টটেনহ্যামকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখলো আর্সেনাল
টানা তিন জয়ে টেবিলের শীর্ষে থেকেই শিরোপার পথে হাটছে আসের্নাল। গতকাল লিগে নিজেদের ৩৫ তম ম্যাচে টটেনহ্যামকে ৩-২ গোলে হারিয়েছে মিকেল আরতেতার দল। টটেনহ্যামের মাঠে প্রথমে ৩-০ গোলে এগিয়ে থেকে শেষ পর্যন্ত দুই গোল হজম করে গানাররা। খেলার ১৫ মিনিটে পিয়েরি এমিলির আতœঘাতি গোলে এগিয়ে যায় আর্সেনাল। এরপর বুকায়ো সাকা আর কাই হাভার্টজের গোলে প্রথমার্ধেই তিন শুন্য গোলে লিড পায়...