জোড়া গোলে নিজেকে ছাড়িয়ে গেলেন কেইন
হ্যারি কেইনের ব্যক্তিগত অর্জন সমৃদ্ধ হলো আরও। বায়ার্ন মিউনিখের জয়ে ইংলিশ স্ট্রাইকার এবার করলেন জোড়া গোল। আর তাতে এক মৌসুমে নিজের সর্বোচ্চ গোলের আগের রেকর্ড গেলেন ছাড়িয়ে।
নিজেদের মাঠ আলিয়েঞ্জ অ্যারেনায় শনিবার রাতে আইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্টকে ২-১ গোলে হারায় বায়ার্ন। বায়ার লেভারকুসেনের কাছে ১২ বছরের আধিপত্য হারানো দলটি এই জয়ে আসছে মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করে।
যে জয়ের মুল কারিগর ছিলেন কেইন।...