দিন বদলের ফসল সয়াবিনের বাম্পার ফলন
০৯ মে ২০২৩, ০৮:৪০ পিএম | আপডেট: ১০ মে ২০২৩, ১২:০৫ এএম
‘নারিকেল, সুপারী আর পানে ভরপুর আমাদের প্রিয় রায়পুর’। বর্তমানে নারিকেল, পান আর সুপারীর সঙ্গে নতুন করে যোগ হয়েছে দিন বদলের ফসল খ্যাত সয়াবিন। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা উপকূলবর্তী অঞ্চলে জেগে ওঠা বিস্তীর্ণ ৫টি চর ও ৪টি ইউনিয়নে হাজার হাজার একর জমিতে সয়াবিনের চাষ হয়। ‘দিন বদলের’ ফসল হিসেবে খ্যাত সয়াবিনের এবার বাম্পার ফলন হয়েছে বলে জানায় উপজেলা কৃষি অফিস। চর ইন্দুরিয়া, কানিবগা, জালিয়ারচর, চরঘাশিয়া, চরকাচিয়ার বিস্তীর্ণ চরাঞ্চল এবং উত্তর চর আবাবিল, দক্ষিণ চর আবাবিল, উত্তর চরবংশী ও দক্ষিণ চরবংশী ইউনিয়নে এবার সয়াবিনের প্রচুর ফলন হওয়ার কারণে এখানকার কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। হাজার হাজার একর জমিতে চাষ হওয়া পরিপক্ক সয়াবিন ক্ষেতের বাদামী রং যেন নতুন এক আবহের সৃষ্টি করেছে। চলতি বছর কালবৈশাখী ঝড় ও বৃষ্টি কম হওয়ার কারণে সময়মত ফসল ঘরে তুলতে পারার আনন্দে কৃষকের মুখে দেখা দিয়েছে হাসির ঝিলিক।
প্রায় ২০ বছর আগে সয়াবিনের চাষাবাদ শুরু হলেও বর্তমানে এটি রায়পুর উপজেলার প্রধান অর্থকারী ফসল হিসেবে পরিচিত। গুরুত্ব বিবেচনায় ইতোমধ্যে জেলা প্রশাসন এ জেলাকে ‘সয়াল্যান্ড’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। যথাযথ মূল্য পাওয়ায় এখানে সয়াবিনের চাষাবাদ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। যে কারণে লক্ষ্মীপুরকে সয়াল্যান্ড হিসেবে ব্র্যান্ডিং করা হয়েছে। কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, জানুয়ারি-ফেব্রুয়ারি মাসই হলো সয়াবিন আবাদের উপযুক্ত সময়। সার ও কীটনাশক তেমন দিতে না হওয়ায় এবং আগাছা কম থাকায় এর উৎপাদন খরচও অনেক কম। মৌসুমের শেষ পর্যায়ে সয়াবিন পরিপক্ক হওয়ায় বর্তমানে পুরোদমে ব্যস্ত হয়ে পড়েছেন এখানকার ব্যবসায়ী, কৃষক ও শ্রমিকরা। উপজেলার কয়েকটি বাজারসহ হায়দরগঞ্জ বাজারে দেশের উৎপাদিত ৭৫ ভাগ সয়াবিন কেনাবেচা হয়। সয়াবিনকে কেন্দ্র করে হায়দরগঞ্জ বাজারে পাঁচটি চাতাল ও শতাধিক পাইকারী দোকান গড়ে উঠেছে। এছাড়া হাজীমারা, আখনবাজার, মোল্লারহাট ও খাসেরহাটে ৪০-৫০টি পাইকারী দোকানে সয়াবিন কেনাবেচা হয়। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর রায়পুরে মোট প্রায় ৮ হাজার হেক্টর জমিতে সয়াবিন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
