সেই মেস্তেয়ায় ভিনির জোড়া গোলে পিছিয়ে পড়া রিয়ালের সমতা,শেষে বেলিংহ্যামের 'লাল কার্ড '
ভ্যালেন্সিয়ার ঘরের মাঠে মেস্তেয়ায় রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের দীর্ঘদিনের জমা কিছু হিসেব `চুকানোর` ছিল।শনিবার সেই হিসেব দুর্দান্তভাবেই চুকিয়েছেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।
তার জোড়া গোলেই ঘরের মাঠে এদিন ঘরের মাঠে দুই গোলে এগিয়ে যাওয়া ভ্যালেন্সিয়াকে রুখে দেয় কার্লো আনচেলত্তির দল।লা লিগার হাইভোল্টেজ ম্যাচটি শেষ হয় ২-২ সমতায়।ঘরের মাঠে দাপুটে শুরু করা ভ্যালেন্সিয়া রিয়ালের দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে ৩০ মিনিটের ভেতর ২-০...