প্রতারকের বিরুদ্ধে মোরেলগঞ্জবাসীর মানববন্ধন
১৫ মে ২০২৩, ০৮:৫৪ পিএম | আপডেট: ১৬ মে ২০২৩, ১২:০১ এএম
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের চরহোগলাবুনিয়া গ্রামে এক প্রতারক এলাকাবাসীর কাছ থেকে প্রায় ২৫ কোটি টাকা হাতিয়ে নিয়ে উদাও হয়ে গেছে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী শত শত এলাকাবাসী গতকাল সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন। এবং বাগেরাহাট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী এলাকাবাসী জানান, একটা পার্শ্ববর্তী ইন্দুরকানি উপজেলার জনৈক এবাদুল শেখ সাজ্জাদ ওই এলাকায় তার নানা বাড়ি হওয়ায় তার মামাতো ভাই মাষ্টার সরোয়ার হোসেন-এর মাধ্যমে ওই এলাকায় এসে পুল, কালভাট, রাস্তা, স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা, ক্লিনিকসহ বেশ কিছু সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলে। আস্তে আস্তে এলাকাবাসীর সাথে সক্ষতা গড়ে তোলে পাশাপাশি এলাকার মানুষকে ভুল বুঝিয়ে কৌশালে প্রায় শত বিঘা জমি লিজ নিয়ে ছোট বড় কয়েকটি স্থাপনা তৈরি করেন। এবং নামকরণ করেন শেখ ফজলুর রহমান ফাউন্ডেশন ও সৌদি বহুমুখী প্রকল্প নামে একটি সংস্থা। এই প্রকল্পের মাধ্যমে ২৩টি দরিদ্র মানুষের বসত ঘর নির্মাণ সৌদি সংস্থার মসজিদ নির্মাণ, ক্ষুদ্র লোন প্রকল্প ও কওমি মাদরাসা, প্রতিবন্ধী স্কুল, টেকনিক্যাল কলেজ, কমিউনিটি ক্লিনিক, কৃষিকাজ, ধান চাষ, মৎস্য চাষ, সৌদি আরব, কুয়েতসহ বিভিন্ন দেশে লোক পাঠানো বিভিন্ন প্রকল্পের কাজের কথা বলে প্রথম পর্যায় ৬০ হাজার টাকা নিয়ে ১০/১২ টি ঘর নির্মাণের কাজ শুরু করে দেন। তা দেখে এলাকাবাসীকে আগ্রহী করে তোলে। ধীরে ধীরে প্রতারনার ফাঁদ তুলতে থাকে। ৫ কক্ষ বিশিষ্ট ১৩ টি ঘর নির্মাণের কথা বলে ৬০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা গ্রহণ করেন। পরবর্তীতে আরো ২৩ টি ঘর ৫ কক্ষ বিশিষ্ট ঘর নির্মাণ করে দেবার কথা বলে ১ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা করে শতাধিক অসহায় পরিবারের কাছ থেকে হাতিয়ে নেয় ওই প্রতারক। বিভিন্ন ব্যাংকের চেক দিয়ে জৈনিক কবিরুল আলম এক ব্যক্তির কাছ থেকে কুয়েতি সংস্থার মসজিদ তৈরি করে দেয়ার কথা বলে দালাল মাস্টার সরোয়ার হোসেন এর মাধ্যমে ৬ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেন। কারিগরি কলেজে চাকরি দেওয়ার কথা বলে কর্মচারী থেকে শিক্ষক পর্যন্ত ২৫ জনের কাছ থেকে ৩ থেকে ১০ লক্ষ টাকা নিয়ে যান।
স্বল্প সুদে ঋণ দেওয়ার কথা বলে ৫০ জন ভুক্তভোগী পরিবারের নিকট থেকে টাকা নেন। প্রতিবন্ধী স্কুল, কওমি মাদ্রাসা, ক্লিনিক, মহিলা মাদরাসা, কলেজ সকল প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী নিয়োগ দেওয়ার কথা বলে সর্বনিম্ন ২ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। সৌদি আরব, কুয়েতসহ বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে ২০ ব্যবসায়ীর নিকট থেকে ৩ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছে।
ঘর নির্মাণের উপকরণ হিসেবে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে ইট, বালু, সিমেন্ট, রড বাকিতে নিয়ে এলাকার ব্যবসায়ীদের পথে বসিয়েছে।
তবে উক্ত প্রজেক্টের তিনটি গরু ৩০ থেকে ৩৫ বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে চেয়ারম্যান এর ওপর। ব্যাপারে চেয়ারম্যানের কাছে জমির ধান ও গরুর ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন গরু জমা আছে এবং ধান সংশ্লিষ্ট ওয়ার্ড এর মেম্বার এর কাছে কর্তন করে জমা রাখা হয়েছে।
এ ব্যাপারে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকরামুজ্জামান বলেন, আমি লোকটি বিভিন্ন উন্নয়নমুলক কাজ করতে দেখেছি। কিন্তু ভিতরে ভিতরে এত প্রতারণার ফাঁদ পেতেছে যা বুঝতে পারিনি। তবে এই প্রতারকের আইনের আওতায় আনা প্রয়োজন বলে আমি মনে করি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান বলেন, আমি একটি অভিযোগ পেয়েছি আগামী বুধবার গণশুনানির জন্য তাদেরকে ডেকেছি। গণশুনানির পরে প্রয়োজন হলে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ : আজকের পত্রিকা
মন্তব্য করুন
আরও পড়ুন
এফএ কাপে সিটির গোল উৎসব
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার