ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত
১১ মে ২০২৩, ১০:২৫ পিএম | আপডেট: ১২ মে ২০২৩, ১২:০১ এএম
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী আগামী রোববার দেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়টি আঘাত হানার আশঙ্কা রয়েছে। এদিকে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় সব ধরণের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা, লক্ষ্মীপুর, বাগেরহাটসহ জেলার ৭ উপজেলায় দুর্যোগ প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদনÑ
খুলনা ব্যুরো জানায়, খুলনায় ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলার জন্য ৪০৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হচ্ছে। ইতোমধ্যে ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। এ ছাড়াও উপকূলের মানুষকে ঘূর্ণিঝড়ের বিষয়ে সচেতন করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় সার্বিক প্রস্তুতি নেয়ার জন্য খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। সভায় জেলা ত্রাণ ও পুনর্বাসন মো. আব্দুল করিম জানান, খুলনার ৪০৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে। এসব আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৭৩ হাজার ৮৫০ জন মানুষ আশ্রয় নিতে পারবে। এর মধ্যে কয়রায় ১১৭টি, দাকোপ উপজেলায় ১১৮টি, পাইকগাছায় ৩২টি, বটিয়াঘাটায় ২৭টি, রূপসায় ৩৯টি, ফুলতলায় ১৩টি, দিঘলিয়ায় ১৬টি ও ডুমুরিয়ায় ২৫টি আশ্রয় কেন্দ্র রয়েছে।
জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, খুলনায় এখনও ঘূর্ণিঝড় মোখা’র প্রভাব পড়েনি। এরপরেও আমরা প্রস্তুত রয়েছি। ইতোমধ্যে ৪০৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে। যাতে পরিস্থিতি অনুযায়ী ঝুঁকিপূর্ণ লোকজন সেখানে আশ্রয় নিতে পারে। উপজেলা পর্যায়ের আমাদের কর্মকর্তাদেরকে সতর্ক করা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। একইসঙ্গে তাদের নিজ নিজ কর্মস্থলে থাকার জন্য বলা হয়েছে।
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর থেকে জানান, লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় ১৮৫টি আশ্রয়-কেন্দ্র খোলা থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে দুর্যোগ প্রস্তুতি মূলক সভায় এ তথ্য নিশ্চিত করেন।জেলা প্রশাসক আরো জানান, সাইক্লোন শেল্টারের পাশাপাশি ৬৪টি মেডিক্যাল টিম থাকবে। এছাড়া দুর্যোগকালীন ত্রাণ তহবিলে ৮ লাখ ১২ হাজার টাকা ও ৪২০ মেট্টিক টন চাল রয়েছে। একটি জরুরী দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষ ও হেল্পলাইন নাম্বার চালু করা হবে। সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্যোগকালীন সময়ে কর্মস্থলে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্যোগ থেকে মানুষ ও গৃহপালিত প্রাণি রক্ষায় ফায়ার সার্ভিস, জনপ্রতিনিধি ও রেড ক্রিসেন্টসহ স্বেচ্ছাসেবীরা কাজ করবে।
বাগেরহাট জেলা সংবাদদাতা জানান, ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে মোংলা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুশিয়ারী সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গতকাল দুপুরে বাগেরহাটে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় বাগেরহাটের সাড়ে ৪০০ আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসক মুহাম্মদ আজিজুর রহমান জানান, ‘ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় জেলার সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। জেলার ৯টি উপজেলায় ২ লাখ ৩৫ হাজার ৯৭৫ জন ধারন ক্ষমতা সম্পন্ন ৪৪৬টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
নোয়াখালী জেলা সংবাদদাতা জানান, ঘূর্ণিঝড় মোখার ক্ষয়ক্ষতি মোকাবেলা ও দুর্যোগ পরবর্তীতে করণীয় সম্পর্কে নোয়াখালী জেলা প্রশাসন সহ সরকারি-বেসরকারি উদ্যোগে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। জেলায় মোট ৪৬৩ টি আশ্রয়কেন্দ্র, ৩টি মুজিব কিল্লা, প্রায় ৭ হাজার স্বেচ্ছাসেবী, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে গঠন করা হয়েছে ১১১টি মেডিক্যাল টিম, রেডক্রিসেন্ট ও সিপিবির ৫ শতাধিক। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাহিদ হাসান খান জানান, দুর্যোগকালীন সহায়তার জন্য জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ফান্ডে ৯ লাখ ৯৫ হাজার টাকা, ৩৮২ মেট্রিক টন চাল ২৪৩ বান্ডিল ঢেউটিন মজুদ রয়েছে।
পটুয়াখালী জেলা সংবাদদাতা জানান, ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় করণীয় বিষয়ে সভা করেছেন পটুয়াখালী জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।
