ভিসা জটিলতায় অনিশ্চিত আমির
গতকাল সকালেই আয়ারল্যান্ডে পৌঁছে গেছে পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু মোহাম্মদ আমির রয়ে গেছেন দেশেই। বাঁহাতি এই পেসার যে ভিসাই পাননি এখনও! ছোট্ট এই সিরিজে তার অংশগ্রহণ এখন পড়ে গেছে ঘোর অনিশ্চয়তায়। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, দলের সবার সঙ্গেই আমিরের ভিসার আবেদন করা হয়েছিল। সফরের আগের দিন অন্যরা ভিসা পেয়ে গেলেও পাননি আমির পাননি। কোচিং স্টাফের মোহাম্মদ ইউসুফের ভিসা পেতেও...