সেতু আছে সড়ক নেই
১৫ মে ২০২৩, ০৮:৫৯ পিএম | আপডেট: ১৬ মে ২০২৩, ১২:০১ এএম
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার তালুকনগর এলাকার কালিগঙ্গা নদীর ওপর প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর দুই পাশে সংযোগ রাস্তা না থাকায় কোনো কাজেই আসছে না। এজন্য এই এলাকার বাসিন্দাদের দশ মিনিটের রাস্তার জন্য ঘুরে আসতে হচ্ছে দেড় ঘণ্টার পথ। এতে করে সাধারণ মানুষ ছাড়াও বিপাকে পরেছে স্কুল-কলেজের শির্ক্ষাথী এবং কৃষক। সেতুর দুই পাশে মাটি ভরাট করে চলাচলের ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলাকাবাসী।
দৌলতপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) অফিস সূত্রে জানা গেছে, দৌলতপুর ও পার্শবর্তী নাগরপুর উপজেলার মানুষের যাতায়াতের সুবিধার্থে প্রায় দুই বছর আগে ৪ কোটি ৬১ লক্ষ টাকা ব্যয়ে কালিগঙ্গা নদীর ওপরে ৫৪ মিটার দৈর্ঘ্য এবং ৭.৩ মিটার প্রস্থের একটি সেতু নির্মাণ করা হয়। কিন্তু সেতু নির্মাণের সাথে সংযোগ সেতু নির্মাণের বাজটে না থাকায় তখন শুধুমাত্র সেতুটি নির্মাণ হয়। সেতুর সংযোগ রাস্তা নির্মাণের জন্য আরো ৫ কোটি ৮৩ লক্ষ টাকার বরাদ্ধ চেয়ে পাঠিয়েছে বিভাগটি।
বর্তমানে সংযোগ সড়ক না থাকায় এবং কালীগঙ্গা নদী শুকিয়ে যাওয়ায় সেতুর নিচ দিয়ে যাতায়াত করছে স্থানীয়রা। অপর দিকে বর্ষা মৌসুমে লোহার মই বেয়ে সেতুটি ব্যবহার করতে হয় এলাকাবাসীকে।
পার্শবর্তী এলাকার অ্যাডভোকেট লুৎফর রহমান জানান, সাধারণ মানুষের যাতায়াত ও অর্থনৈতিক উন্নয়ণের জন্য ব্রিজ করল কিন্তু আমরা তো ব্রিজে উঠতে পারলাম না। সামনে আবার বর্ষা কাল আসতেছে, বর্ষার আগে মাটি ফেলালে সবার উপকারে আসবে। সরকার দ্রুত কাজটা করে দিলে উপহার হবে। তা না হলে কোটি টাকার ব্রিজটা কাজে আসবে না।
তালুকনগর এলাকার মোশারফ হোসেন জানান, নদী পার হলেই বাজার, স্কুল-কলেজ, মাদ্রাসা আছে। মানুষজন হাট-বাজারে যায়, ছাত্র-ছাত্রীরা স্কুলে যায়। সবার মনে আশা ছিল, সেতু হলে সবাই হাসি-খুশিতে আসা-যাওয়া করতে পারব। রিকশা, ভ্যান ও রোগীদের গাড়ী যেতে পারবে, সবার উপকার হবে। কিন্তু মনের আশা মনেই রইল। সেতু হইছে কিন্তু রাস্তার কারনে সেতু ব্যবহার করতে করতে পারছি না।
স্থানীয় বাসিন্দা আওলাদ হোসেন বলেন, মাঝে মধ্যে শুনি উপজেলা ইঞ্জিনিয়ার, ইউএনও, চেয়ারম্যানসহ বিভিন্ন ধরনের লোকজন আইস্যা দেইখা যাইতেছে। কিন্তু আমাগো কাজ তো হইতেছে না। ব্রিজ হওয়ার আগে তো বাঁশের পুল দিয়ে আসা-যাওয়া করতে পারতাম। এখন তো সেইটাও বন্ধ। স্কুল-কলেজ-মাদরাসার ছাত্র-ছাত্রী নিয়ে খুব বিপদে আছি আমরা।
স্থানীয় তালুকনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো.শরিফুল ইসলাম লালন জানান, সেতুতে উঠার জন্য মাটি না থাকায় গত বর্ষায় ঠিকাদারের কাজের লোহার পাত দিয়ে মই বানিয়ে লোকজন সেতু দিয়ে পার হয়েছে। আর শুষ্ক মৌসুমে ব্রিজের নিচ দিয়ে আসা-যাওয়া করছে মানুষ।
দীর্ঘদিন ধরে এই অবস্থায় রয়েছে সেতুটি। তিনি আরো জানান, সেতু নির্মাণের পর সংযোগ সড়কের জন্য উপজেলা প্রকৌশলী, ইউএনও, চেয়ারম্যানকে বেশ কয়েকবার অনুরোধ করা হয়েছে কিন্তু কাজ হয় নাই।
দৌলতপুর উপজেলা প্রকৌশলী মুহাম্মদ ইরাজ উদ্দিন দেওয়ান বলেন, স্থানীয়দের চাহিদা ও গুরুত্বের ভিত্তিতে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে তালুকনগরের কালিগঙ্গা নদীর ওপরে একটি সেতু নির্মাণ করা হয়। সেতু নির্মাণের দীর্ঘদিন পর সংযোগ সড়কের জন্য ৫ কোটি ৮৩ লক্ষ টাকার বাজেট চেয়ে পরিকল্পনা পাঠানো হয়েছে। পরিকল্পনা ও বরাদ্ধ পাস হলে সেতুর সংযোগ সড়ক নির্মাণ করা হবে। আর বরাদ্ধ না পেলে অপেক্ষা করতে হবে।
দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা বলেন, সেতুর নির্মাণ কাজ শেষ হলেও সংযোগ রাস্তার জন্য স্থানীয় হাজারো মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। সংযোগ সড়কটি সংস্কার এবং সেতুর দুই পাশে মাটি ভরাট করে বর্ষার আগেই চলাচলের উপযোগী করার জন্য দাবি এলাকাবাসীর।
বিভাগ : আজকের পত্রিকা
মন্তব্য করুন
আরও পড়ুন
চাটমোহর পৌর বিএনপির কাউন্সিলে আরশেদ-তাইজুল-সিন্টু নির্বাচিত
‘একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে’ কথাটি ছিল ভেরি জেনারেল: আজহারী
নোয়াখালীর মাইজদী হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল জাবি ছাত্রদল
গরু চুরি করে বিএনপি নেতা ও তার স্ত্রীর ভূরিভোজ, অতঃপর...
মানসিক ভারসাম্যহীন বোনকে পিটিয়ে হত্যার অভিযোগে ভাই আটক
থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা গ্রেফতার
এফএ কাপে সিটির গোল উৎসব
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের