এফএ কাপ ফাইনাল দেখতে ওয়েম্বেলিতে বিরাট-আনুশকা
একটু পরেই মাঠে গড়াবে এফএ কাপের ফাইনাল।শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দুই জায়ান্ট ইংলিশ ক্লাব ম্যনচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। দুই নগর প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি লড়াই `ম্যানচেস্টার ডার্বি`নামে।ফাইনালে হাইভোল্টেজ এই ম্যাচ দেখতে আগ্রহের কমতি ফুটবলপ্রেমীদের।
লন্ডনের ওয়েম্বলিতে এই মহারণ দেখতে আজ উপস্থিত থাকবেন বিভিন্ন ক্রীড়াঙ্গনের সেলিব্রেটিরাও।এর মধ্যে আছে ক্রিকেট সুপারস্টার বিরাট কোহলি ও আনুষ্কা শর্মা।অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি নিতে বর্তমানে...