এক দিনে মারশাঁর দুই রেকর্ড
এক দিনেই দুটি অলিম্পিক রেকর্ড গড়ে দুটি স্বর্ণ জিতলেন ফ্রান্সের লিওঁ মারশাঁ। ২০০ মিটার বাটারফ্লাইয়ের স্বর্ণ জয়ের দুই ঘণ্টা পরেই ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকের স্বর্ণও জয় করেছেন ফরাসি ফেলপস খ্যাতি পাওয়া মারশা।
অলিম্পিক সাঁতারে একই দিনে দুটি ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জিততে পারেননি রেকর্ড ২৩ স্বর্ণ পদকের গর্বিত মালিক মাইকেল ফেলপসও। এবারের অলিম্পিকে তৃতীয় স্বর্ণ জেতা মারশাঁ এর আগে জেতেন ৪০০ মিটার ব্যক্তিগত...