হারে শেষ মারের
প্যারিস অলিম্পিক দিয়েই নিজের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষ করবেন গ্রেট ব্রিটেনের কিংবদন্তি টেনিস তারকা এন্ডি মারে। এ ঘোষণা তিনি আগেই দিয়ে রেখেছিলেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাতে মারে খেললেন ক্যারিয়ারের শেষ ম্যাচ। প্যারিস অলিম্পিকের দ্বৈত ইভেন্ট দিয়ে অবসরে গেলেন এই টেনিস তারকা। তবে বিদায়টা তার রঙিন হলো না। হেরেই টেনিস কোর্ট থেকে বিদায় নিলেন মারে! অলিম্পিকের এবারের আসরে টেনিসের পুরুষ দ্বৈত ইভেন্টের...