ফিরলেন ইসমাইল, ষোড়শী শিরিন
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৫ এএম

দেশের অ্যাথলেটিক্সে ১০০ মিটার স্প্রিন্টে নেই কোনো আশার খবর। প্রতিযোগিদের টাইমিংয়েও কোনো উন্নতি নেই। এমন অবস্থায় জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার ১০০ মিটার স্প্রিন্টে প্রতি বছরই দেখা মেলে ঘুরেফিরে সেই পুরনো মুখ! এবারও এর ব্যতিক্রম হয়নি। গতকাল ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া ৪৮তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ১০০ মিটার স্প্রিন্টের পুরুষ বিভাগে তিন বছর পর দ্রুততম মানবের খেতাব পুনরুদ্ধার করলেন বাংলাদেশ নৌবাহিনীর মো. ইসমাইল। ১০.৬১ সেকেন্ড (ইলেক্ট্রোনিক্স)্ সময় নিয়ে দৌড় শেষ করে পঞ্চমবারের মতো দ্রুততম মানব হলেন তিনি। অন্যদিকে এই ইভেন্টের নারী বিভাগে সেরা হয়ে দ্রুততম মানবীর মুকুট অক্ষুণœ রাখলেন একই সংস্থার শিরিন আক্তার। এ টানা ১৬ বার দেশের মেয়েদের মধ্যে সেরা অ্যাথলেট হলেন। তিনি ১২.০১ সেকেন্ডে (ইলেক্ট্রোনিক্স) দৌড়ে টানা ১৬ বার দ্রুততম মানবীর খেতাব জিতে নিলেন।
কাল বিকালে জাতীয় স্টেডিয়ামে পুরুষ বিভাগের স্প্রিন্টে ফিনিশিং লাইন পার হওয়ার সময় মনে হল মো. ইসমাইল ও রাকিবুল হাসান সমানতালেই ছিলেন। যদিও রাকিবুল ফিনিশিং লাইন টাচ করে পরে যান। কিন্তু ইসমাইল সটান বডি নিয়েই পারি দেন শেষ সীমা। ফটোফিনিশিংয়ে বুক এগিয়ে থাকায় ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জিতে নেন ইসমাইলই। ২০১৮ সালে প্রথমবার এই ইভেন্টে দেশসেরা হয়েছিলেন ইসমাইল। টানা আরও তিনবার। তবে লন্ডন প্রবাসী স্প্রিন্টার ইমরানুর রহমান লড়াইয়ে অবতীর্ণ হওয়ার পর আর সেই মুকুট ধরে রাখতে পারেননি নৌবাহিনীর স্প্রিন্টার। সেনাবাহিনীতে যোগ দিয়ে ২০২২-২৪ টানা তিনটি দ্রুততম মানবের খেতাব জিতে নেন ইমরানুর। এবার অবশ্য চোটের কারণে জাতীয় অ্যাথলেটিক্সে খেলতে আসেননি তিনি। এতেই বাজিমাত ইসমাইলের। খেতাব জিতে তিনি বলেন, ‘ইমরানুর না থাকায় অবশ্য কিছু সুবিধাতো পেয়েছি। তবে অন্যরাও বেশ এগিয়েছে।’ মুকুট পুনরুদ্ধারে কতটা কষ্ট করতে হয়েছে, তা নিজের মুখে জানালেন ইসমাইল, ‘গত সাত মাস আমি টানা পরিশ্রম করে গেছি এই খেতাব পুনরুদ্ধারের জন্য। খাবারে প্রায় দুই লাখ টাকা খরচা গেছে। ১০০ মিটারের মধ্যে শেষ ১০ মিটারে এগিয়ে আসতে আমাকে অনেক কাজ করতে হয়েছে।’ নিজের টাইমিং নিয়ে সন্তুষ্ট ইসমাইল, ‘এটাই আমার ক্যারিয়ার সেরা টাইমিং। আগের টাইমিং ছিল ১০.৬৩ সেকেন্ড। দ্রুততম মানবের খেতাব জেতার সাফল্যে নিজের স্ত্রীকেও অংশীদার করলেন ইসমাইল, ‘আড়াই মাসের সন্তানকে নিয়ে আমার স্ত্রী ও অ্যাথলেট তামান্না আক্তার সমর্থন যুগিয়ে গেছেন আমাকে। এজন্য এই সাফল্যে অর্ধেক কোচ আবদুল্লাহেল কাফির (সাবেক তারকা অ্যাথলেট এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপ-পরিচালক) এবং অর্ধেক আমার স্ত্রীর।’
এদিকে জাতীয় ও সামার অ্যাথলেটিক্স মিলিয়ে ক্যারিয়ারে টানা ১৬ বারের মতো দ্রুততম মানবীর খেতাব জিতলেন শিরিন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, শিরিনের বিকল্প এখনো তৈরী হয়নি দেশে। যেখানে তার টাইমিং ১২.০১ সেকেন্ড, সেখানে তারই সতীর্থ সুমাইয়া দেওয়ানের টাইমিং ১২.১৫ সেকেন্ড। .১৪ মাইক্রোসেকেন্ড পেছনে। তিনিও কৃতিত্ব দিলেন কোচ কাফিকে, ‘আমার কোচ কাফি স্যার খুব কষ্ট করেছেন আমার জন্য। আমি কৃতজ্ঞ উনার কাছে।’ ভবিষ্যত লক্ষ্য শিরিন বলেন, ‘আমার একটাই আশা আন্তর্জাতিক আসর থেকে দেশকে একটি স্বর্ণপদক এনে দেয়া। তারপর অন্যকথা ভাববো।’ দীর্ঘ ধরে সেরা শিরিনের প্রতিপক্ষ কি এখনো তৈরী হয়নি? এমন প্রশ্নে শিরিনের উত্তর, ‘আসলে প্রতিপক্ষ তৈরী হয়নি তা আমি বলবো না। কারণ ট্র্যাকে ন্যানো ও মাইক্রো সেকেন্ডে অনেক কিছুই ঘটে যেতে পারে। তাই দৌঁড়ানোর সময়েও চোখ খোলা রেখে সজাগ থাকতে হয়।’
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় অ্যাথলেটিকস উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অবঃ) ড. মোঃ নাঈম আশফাক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

