ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার
৩১ মার্চ ২০২৩, ০৯:১৪ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৪:২০ পিএম
একটি দৈনিকের সাংবাদিককে গ্রেফতার এবং ঐ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা করা নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার নিয়ে দেশে-বিদেশে সমালোচনার সৃষ্টি হয়েছে। নওগাঁর সুলতানা জেসমিনকে আটকের ঘটনায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপব্যবহার হয়েছে বলে স্বয়ং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক মন্তব্য করেছেন। এসব ঘটনার পরিপ্রেক্ষিত্রে বোঝা যাচ্ছে, ডিজিটাল নিরাপত্তা আইনটির অপপ্রয়োগ হচ্ছে। শুধু সাংবাদিক গ্রেফতারই নয়, একই সময়ে অন্য পত্রিকার আরো এক সাংবাদিকের বিরুদ্ধে উক্ত আইনে মামলা করা হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করাকে নিউজপেপার ওনার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (নোয়াব) অগ্রহণযোগ্য হিসেবে মন্তব্য করেছে। ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) ক্রমবর্ধমান প্রয়োগকে শঙ্কাজনক বলে বলা হয়েছে। সম্পাদক পরিষদও ডিএসএÑএর ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এছাড়া যুক্তরাষ্ট্রসহ ১২ দেশ, ইউরোপীয় ইউনিয়ন ডিএসএ-তে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানিয়েছে।
যে পত্রিকার অনলাইন ভার্সনে প্রচারিত আলোচিত প্রতিবেদন নিয়ে সম্পাদকের বিরুদ্ধে মামলা ও প্রতিবেদককে গ্রেফতার করা হয়েছে, তা প্রকাশের পর ভুল স্বীকার করে তাৎক্ষণিকভাবে সংশোধন করা হয়েছে বলে পত্রিকা কর্তৃপক্ষ জানিয়েছে। তারপরও যেভাবে এবং যে প্রক্রিয়ায় সংশ্লিষ্ট প্রতিবেদককে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে বাড়াবাড়ির বিষয়টি চোখ এড়ায়নি পর্যবেক্ষকদের। তারা বলছেন, পত্রিকার সংবাদ পরিবেশনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনাকাক্সিক্ষতভাবে ভুল হওয়া অস্বাভাবিক কিছু নয়। সেক্ষেত্রে তা সংশোধনেরও যথাযথ প্রক্রিয়া রয়েছে। পত্রিকা কর্তৃপক্ষ নিজ থেকে তা সংশোধন করে থাকে। কেউ সংক্ষুদ্ধ হলে সে ব্যাপারেও পদক্ষেপ নেয়ার ব্যবস্থা রয়েছে। তবে ডিজিটাল নিরাপত্তা আইন তৈরির পর থেকেই এর অপব্যবহারের বিষয়টি খুব বেশি হচ্ছে বলে ইতোমধ্যে বহুবার বলা হয়েছে। দেশ-বিদেশে এ নিয়ে অনেক আলোচনা- ও সমালোচনা হয়েছে এবং হচ্ছে। আইনটি তৈরির শুরু থেকেই দেশের বিশিষ্টজন থেকে শুরু করে সচেতন ব্যক্তিবর্গ আইনটি স্বাধীন সংবাদ মাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতাকে সংকুচিত করার দুরভিসন্ধি নিয়ে করা হয়েছে বলে অভিযোগ করে আসছেন। এ নিয়ে তারা অসংখ্য সভা-সেমিনার করে এর বিরোধিতা করেছেন এবং আইনটির নিবর্তনমূলক ধরাগুলো সংশোধন করার দাবী জানিয়েছেন। সরকারের তরফ থেকে আইনটি সংশোধন করার আশ্বাস দেয়া হলেও তা সংশোধন করা হয়নি। বিষয়টি আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। এর ফলে আইনটির অপব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার সর্বশেষ শিকার দুই পত্রিকার দুই প্রতিবেদক এবং এক সম্পাদক। এসব