বায়ার্নের অপেক্ষা বাড়ল
নিজেদের কাজটা সেরেই রেখেছিল বায়ার্ন মিউনিখ। কিন্তু অন্য ম্যাচে বায়ার লেভারকুসেনও জয় পাওয়ায় বুন্দেসলিগা শিরোপা পুনঃরুদ্ধারের অপেক্ষা বেড়েছে জার্মান জায়ান্টদের।
আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার মাইন্সকে ৩-০ গোলে হারায় বায়ার্ন। একই সময়ে অন্য ম্যাচে আউক্সবুর্ককে ২-০ গোলে হারায় লেভারকুসেন।
বায়ার্নের হয়ে গোল করেন লেরয় সানে, মাইকেল ওলিসে ও এরিক ডায়ার। লেভারকুসেনের দুই গোলদাতা পাত্রিক শিক ও এমিলিয়ানো বুয়েন্দিয়া।
৩১ রাউন্ড শেষে শীর্ষ দুই দলের পয়েন্টের...