ফ্লিকের উত্তরসূরি নাগলসমান জার্মানির কোচ
জাপানের কাছে প্রীতি ম্যাচে বিধ্বস্ত হওয়ার পর কোচের পদ থেকে ছাঁটাই হন হানসি ফ্লিক। এরপর অন্তঃবর্তীকালীন কোচ হিসেবে কাজ করছিলেন দলটির ক্রীড়া পরিচালক রুডি ফোলার। তবে অবশেষে নতুন কোচ হিসেবে ইউলিয়ান নাগলসমানের নাম ঘোষণা করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ফ্লিকের উত্তরসূরির নাম জানায় ডিএফবি। আগামী বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজনের আগে বিক্ষিপ্ত জার্মানিকে পুনরুজ্জীবিত করার জন্য...