পাওয়ারপ্লেতে তিন উইকেট হারিয়ে চাপে ভারত
বিরাট কোহলি প্রথম ওভারে শুরু করেছিলেন দুর্দান্তভাবে। কাগিসো রাবাদার করা সেই ওভারে ৩ চারে তুলেছেন ১৫ রান।কেশব মাহরাজের করা দ্বিতীয় ওভারটি টানা দুই চারে শুরু করেন দুর্দান্ত ফর্মে থাকা রোহিত শর্মার।আগে ব্যাট করতে নেমে ভারত তখন প্রথম ইনিংসে বিশাল রান জমা করারই ইঙ্গিত দিচ্ছিল।
তবে এরপরই দলটির উড়ন্ত যাত্রায় ছেদ পরে। সেই ওভারে ওভারের চতুর্থ বলে সুইপ করতে গিয়ে ঠিকঠাক টাইমিং...