গবাদীপশুতে ছড়িয়ে পড়েছে এলএসডি ভাইরাস
১৫ মে ২০২৩, ০৮:৫১ পিএম | আপডেট: ১৬ মে ২০২৩, ১২:০১ এএম
সিলেটের ওসমাননীগর উপজেলাজুড়ে গবাদিপশুর এলএসডি বা লাম্পি স্কিন ভাইরাস রোগ ছড়িয়ে পড়েছে। গরুর খামার ও গৃহস্থে’র বাড়িতে পালিত গবাদিপশু এ রোগে আক্রান্ত হচ্ছে। আক্রান্ত গরুর সংখ্যা প্রতিদিন বাড়ছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন খামারি ও গৃহস্থরা। ২০২১ সালে দেশের বিভিন্ন এলাকায় লাম্পি স্কিন ডিজিজে গো- সম্পদের ব্যাপক ক্ষতির পর এবার সিলেটের সর্বত্র এ রোগ দেখা যাচ্ছে। এ রোগের প্রতিকার পেতে প্রতিদিন গরুর মালিকরা ছুটছেন উপজেলা প্রাণিসম্পদ অফিসে ও পশু চিকিৎকের কাছে। এ রোগ শুধু ওসমানীনগরে নয় সিলেট বিভাগজুড়ে ছড়িয়ে পড়েছে বলে প্রাণিসম্পদ অফিস সুত্রে জানা যায়। তারা এতে আতঙ্কিত না হয়ে নিয়মিত চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। কুরবানির ঈদকে সামনে রেখে গরুর চামড়ার ক্ষতিকর ভাইরাস রোগের এমন আক্রমণ নিয়ে খামারি ও কৃষক পর্যায়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে। আশঙ্কা করছেন ব্যাপক লোকসানের। আক্রান্ত গরুর পরিসংখ্যান নেই ওসমানীনগর উপজেলা প্রাণিসম্পদ অফিসে।
জানা যায়, ওসমানীনগর উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে সস্প্রতি গবাদিপশুতে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। উপজেলার অধিকাংশ গ্রামেই গবাদিপশুর মধ্যে ছড়িয়েছে এলএসডি রোগ। উপজেলার ৮টি ইউনিয়নের প্রতিটা এলাকায় গত কয়েক দিনে শতাধিক গবাদিপশুর লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছে।
এ আক্রান্তের কথা স্বীকার করেছেনে ওসমাননীগর উপজেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তারা। তারা আক্রান্ত গরুর মালিককে সহায়তা দিয়ে যাচ্ছেন বলে জানান। তবে চাহিদার তুলনায় তারা ওষুধ পাচ্ছেন না। গবাদী পশুর মালিক ও কৃষকরা জানিয়েছেন, বর্ষার শুরুতেই লাম্পি স্কিন রোগ দেখা দেয়। গত ৩ মাস ধরে এই রোগ বিস্তার লাভ করেছে। মশা-মাছি দ্বারা এ রোগ সর্বত্র ছড়িয়ে পড়ছে। এক গরু থেকে আরেক গরুর শরীরে দ্রুত ছড়িয়ে পড়ছে। আক্রান্ত গরু সুস্থ হতে দীর্ঘদিন সময় লাগে। একটি খামারকে অর্থনৈতিকভাবে ধসিয়ে দিতে ভয়ঙ্কর রোগ এটি। তবে গবাদিপশুর মৃত্যুর খবর এখনো পাওয়া যায়নি। চিকিৎসা ব্যয়বহুলের কারণে গ্রামাঞ্চলের অনেকে সঠিক চিকিৎসা নিচ্ছে না বলেও জানা যায়। এ রোগের সুনির্দিষ্ট ভ্যাকসিন এখনো তৈরি হয়নি বলে জানা যায়। বর্তমানে ছাগলের ভ্যাকসিন গড ফক্স ভ্যাকসিন নামে একটি ওষুধ প্রয়োগ করা হচ্ছে।
