ইভেন্টের সেরা লড়াইটি উপহার দিলেন আফরা-সানজিদা
শনিবার রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেল জমকালো বক্সিং আসর।মিরপুরের অ্যারো টার্ফে এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্টের উদ্যোগে `এক্সেল কনটেন্ডার সিরিজ` নামের এই জমাজমাট ইভেন্টে আটটি বাউটে অংশ নেন দেশসেরা বক্সাররা।তবে তুমুল উত্তেজনাপূর্ণ আসরের সেরা ম্যাচটি যেন এসেছে দুই নারী বক্সারের হাত ধরে।
ইভেন্টের সপ্তম বাউটে মুখোমুখি হন নারী বক্সিংয়ের দুই সেনসেশন সানজিদা জান্নাত ও আফরা খন্দকার।জ্যাব,পাঞ্চ,আপার কাটে ছয় রাউন্ডের বাউটে লড়াই চলে হাড্ডাহাডি।কখনও সানজিদা...