সউদী প্রো লিগে দিবালা
এএস রোমার হয়ে গত মৌসুমটা দুর্দান্ত কাটালেও এবার কোপা আমেরিকায় আর্জেন্টিনা দলে ছিলেন না পাওলো দিবালা। নতুন মৌসুমে সিরি আ’র ক্লাবটিও ছাড়তে হচ্ছে তাকে। সউদী প্রো লিগের ক্লাব আল-কাদসিয়াতে যোগ দিতে যাচ্ছেন বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। স্কাই স্পোর্টস ইতালিয়ার সংবাদ অনুযায়ী, এরমধ্যেই আল-কাদসিয়াকে ইতিবাচক সাড়া দিয়েছেন দিবালা। বাৎসরিক ২০ মিলিয়ন ইউরো বেতনে ক্লাবটিতে যোগ দিতে যাচ্ছেন তিনি। প্রাথমিক চুক্তি...