হল্যান্ডের হ্যাটট্রিকে সিটির অনায়াস জয়
ম্যানচেস্টার সিটির মাঠে লিড নিয়ে যেব ইপসউইচ টাউন বোধহয় ভুলই করে বসেছিল! প্রিমিয়ার লীগের ম্যাচে সিটির বিপক্ষে সাত মিনিটই গোল দিয়ে সবাই চমকে দেয় দলটি। তবে সেটি উদযাপনের সময়ও পেল কই! পিছিয়ে পড়ে যেন তেতে উঠেছিল পেপ গার্দিওলার দল
১২ থেকে ১৬—এই চার মিনিটে ইপসউইচের জালে তিনবার বল পাঠায় সিটি।যার দুটি হল্যান্ড ও একটি আসে ডি ব্রুইনার পা থেকে।শেষদিকে হল্যান্ড গোল...