অবশেষে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সচিবের আদেশ বাতিল হচ্ছে

গাজায় গণহত্যার প্রতিবাদে মাধবপুরে হারমনির বিক্ষোভ মিছিল

মুক্তি পেলেন নারায়ণগঞ্জের সাবেক ছাত্রদল নেতা জাকির খান

সবাইকে পহেলা বৈশাখের উৎসবে অংশ নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

টানা পাঁচদিন বৃষ্টি হতে পারে : আবহাওয়া অফিস

মোংলা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফ্যাসিস্টের প্রতিকৃতিতে আগুন: শোভাযাত্রার আগেই সুখবর দেবে ডিএমপি

দেশে সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান

নরসিংদীর ঘোড়াশালে জোড়া হত্যা মামলায় আরও ৩ জন গ্রেপ্তার

সুন্দরগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপির ৬ নেতা আহত, আটক ৩

আশিক চৌধুরীর সাথে বিডার আগের দুই চেয়ারম্যানের তফাৎ কি?

সারাদেশে বাংলা নববর্ষ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার : র্যাবের মহাপরিচালক

সৈয়দপুরে নববর্ষ উপলক্ষে মৃৎশিল্পীদের ব্যস্ততা

সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড. ইউনূস

ভুলবশত এল সালভাদরে নির্বাসিত গার্সিয়া , ‘সুস্থ ও নিরাপদ’- জানাল যুক্তরাষ্ট্র

কোটচাঁদপুরে বাসচাপায় ভ্যান চালক নিহত

সবুজ ভবিষ্যৎ গড়তে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোক্তা তৈরিতে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সৈয়দা রিজওয়ানা হাসানের

বায়ুদূষণে পঞ্চমে ঢাকা, শীর্ষে চীনের চারটি শহর

চৈত্র সংক্রান্তিতে আজ কনসার্ট, বর্ষবরণে কাল ফিলিস্তিনের প্রতি সংহতি