প্রতিবছর এ উপজেলায় সয়াবিন মৌসুমে প্রায় ৪০০ কোটি টাকার সয়াবিন বেচাকেনা হয়। জালিয়ার চরের সয়াবিন চাষি আব্দুল গণি মাল বলেন, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে এবার প্রায় তিন একর জমিতে সয়াবিন চাষ করেছি। যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে গত দু’বছরের তুলনায় এবার ফলন ভালো হবে। সময়মত সয়াবিন ঘরে তুলতে পারলে ঋণও পরিশোধ করতে পারবো। উপজেলার হায়দরগঞ্জ বাজারের পাইকারী ব্যবসায়ী মো. নূরনবী পন্ডিত, রাশেদুল হায়দার রকি, শাহাদাত হোসেন সর্দার ও জাহাঙ্গীর আলম জানান, দেশের খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠান ও পোল্ট্রি খাদ্য প্রস্তুতকারী যেমন, সিটিগ্রুপ, বিশ্বাস গ্রুপ, নারিশ, সিপি, এস. আলম, কাজী ফার্মস ও আফতাব গ্রুপসহ অধিকাংশ প্রতিষ্ঠানগুলো এ উপজেলা থেকে সয়াবিন সংগ্রহ করে থাকে। শতকরা ৭৫ ভাগ সয়াবিন এখানে উৎপাদিত হলেও সয়াবিনকে কেন্দ্র করে আজও গড়ে উঠেনি কোন শিল্প প্রতিষ্ঠান। সহজ শর্তে ব্যাংক ঋণ ও সরকারি আনুকূল্য পেলে রায়পুরের সয়াবিন বাংলাদেশের অর্থনৈতিক চেহারা বদলে দিতে পারে বলে জানান তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খানম বলেন, এ উপজেলায় ব্যাপকহারে সয়াবিন উৎপাদিত হয়। আমরা সয়াবিন চাষিদের দোড়গোড়ায় গিয়ে বিভিন্নরকম পরামর্শ দিয়ে থাকি। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় সয়াবিনের বাম্পার ফলন হয়েছে। এখানে সয়াবিন ‘দিন বদলের ফসল’ হিসেবে পরিচিতি লাভ করেছে।
বিভাগ : আজকের পত্রিকা
মন্তব্য করুন
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় স্যালোমেশিন ইঞ্জিনচালিত অবৈধ যানবাহনের ধাক্কায় এক কৃষক নিহত
কুড়িগ্রামে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত
সিলেটে সমাজ সংস্কারে আলেম সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছেন : আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক
বিরলে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
বড় পর্দায় প্রথম তাঁরা, কেমন ছিল অনুভূতি
সরকারের জনপ্রিয়তা থাকলেও প্রশাসনিক অসহযোগিতা রয়েছে: তথ্য উপদেষ্টা
সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে চাকরি ছাড়তে বললেন মসজিদের সভাপতি!
সময় টিভির সাংবাদিকদের চাকরিচ্যুতি: ওই দিনের প্রকৃত ঘটনা তুলে ধরলেন হাসনাত
চট্টগ্রামের প্রবীণ আলেম আল্লামা জালাল উদ্দীনের ইন্তেকাল
ইসকন নিয়ে পোস্ট: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে দুই বাংলাদেশি শিক্ষার্থীকে বহিষ্কার
সংস্কার প্রশ্নে পিছপা হলে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না: পরিবেশ উপদেষ্টা
সদরপুরে জাসাসের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও শোভাযাত্রা
বেগমগঞ্জে যুবদল নেতা সুমনের বিরুদ্ধে নানা অভিযোগ
ময়মনসিংহ প্রেসক্লাবে চরম অচল অবস্থা, সহিংস ঘটনার আশংকা
জকিগঞ্জে জামায়াতের সেক্রেটারিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ
থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে জুমার খুৎবা পূর্ব বয়ান
মেলবোর্নে স্মিথ-কামিন্সের অনন্য কীর্তি
মনমোহন সিংয়ের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
নেত্রকোনায় এ আর খান পাঠান স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতার শুভ উদ্বোধন