নেইমারহীন পিএসজির সামনে বায়ার্নের কঠিন চ্যালেঞ্জ,আশাবাদী মেসি
চ্যাম্পিয়নস লীগের হাইভোল্টেজ ম্যাচে আজ রাতে মাঠে নামছে পিএসজি।শেষ ষোলোর দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ জার্মান জায়ান্ট বায়ার্ন।প্রথম লেগে ঘরের মাঠে ১-০ গোলে হেরে চাপে রয়েছে ক্রিস্তেফ গলতিয়ের দল।
তাই আজ বায়ার্নকে বায়ার্নের মাঠে হারানোর কোন বিকল্প নেই পিএসজি সামনে। তবে কাজটা মোটেও সহজ নয়।ঘরের মাঠে বরবরই অপ্রতিরোধ্য মুলার-মুসিয়ালারা।এর উপর চ্যাম্পিয়নস লীগের চলতি মৌসুমে টানা সাত ম্যাচে জয় তুলে নিয়েছে বুন্দেসলীগা...