রেকর্ডকন্যা ম্যাকলাফলিন-লেভরোন
বিশ্ব রেকর্ডের সঙ্গে গতিতারকা সিডনি ম্যাকলাফলিন-লেভরোনের সখ্যতা পুরনো। আরও একবার নিজেকে ছাড়িয়ে নতুন উচ্চতায় উঠে গেলেন যুক্তরাষ্ট্রের ২৫ বছর বয়সী অ্যাথলেট। প্যারিস অলিম্পিকে গতপরশু রাতে রাতে স্তাদে দি ফ্রান্সের ট্র্যাকে ঝড় তোলেন ম্যাকলাফলিন-লেভরোন। নারীদের ৪০০ মিটার হার্ডলসে মাত্র ৫০.৩৭ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়ে সোনা জেতেন তিনি। তার স্বদেশি আনা ককরেল রুপা পান ৫১.৮৭ সেকেন্ড টাইমিং করে। ব্রোঞ্জ ওঠে নেদারল্যান্ডসের...