জন্মভূমির বিপক্ষে রঙিন অভিষেক আব্বাসের
৩০ মার্চ ২০২৫, ০২:৩২ এএম | আপডেট: ৩০ মার্চ ২০২৫, ০২:৩২ এএম

২০০৩ সালে মুহাম্মদ আব্বাসের জন্ম পাকিস্তানের লাহোরে। পরবর্তীতে পরিবার নিউজিল্যান্ডে পাড়ি জমানোয় তিনি শৈশব থেকে বেড়ে উঠেছেন সেখানে। দেশটির হয়ে ওয়ানডে অভিষেকে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন তিনি। কোন দলের বিপক্ষে? পাকিস্তান! গতকাল নেপিয়ারে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দুই দল। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে ২১ বছর বয়সী অলরাউন্ডার আব্বাসের। শুরুতেই বিস্ফোরক ব্যাটিংয়ে নজর কাড়লেন তিনি। ঠাঁই করে নিলেন ইতিহাসের পাতায়।
ছয়ে নেমে আব্বাস খেলেন ৫২ রানের ঝলমলে ইনিংস। মাত্র ২৬ বল মোকাবিলায় তিনটি করে চার ও ছক্কা আসে তার ব্যাট থেকে। তিনি হাফসেঞ্চুরি পূরণ করেন ২৪ বলে। অভিষেক ওয়ানডেতে এত কম বলে ফিফটি ছুঁতে পারেননি আর কেউ। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন দুজন। ভারতের ক্রুনাল পান্ডিয়া ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে এবং ওয়েস্ট ইন্ডিজের আলিক আথানেজ ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সমান ২৬ বলে ফিফটি হাঁকিয়েছিলেন।
আব্বাস ক্রিজে যান ৪২তম ওভারে ড্যারিল মিচেলের বিদায়ের পর। সেসময় দ্রুত রান তোলার চাহিদা দারুণভাবে পূরণ করেন তিনি। বিনোদনদায়ী ব্যাটিংয়ে রেকর্ড গড়ার পর মোহাম্মদ আলীর শিকার হয়ে নিউজিল্যান্ডের ইনিংসের শেষ বলে ফেরেন সাজঘরে। এর আগে মার্ক চ্যাপম্যানের সঙ্গে ১২ বলে ৩১ এবং জ্যাকব ডাফির সঙ্গে ২০ বলে ৩৮ রানের কার্যকর দুটি জুটি গড়েন তিনি। ইনিংস বিরতিতে সম্প্রচারকদের কাছে উচ্ছ্বাস গোপন রাখেননি আব্বাস, ‘এটা স্পেশাল কিছু। এখন অনুভূতি ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। দলের জন্য অবদান রাখাটাও স্পেশাল এবং চ্যাপি (চ্যাপম্যান) অবিশ্বাস্য ছিল। মাঠে ঢোকার পর আমি যা যা করতে পারি তা দেখানো আমার ও আমার পরিবারের জন্য স্পেশাল কিছু। তারা গ্যালারিতে ভীড়ের মধ্যে কোথাও বসে আছে।’
ডানহাতি ব্যাটার হলেও আব্বাস বাঁহাতি পেস বোলার। তিনি কিউই দলে ডাক পেয়েছেন লিস্ট ‘এ’ ক্রিকেটে মাত্র ১৫ ম্যাচ খেলেই। তার বাবা আজহার আব্বাসও ছিলেন ক্রিকেটার। করতেন পেস বোলিং। যদিও পাকিস্তান জাতীয় দলের হয়ে কখনও খেলার সুযোগ হয়নি তার। তবে সুযোগ পেয়েই দিনটি স্মরণীয় করে রাখলেন আব্বাস। আগে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ৩৪৫ রানের লক্ষ্য দিয়েছে কিউইরা। চ্যাপম্যান সর্বোচ্চ ১৩২ রান করেন ১১১ বলে। মিচেলের ব্যাট থেকে আসে ৮৪ বলে ৭৬ রান। এছাড়া, পাকিস্তানের এলোমেলো বোলিংয়ের কারণে অতিরিক্ত খাত থেকে ৪৩ রান মিলেছে নিউজিল্যান্ডের।
জবাবে দারুণ খেলছিলেন বাবর আজম। ৮২ বলে ৭৮ রান নিয়ে ব্যাটিং করছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। নিউজিল্যান্ডের রানপাহাড় তাড়া করতে জিততে পাকিস্তানের দরকার তখন ৬৯ বলে ৯৬ রান। হাতে ৭ উইকেট। অন্য প্রান্তে ছিলেন ৩৩ বলে ৪৪ রান করা সালমান আগা। মানে রান তাড়ায় সঠিক পথেই ছিল পাকিস্তান। এমন সময়ে উইল ও’রুর্কের বলে পুল করে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে ড্যারিল মিচেলের হাতে ক্যাচ দেন বাবর। এরপরই আশ্চর্য এক পতন শুরু পাকিস্তানের। ৩ উইকেটে ২৪৯ রান থেকে পাকিস্তান শেষ ২২ রান তুলতে হারিয়েছে ৭ উইকেট। ব্যাটিং অর্ডারের শেষ ৬ জন মিলে করেছেন মাত্র ৩ রান। পাকিস্তান গুটিয়ে গেছে ২৭১ রানে। তাতে নেপিয়ারে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হারতে হয়েছে ৭৩ রানের বড় ব্যবধানে।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে ২ এপ্রিল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

অবশেষে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সচিবের আদেশ বাতিল হচ্ছে

গাজায় গণহত্যার প্রতিবাদে মাধবপুরে হারমনির বিক্ষোভ মিছিল

মুক্তি পেলেন নারায়ণগঞ্জের সাবেক ছাত্রদল নেতা জাকির খান

সবাইকে পহেলা বৈশাখের উৎসবে অংশ নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

টানা পাঁচদিন বৃষ্টি হতে পারে : আবহাওয়া অফিস

মোংলা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফ্যাসিস্টের প্রতিকৃতিতে আগুন: শোভাযাত্রার আগেই সুখবর দেবে ডিএমপি

দেশে সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান

নরসিংদীর ঘোড়াশালে জোড়া হত্যা মামলায় আরও ৩ জন গ্রেপ্তার

সুন্দরগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপির ৬ নেতা আহত, আটক ৩

আশিক চৌধুরীর সাথে বিডার আগের দুই চেয়ারম্যানের তফাৎ কি?

সারাদেশে বাংলা নববর্ষ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার : র্যাবের মহাপরিচালক

সৈয়দপুরে নববর্ষ উপলক্ষে মৃৎশিল্পীদের ব্যস্ততা

সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড. ইউনূস

ভুলবশত এল সালভাদরে নির্বাসিত গার্সিয়া , ‘সুস্থ ও নিরাপদ’- জানাল যুক্তরাষ্ট্র

কোটচাঁদপুরে বাসচাপায় ভ্যান চালক নিহত

সবুজ ভবিষ্যৎ গড়তে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোক্তা তৈরিতে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সৈয়দা রিজওয়ানা হাসানের

বায়ুদূষণে পঞ্চমে ঢাকা, শীর্ষে চীনের চারটি শহর

চৈত্র সংক্রান্তিতে আজ কনসার্ট, বর্ষবরণে কাল ফিলিস্তিনের প্রতি সংহতি