ঘটনায় দেশে-বিদেশে তীব্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে। এসব প্রতিক্রিয়ার মূল বিষয় হচ্ছে, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধন ও অপপ্রয়োগ বন্ধ করা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিক নির্যাতন নিয়ে বিদেশি বিবৃতি সরকার আমলে নিচ্ছে না বলে জানিয়েছেন। তবে পর্যবেক্ষকরা মনে করছেন, এসব বক্তব্য-বিবৃতি এভাবে মূল্যায়ন করা উচিৎ নয়। বরং বিদেশিরা যাতে এ ধরনের বিবৃতি বা কোনো আইন নিয়ে প্রশ্ন তুলতে না পারেন, সে এ ব্যাপারে সরকারের সচেতন থাকা জরুরি।
ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধনের বিষয়টি এখন সময়ের দাবীতে পরিণত হয়েছে। বিশেষ করে স্বাধীন সংবাদমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করার জন্য আইনটি সংশোধন করা জরুরি। ক্ষেত্র বিশেষে এর মারাত্মক অপপ্রয়োগে সরকারকে ব্যাপক প্রশ্নের মুখোমুখী হতে হয়, যা কাম্য নয়। এতে সরকারের বদনাম যেমন হচ্ছে, তেমনি জনমনে অসন্তোষও সৃষ্টি হচ্ছে। সরকারের এদিকটি বিবেচনা করা উচিৎ বলে পর্যবেক্ষরা মনে করছেন। সরকার ইতোমধ্যে আইনটি সংশোধনের প্রতিশ্রুতি দিয়েছে। এ প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করা উচিৎ। তা নাহলে, আইনটির অপব্যবহার বাড়তেই থাকবে, যা সরকারের ভাবমর্যাদাকে ক্ষুন্ন করবে। সংবাদপত্রে প্রকাশিত যেকোনো বিষয়ে দ্বিমত থাকতেই পারে, এমনকি ভুলও হতে পারে, তা সংশোধনের যথাযথ প্রক্রিয়া রয়েছে। সংবাদ মাধ্যমের নীতিমালা অনুযায়ী, তা অবলম্বন করে প্রতিকার কারা যায়। তার বিপরীতে চরমপন্থা অবলম্বন যথোপযুক্ত পদক্ষেপ বলে গণ্য হতে পারে না।
বিভাগ : আজকের পত্রিকা
মন্তব্য করুন
আরও পড়ুন
তিতুমীর কলেজে পুলিশ মোতায়েন, জড়ো হচ্ছে শিক্ষার্থীরাও
হাজার বিঘা জমি, তিন দেশে বাড়ি আছে দুর্নীতির ‘মহারাজ’ নিক্সনের
"দুর্দান্ত লুকে মুক্তি পেল 'পুষ্পা ২: দ্য রুল', ভক্তদের উচ্ছ্বাস প্রকাশ"
স্কুলের বাইরে গাড়ি দুর্ঘটনায় চীনে অনেক শিশু আহত
আওয়ামী লীগ প্রসঙ্গে ভারতীয় সাংবাদিকের হঠকারী প্রশ্নে যা বলল যুক্তরাষ্ট্র
ফুলপুরে ভাইটকান্দি বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা, ৭ মামলা ও জরিমানা
বন্ধ ইবির ক্যাফেটেরিয়া, বিপাকে শিক্ষার্থীরা!
ট্রাম্প প্রশাসন পরিবহন মন্ত্রী হিসেবে শন ডাফিকে বেছে নিলেন
রোমাঞ্চকর লড়াইয়ে স্পেনের নাটকীয় জয়
পর্তুগালের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে পরের রাউন্ডে ক্রোয়েশিয়া
মধ্যপ্রদেশে মেলা থেকে মুসলিম ব্যবসায়ীদের উচ্ছেদ
ছাত্র-জনতার ওপর গুলি করা পুলিশ সদস্যের তালিকা হচ্ছে
আয়ারল্যান্ড সিরিজে অভিজ্ঞদের দলে ফেরাল বাংলাদেশ
হংকংয়ের গণতন্ত্রপন্থী শীর্ষ নেতাদের কারাদণ্ড
হেমন্তের শেষভাগেও বরিশালে তাপমাত্রার পারদ স্বাভাবিকের ওপরে : কৃষি ও জনস্বাস্থ্যে বিরূপ প্রভাব অব্যাহত
কামরুল ইসলাম ৮ দিনের রিমান্ডে
ঢাকায় হিপহপের ঝলক দেখালেন র্যাপার টাইগা ট্রিস
মুরাদের হ্যাটট্রিক, বোলিং অনুশীলন হলো ভালোই
গারো পাহাড়ের চাঞ্চল্যকর সোহেল হত্যা মামলায় ৩ জন গ্রেপ্তার
বিতর্কিত এনজিও-নেত্রীদের দিয়ে নারী সংস্কার কমিশন গঠন: ব্যাপক সমালোচনা