সাত গোলের রোমাঞ্চে ইউনাইটেডকে হারালো কেইনের বায়ার্ন
বায়ার্ন মিউনিখ ৪ :৩ ম্যানচেস্টার ইউনাইটেড
প্রিমিয়ার লিগে বিবর্ণ ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখককে তাদের মাঠে গিয়ে হারিয়ে দেবে-এমন স্বপ্ন হয়তো দলটির সব ভক্তও দেখার সাহস করেননি।
সেটি অবশ্য হয়ওনি।ফেভারিট বায়ার্নই শেষ পর্যন্ত হেসেছে শেষ হাসি। তবে বুধবার লী্গে নিজেদের প্রথম ম্যাচের জার্মান জায়ান্টদের বিপক্ষে বুক চিতিয়ে লড়েছে এরিক টেন হেগের দল। অল্পের জন্য হারলেও রেড ডেভিলসরা ম্যাচে টিকে ছিল শেষ...