দুবাইয়ে ঘাম ঝরিয়ে প্রস্তুত বাংলাদেশ
আর মাত্র দু’দিন বাদেই পাকিস্তানে পর্দা উঠতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে মাছে গড়াবে এবারের আসর। তবে ভারতের গোয়ার্তুমিতে তাদের ম্যাচগুলো দুবাইয়ে খেলবে রোহিত শর্মার দল। পরিস্থিতি বিবেচনায় যেটি রূপ পেয়েছে ‘হাইব্রিড’ মডেলে। তাতে অংশ নিতে এরই মধ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভারত হওয়ায় দুবাই গেছে...