এবার তীরে এসে তরী ডুবুক, চান না বাশার
তীরে গিয়ে তরী ডোবার গল্প কম নেই বাংলাদেশের ক্রিকেটে। এমন যন্ত্রণায় সবচেয়ে বেশি পুড়তে হয়েছে সম্ভবত এশিয়া কাপেই। তিনবার ফাইনালে উঠেও শিরোপা জেতা হয়নি সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের। এবার নতুন আসর শুরুর আগে চ্যাম্পিয়ন হওয়ার ছবি হৃদয়ে আঁকছেন জাতীয় নির্বাচক হাবিবুল বাশার।
এশিয়া কাপের সবশেষ আসরে অবশ্য ভরাডুবি হয় বাংলাদেশের। আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে তারা হেরে বিদায় নেয় গ্রুপ পর্বেই।...