কুরবানির ঈদকে সামনে রেখে ওসমানীগরে গড়ে উঠেছে ব্যক্তি উদ্যোগে গুরুর খামার। গরু পালন লাভজনক হওয়ায় ষাঁড় গরু পালন করছেন স্থানীয়রা। তাছাড়া কুরবানি উপলক্ষে মৌসুমী ব্যবসায়িরাও গরু পালন করেন। এ সময় এলএসডি রোগে আক্রমণ করায় গরুর মালিক ও ব্যবসায়িদের বিরাট লোকসান গুনতে হবে বলে জানান ভোক্তভোগিরা।
প্রাণিসম্পদ অধিদফতরের তথ্য অনুযায়ী জানা যায়, এলএসডি একটি পক্স ভাইরাস জনিত রোগ। যা গরুর শরীরে বিদ্যমান গুটিবসন্ত নামে পরিচিত। এ রাগের কারণে গবাদিপশুর শরীরে ক্ষত হয়, শরীর গরম থাকে, শরীর দুর্বল হয়ে পড়ে, গরুর নাক-মুখ দিয়ে লালা পড়তে থাকে। এই রোগে এক গরু থেকে অন্য গরুতে দ্রুত ছড়িয়ে পড়ে। যেখানে মশা মাছি বেশি ও জলাশয় সেখানে এ রোগ দেখা দেয়। বাংলাদেশে গরুর লাম্পি স্কিন ডিজিজ প্রথম দেখা দেয় ২০১৯ সালে চট্টগ্রামে।
প্রাণিসম্পদ কর্মকর্তারা জানান, গরু আক্রান্ত হলে সাথে সাথে ভ্যাকসিন দিতে হবে। খামার বা গোয়াল ঘরের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন, গরু মশারির নিচে রাখা এবং আক্রান্ত গরু অন্য গরু থেকে পৃথক ও পরিষ্কার জায়গায় রাখার পরামর্শ দেন। এতে অন্য গরুর শরীরে এই রোগ ছড়াবে না। তারা লাম্পি স্কিন ডিজিজ রোগের লক্ষণ প্রকাশ পেলেই দ্রুত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বা রেজিস্ট্রার্ড প্রাণী চিকিৎসকের পরামর্শ নিয়ে পরিচর্যার ব্যবস্থা করার পরামর্শও দিচ্ছেন। জিয়াফক গ্রামের গরুর মালিক জগলু মিয়া জানান, আমার কয়েকটি গরু এ রোগে আক্রান্ত। ভ্যাকসিন দিচ্ছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না। এতে পচন ধরেছে। আমার একটা ষাঁড় দাম হয়েছিল দেড় লক্ষ টাকা। এবার কোরবানিতে বিক্রয় করার ইচ্ছে ছিল। কিন্তু গুরুর সারা শরীরে এ রোগে আত্রান্ত। এ রোগ ভালো হতে অনেক সময় লাগবে। এ রোগের কারণে এ বছর কুরবানিতে অনেকেই গরু বিক্রি করতে পারবে না।
ওসমানীনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজু আহমেদ বলেন, সিলেটের অন্যান্য এলাকার মতো ওসমানীগরেও ল্যাম্পি স্কিন ডিজিজ গবাদিপশুতে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। এই রোগ ভাইরাসজনিত গবাদিপশুর চর্মরোগ। আতঙ্কের কোনো কারণ নেই। সময় মতো চিকিৎসা নিলে গরুর রোগ ভালো হয়। আমরা নিয়মিত চিকিৎসাসহ পরামর্শ দিয়ে যাচ্ছি। আমাদের মাঠকর্মীরা মাঠে কাজ করে যাচ্ছে।
বিভাগ : আজকের পত্রিকা
মন্তব্য করুন
আরও পড়ুন
মানসিক ভারসাম্যহীন বোনকে পিটিয়ে হত্যার অভিযোগে ভাই আটক
এফএ কাপে সিটির গোল উৎসব
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান