শেষ বিকেলে লুইস-অ্যাথানেজের 'আক্ষেপে' ম্যাচে ফিরল বাংলাদেশে
অ্যান্টিগায় দিনের শুরু এবং শেষে যেন দারুণ মিল। টসে জিতে ওয়েস্ট উইন্ডিজকে খোলসবন্দী রেখে দ্রুত দুই উইকেট তুলে নেন টাইগার পেসাররা।শেষেও স্পিনারদের শিকার ক্রিজে দুই সেট ব্যাটসম্যান। তবে এর মাঝে পুরো সময় ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ ময়।আরও বিশেষভাবে বলতে গেলে লুইস ও অ্যাথানেজের।দারুণ ব্যাটিংয়ে দুজনেই ছিলেন সেঞ্চুরির পথে।এ দুজনের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ছিল স্বাগতিকদের হাতে তবে শেষে বিকেলে দুজনকে শতক...