। ১৯৯৩ সালের পর এই প্রথম ইপসউইচের কাছে হারলো চেলসি। সেইসাথে ঘরের মাঠে ২২ বছরে প্রথম জয়ের মুখ দেখলো ইপসউইচ। শতকরা ৭৫ ভাগ বলের দখল নিজেদের কাছে রেখেও ম্যাচ জিততে পারেনি এনজো মারেসকার দল। ১২ মিনিটে প্রধম গোল হজম করে চেলসি। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেয় লিয়াম ডেলাপ। দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে ওমারি হাচিনসন তার সাবেক দলের বিপক্ষে গোল করে বহু বছরের আক্ষেপ ঘুচানো জয় নিশ্চিত করেন। যদিও ম্যাচটি অন্যরকম হতে পারতো যদি জোয়াও ফেলিক্সের অফসাইডের কারণে বাতিল হওয়া গোলটি এবং প্রথমার্ধে দুইবার পোস্টে লেগে ফিরতে থাকা কোলে পামারের প্রচেষ্টাগুলো সফল হতো। চেলসি প্রতিপক্ষের গোলপোস্টে ২০টি শট নিয়েও একটি গোল আদায় করতে পারেনি। এটি ২০১৭ সালের ডিসেম্বরের পর থেকে কোনো অ্যাওয়ে ম্যাচে তাদের সর্বোচ্চ শট নিয়েও গোল করতে না পারার রেকর্ড। ইপসউইচের কোচ কিয়েরান ম্যাককেনা এই জয়কে ক্লাবের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বর্ণনা করে সবাইকে স্মরণীয় সাফল্য উদযাপনের আহ্বান জানিয়েছেন।
এই জয়ে ১৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তালিকায় ১৮তম স্থানে উঠে এসেছে দলটি। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চেলসি পড়ে আছে চারেই। অন্যদিকে আসরে নবম হারের পর ১৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংল্যান্ডের শীর্ষ লিগে ১৯৮৯ সালের পর এই প্রথম এতটা বাজে অবস্থানে থেকে বছর শেষ করতে যাচ্ছে দলটি। ১৯ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে নিউক্যাসল আছে পঞ্চম স্থানে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ভারতে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
চলতি সপ্তাহেই পদত্যাগ করতে পারেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
সাভার ও আশুলিয়ায় খাঁটি খেজুরের রস খেতে দূর দূরান্ত থেকে আসছে মানুষ
‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে আজও দূষণের শীর্ষে ঢাকা
ভোটার হওয়ার বয়স ১৭ বছর হলে কী প্রভাব পড়তে পারে আগামী নির্বাচনে?
রাজধানীতে অটোরিকশায় মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল দুই যুবকের
নবীনগর - চন্দ্রা মহাসড়ক অবরোধ
কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাবেন খালেদা জিয়া
চিকিৎসকের ভুলে ৩০০ হাঁসের মৃত্যু, আরো ৩৭০টি অসুস্থ
হামাস ৩৪ বন্দি মুক্তি দিতে প্রস্তুত , যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা চলছে
সঞ্চয়পত্র ক্রয়ে যে ছাড় পাবে গণঅভ্যুত্থানে শহীদ পরিবার
হাসনাত আব্দুল্লাহকে কড়া হুঁশিয়ারি দিলেন বিন ইয়ামিন
লেবাননে আবারও ইসরায়েলি বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘন
চট্টগ্রাম আদালতের ১৯১১ মামলার নথি গায়েব
রাতের আঁধারে ইউক্রেনে শতাধিক ড্রোন হামলা রাশিয়ার
তীব্র শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রের জনজীবন বিপর্যস্ত, সাতটি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা
গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত,নিহত আরও ৮৮ ফিলিস্তিনি
মারা গেছেন রূপালি পর্দার নবাব প্রবীর মিত্র
রোমাঞ্চকর ড্রয়ে শেষ ইউনাইটেড-লিভারপুল হাইভোল্টেজ লড়াই
মির্জাপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর মৃধার পদ স্থগিত