গতকাল বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলার সকল সরকারি দফতরের কর্মকর্তারা নিজ দফতরের প্রস্তুতি তথ্য তুলে ধরেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজেদুল ইসলাম, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। দুর্যোগ মোকাবিলায় প্রশাসন, র্যাব, পুলিশ, আনসার, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও পায়রা বন্দর কর্তৃপক্ষ সম্মিলিতভাবে কাজ করবে।
আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, চট্টগ্রামের আনোয়ারায় বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা গতকাল দুপুরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি তৌহিদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইশতিয়াক ইমনের সঞ্চালয় এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, চেয়ারম্যান নোয়াব আলী, অসিম কুমার দেব, কৃষি কর্মকর্তা রমজান আলী, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার সমরঞ্জন বড়–য়া প্রমুখ।
সভায় ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় উপজেলার রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক টিম (সিপিপি), উপকূলের ৫৮টি আশ্রয়কেন্দ্র ছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ ও মাদাসার ভবনগুলো প্রস্তত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা সার্বক্ষনিক পরামর্শের জন্য কন্ট্রোলরুম, মেডিক্যাল ক্যাম্প খোলা হয়েছে।
সোনাগাজী (ফেনী) উপজেলা সংবাদদাতা জানান, সোনাগাজী উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান এর সভাপতিত্বে ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলা ও করণীয় নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ফেনী জেলা প্রশাসক আবু সায়ীদ সেলীম মাহামুদ হাসান, ঘূর্ণিঝড় প্রস্তুতি ও করণীয় নিয়ে আলোচনা করেন। সোনাগাজী নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলার প্রত্যকটি স্কুল, কলেজ, মাদরাসাগুলোকে আশ্রায়ন কেন্দ্রকে ঘোষণা করা হয়েছে। মেডিক্যাল টিম, দমকল বাহিনী, বিদ্যুৎ, আনছার, বি ডি পি, রেড ক্রসসহ জরুরী খাদ্য প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ফেনী জেলা প্রশাসক সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল ঘোষণা করেন।
মোরেলগঞ্জ (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা জানান, মোরেলগঞ্জ জরুরি প্রস্তুতি সভা করেছে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। গতকাল উপজেলা পরিষদ সভাকক্ষে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন, বিশেষ অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ-ই আলম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, থানার ওসি সাইদুর রহমান, সভায় ঘূর্ণিঝড় মোখা মোকাবিলা পূর্ববর্তী প্রস্তুতি নিয়ে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ আল জাবির, উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, কোস্ট গার্ড-এর স্টেশন অফিসার।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সিংগাইরের তহরা হত্যা মামলা : শিক্ষক লালমুদ্দিনের ব্লাকমেইলের শিকার ছাত্রী আইরিন আক্তার
১৫ জানুয়ারি বিদায়ী ভাষণ দেবেন জো বাইডেন
’৭১ প্রশ্নে জামায়াতে নতুন আলোচনা, আসতে পারে সিদ্ধান্ত
ঘণকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস চালু হয়েছে
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে বিদেশি জাহাজ মোংলায়
চীন সফরে রেচেল রিভস , যুক্তরাজ্যের উন্নতির প্রতিশ্রুতি
দায়িত্ব পেলে আমরা ধর্ম ও দল দেখব না : জামায়াতের আমির
'মুরুব্বী মুরুব্বী কামডা করল কী'
বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকা দ্বিতীয়
তথ্য গোপন মামলায় ট্রাম্প দোষী সাব্যস্ত হলেও নেই কোনও শাস্তি
সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী কারেন বিদ্রোহীরা, প্রশাসন গঠনে চ্যালেঞ্জ
ভ্যাট ও শুল্ক বৃদ্ধির ইস্যুতে প্রতিক্রিয়া জানাবে জাতীয় নাগরিক কমিটি
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা ১১, সংকট আরও বাড়ছে
মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ
গাজায় টেলিকম সেবা বন্ধের আশঙ্কা , জ্বালানি সংকটে জরুরি সেবা বিপর্যস্ত
সিরিয়ায় আসাদ অনুগত কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর
ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস বন্ধ
ইয়েমেনে বিদ্যুৎ কেন্দ্র-বন্দরে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলা
ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত আরও ২১, মানবিক বিপর্যয় চরমে
ফেনীর মহিপালে এক শিশুসহ ৭ রোহিঙ্গাকে আটক