অলিম্পিক কোটা পেতে লড়ছেন শুটাররা
আসন্ন প্যারিস অলিম্পিক গেমসের কোটা পেতে বর্তমানে ব্রাজিলে লড়ছেন বাংলাদেশের শুটাররা। গত ১১ এপ্রিল থেকে রিও ডি জেনেরিওতে শুরু হয়েছে আইএসএসএফ ফাইনাল অলিম্পিক কোয়ালিফিকেশন চ্যাম্পিয়নশিপ। ১০ মিটার এয়ার রাইফেলের পুরুষ ও নারী এবং মিশ্র দ্বৈত-এই তিনটি ইভেন্টে খেলছেন বাংলাদেশের চার শুটার। এরা হলেন- শায়রা আরেফিন, রবিউল ইসলাম, জাফিরাহ চৌধুরী ও জিদান হোসেন। গতকাল ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দ্বৈতে বাংলাদেশের...