হলান্ডের গোলে সিটির প্যালেস দুর্গ জয়
`গোলমেশিন` তকমা পাওয়া আরলিং হলান্ড আরও একবার ত্রাতা হয়ে এলেন সিটির বিপদে।এই ফরোয়ার্ডের করা গোলে গুরুত্বপূর্ণ এক ম্যাচে জয়ের হাসি হাসল স্কাই ব্লুজরা।
গতকাল প্রিমিয়ার লীগের ম্যাচটিতে প্রতিপক্ষের মাঠে বেশিরভাগ সময় চাপে ছিল ম্যানচেস্টার সিটি।দুই দলের রক্ষণ সামলে খেলার ম্যাচে মিলছিল না গোলের দেখা।তবে বিরতির পর ডেডলক খুললেন আর্লিং হলান্ড। ক্রিস্টাল প্যালেসের মাঠ থেকে স্বস্তির জয় নিয়ে ফিরল পেপ গুয়ার্দিওলার দল।
ইংলিশ...