ধ্বংসাবশেষ খুঁজবে রাশিয়া
১৬ মার্চ ২০২৩, ১১:৪৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৩৮ এএম
কৃষ্ণ সাগরে নজরদারি চালানো একটি মার্কিন ড্রোন রাশিয়ার যুদ্ধ বিমান ভ‚পাতিত করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাশিয়ান এসইউ-২৭ জঙ্গি বিমানের সঙ্গে মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোনের এ সংঘর্ষ হয়। ওই ঘটনার এক মিনিটের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বিকালে প্রকাশ করা হয় ওই ভিডিও ফুটেজ। সেখানে দেখা যায়, ভাসমান ড্রোনটিকে লক্ষ্য করে উড়ে আসছে রাশিয়ার দুটি সুখোই-২৭ বিমান। আর এর পরই ড্রোনটির নেটওয়ার্কে সমস্যা হতে দেখা যায় ভিডিওতে। কিছুক্ষণ পরই সংযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। রাশিয়ার দাবি, ৩৬ ফুট দৈর্ঘ্যের মার্কিন ড্রোনটি মিসাইল-বোমা ও বিস্ফোরক বহনে সক্ষম। উড়োযানটির পাখার ব্যাপ্তি ৭২ ফুটের বেশি। তাই নিরাপত্তার স্বার্থে ড্রোনটিকে ধ্বংস করা হয়েছে। ড্রোনটির ধ্বংসাবশেষও তদন্তের জন্য সংগ্রহ করার চেষ্টা চালানো হবে বলে জানায় রাশিয়া। আর এ নিয়েই ক্ষিপ্ত ওয়াশিংটন। এদিকে মার্কিন বাহিনী বলছে, সংঘাতের কারণেই কৃষ্ণ সাগরে পতিত হয়েছে ড্রোনটি। হামলার কারণে ড্রোনের নেটওয়ার্ক বিঘিœত হতেও দেখা যায় ভিডিও ফুটেজে।
বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মাইলি বলেন, এ ড্রোনটি মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পদ। কোনোভাবেই এটির ধ্বংসাবশেষ আমরা শত্রæর হাতে পড়তে দেব না। এটি সাগরের ৪ থেকে ৫ হাজার ফুট গভীরে পড়েছে। সেখান থেকে উদ্ধার অভিযান জটিল। আর এটাও সত্যি ওই অঞ্চলে আমাদের জাহাজ নেই। যদিও বহু মিত্র রয়েছে সেখানে। তাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমেই উদ্ধার অভিযান চালানো হবে।
এদিকে, রাশিয়া জানিয়েছে, তারা ভেঙে পড়া মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোনের ধ্বংসাবশেষ খুঁজবে। বুধবার রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পাত্রæশেভ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি জানি না, আমরা শেষ পর্যন্ত এ কাজে সফল হব কি না। তবে আমরা কৃষ্ণসাগরে ভেঙে পড়া মার্কিন ড্রোনটির ধ্বংসাবশেষ খুঁজব।’ এ সময় নিকোলাই পাত্রæশেভ অভিযোগ জানিয়ে বলেন, কৃষ্ণসাগরে মার্কিন নজরদারি ড্রোনের উপস্থিতি এটাই প্রমাণ করে যে চলমান যুদ্ধে (ইউক্রেন যুদ্ধ) যুক্তরাষ্ট্র সরাসরি সম্পৃক্ত রয়েছে।
হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি বলেছেন, যুক্তরাষ্ট্রও ড্রোনটির অবস্থান শনাক্ত করতে চায়। এটি কখনো উদ্ধার করা সম্ভব না হতে পারে- এমন আশঙ্কাও প্রকাশ করেন তিনি। তবে কিরবি বলেন, রাশিয়া যদি ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধারও করে তাহলেও তারা যাতে এটা থেকে খুব বেশি গোয়েন্দা তথ্য পেতে না পারে সেটি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ পূর্বপ্রস্তুতি নিচ্ছে। এবিসি নিউজের আমেরিকা’স মর্নিং নিউজ প্রোগ্রামে কিরবি বলেন, ড্রোনটি অনেক গভীর পানিতে পড়ায় এটি উদ্ধার করা কঠিন এবং চ্যালেঞ্জিং হবে।
রাশিয়ার যুদ্ধবিমানের সাথে সংঘর্ষে ভ‚পাতিত মার্কিন ড্রোন ধ্বংসের ঘটনা মস্কোর আগ্রাসী আচরণই প্রমাণ করে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ইস্যুতে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সাথে ফোনালাপ করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। বলেন, ইউরোপীয় মিত্রদের নিরাপত্তার তাগিদে আন্তর্জাতিক আইন মেনে সাগরে নজরদারি কার্যক্রম চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। সংঘাত ঠেকাতে আলোচনার পথ খোলা রাখতে চান বলেও জানান। সূত্র : বিবিসি নিউজ, দ্য গার্ডিয়ান।
বিভাগ : আজকের পত্রিকা
মন্তব্য করুন
আরও পড়ুন
কর্পোরেট প্রভাবমুক্ত সাংবাদিকতা দেখতে চাই, সত্য প্রচারে নির্ভীক হতে হবে: মাহমুদুর রহমান
গণতন্ত্রের পথ রুদ্ধ করতে দেশী বিদেশী ষড়যন্ত্র চলছে-- এড. আবুল বাসার আকন্দ।
সীমান্ত দিয়ে ভারতে যাচ্ছে রসুন, আসছে মাদকসহ অবৈধ পন্য আনোয়ারুজ্জামান পালালেও, থামছে না চোরাচালান ব্যবসা
ডেঙ্গুতে চট্টগ্রামে মৃত্যু ১, নতুন আক্রান্ত ২৫
রেশনের চাল গুদামে দেড় লাখ টাকা জরিমানা
অভয়নগরে পানিবন্দি মানুষের চিকিৎসায় ফ্রি মেডিকেল ক্যাম্প
ইসলামবাগ মাদরাসার মুহতামিম মুফতী আব্দুল গনী আল গাজীর ইন্তেকাল
শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে ভারতে বসে ষড়যন্ত্র করছে: আবদুস সালাম আজাদ
যশোরে বিএনপি অফিস ভাংচুর-অগ্নিসংযোগ মামলায় গ্রেপ্তার ৩
বাণিজ্য সম্পর্ক জোরদার করতে ইপিএ স্বাক্ষরে সম্মত বাংলাদেশ-জাপান
যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৩ পদে প্রার্থী ২৮
রাজধানীতে যৌথ বাহিনীর অভিযান, ২৬ মাদককারবারি গ্রেপ্তার
জামায়াত আমীরের 'বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না' মন্তব্যে ঘরে-বাইরে সমালোচনার ঝড়
স্বাস্থ্য পরীক্ষায় ব্যাংককে গেলেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী
ইসলামে পাঁঠার গোশত খাওয়া প্রসঙ্গে।
বিশ্বব্যাপী ২২ টি দেশে মুক্তি পেল শাকিব খানের 'দরদ'
সিরাজগঞ্জে ডাকাত দলের ৯ সদস্য আটক
প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর: উপদেষ্টা আসিফ
উত্তেজনা নিরসনে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক ইলন মাস্কের : নিউ ইয়র্ক টাইমস
গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক